ETV Bharat / sports

Tewatia on Yash Dayal: এর থেকে খারাপ কিছু হতে পারে না, এবার ওঠার সময়; যশকে পরামর্শ সতীর্থের - যশ দয়াল

কেকেআর ম্যাচের পর ভেঙে পড়েছেন যশ দয়াল ৷ তবে, তিনি যাতে ফের ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে পারেন, সেই চেষ্টাই করছে গুজরাত টাইটান্সে তাঁর সতীর্থ এবং সাপোর্ট স্টাফরা ৷

Tewatia on Yash Dayal ETV BHARAT
Tewatia on Yash Dayal
author img

By

Published : Apr 14, 2023, 9:45 PM IST

মোহালি, 14 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে 5টা ছয় খেয়েছিলেন যশ দয়াল ৷ ফল রিঙ্কু সিংয়ের মারা ওই 5 ছক্কায় জেতা ম্যাচ হারতে হয়েছিল গুজরাত টাইটান্সকে ৷ সতীর্থরা এবং অধিনায়ক পাশে থাকলেও, ফ্র্যাঞ্চাইজি তাঁকে পরের ম্যাচে প্রথম একাদশ তো দূর, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও দলে রাখেনি ৷ তবে, এই পরিস্থিতিতে তাঁকে কেউ সহানুভূতি দেখাবে না বলে জানিয়েছেন যশের সতীর্থ তথা পঞ্জাব কিংসের বিরুদ্ধে উইনিং শট মারা রাহুল তেওয়াটিয়া ৷

তাঁর স্পষ্ট কথা, দলের যশ দয়ালকে সবাই সমর্থন করে ৷ কিন্তু, আগের ম্যাচে যা ঘটেছে তাঁর জন্য কেউ ওর প্রতি সহানুভূতি দেখাচ্ছে না ৷ কারণ, এর থেকে খারাপ কিছুই হতে পারে না ৷ এরপর নিজেকে ফের মেলে ধরা যেতে পারে বলে মনে করেন রাহুল ৷ তিনি জানিয়েছেন, ওই ম্যাচের পর তিনি যশ দয়ালের সঙ্গে কথা বলেছিলেন ৷ একজন স্পোর্টস পার্সন হিসেবে তিনি যশকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন ৷ সেখানে কোনও সহানুভূতি ছিল না ৷ পাশাপাশি, গুজরাতের প্রথম সিজনে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যশ দয়ালের অবদান কখনই অস্বীকার করা যাবে না বলেও জানান রাহুল ৷

তিনি বলেন, ‘‘আমি ওকে বলেছি, এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি ৷ এর থেকে খারাপ তোমার সঙ্গে কিছু হতে পারে না ৷ ও আমাদের বোলিং আক্রমণের অন্যতম সদস্য ৷ গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেখানে ওর অনেক অবদান ছিল ৷ আর সেটা কেউ চাইলেও অস্বীকার করতে পারবে না ৷ একটা ম্যাচ সেই সত্যিটাকে বদলে দিতে পারে না ৷ আমি মনে করি না, দলে কেউ ওকে সহানুভূতি দেখাচ্ছে ৷ একটা ম্যাচ খারাপ গিয়েছে ৷ এর পরেও যদি তুমি নিজেকে গুটি নাও তাহলে শক্ত মাটিতে আছাড় খেয়ে পড়বে ৷ এর বাইরে তোমার খারাপ লাগবে গুজরাত জায়েন্টসে কেউ সেটা চাইবে না ৷’’

আরও পড়ুন: আগামী দশকেও বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন শুভমন, মত হেডেনের

যদিও, কলকাতার বিরুদ্ধে সেই ম্যাচ ভুলে জয়ের সরণিতে ফিরেছে গুজরাত জায়েন্টস ৷ পঞ্জাব কিংসকে হারিয়ে 2 পয়েন্ট ঘরে তুলে নিয়েছে জিটি ৷ অধিনায়ক হার্দিক পান্ডিয়াও প্রথম একাদশে ফিরেছেন ৷ তবে, তিনি যে পুরোপুরি ফিট নন, তা স্পষ্ট ৷ গতকাল পঞ্জাবের বিরুদ্ধে বল করেননি হার্দিক ৷ এমনকি ব্যাটেও সেভাবে ছন্দে দেখা যায়নি গুজরাত অধিনায়ককে ৷

মোহালি, 14 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে 5টা ছয় খেয়েছিলেন যশ দয়াল ৷ ফল রিঙ্কু সিংয়ের মারা ওই 5 ছক্কায় জেতা ম্যাচ হারতে হয়েছিল গুজরাত টাইটান্সকে ৷ সতীর্থরা এবং অধিনায়ক পাশে থাকলেও, ফ্র্যাঞ্চাইজি তাঁকে পরের ম্যাচে প্রথম একাদশ তো দূর, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও দলে রাখেনি ৷ তবে, এই পরিস্থিতিতে তাঁকে কেউ সহানুভূতি দেখাবে না বলে জানিয়েছেন যশের সতীর্থ তথা পঞ্জাব কিংসের বিরুদ্ধে উইনিং শট মারা রাহুল তেওয়াটিয়া ৷

তাঁর স্পষ্ট কথা, দলের যশ দয়ালকে সবাই সমর্থন করে ৷ কিন্তু, আগের ম্যাচে যা ঘটেছে তাঁর জন্য কেউ ওর প্রতি সহানুভূতি দেখাচ্ছে না ৷ কারণ, এর থেকে খারাপ কিছুই হতে পারে না ৷ এরপর নিজেকে ফের মেলে ধরা যেতে পারে বলে মনে করেন রাহুল ৷ তিনি জানিয়েছেন, ওই ম্যাচের পর তিনি যশ দয়ালের সঙ্গে কথা বলেছিলেন ৷ একজন স্পোর্টস পার্সন হিসেবে তিনি যশকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন ৷ সেখানে কোনও সহানুভূতি ছিল না ৷ পাশাপাশি, গুজরাতের প্রথম সিজনে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যশ দয়ালের অবদান কখনই অস্বীকার করা যাবে না বলেও জানান রাহুল ৷

তিনি বলেন, ‘‘আমি ওকে বলেছি, এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি ৷ এর থেকে খারাপ তোমার সঙ্গে কিছু হতে পারে না ৷ ও আমাদের বোলিং আক্রমণের অন্যতম সদস্য ৷ গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেখানে ওর অনেক অবদান ছিল ৷ আর সেটা কেউ চাইলেও অস্বীকার করতে পারবে না ৷ একটা ম্যাচ সেই সত্যিটাকে বদলে দিতে পারে না ৷ আমি মনে করি না, দলে কেউ ওকে সহানুভূতি দেখাচ্ছে ৷ একটা ম্যাচ খারাপ গিয়েছে ৷ এর পরেও যদি তুমি নিজেকে গুটি নাও তাহলে শক্ত মাটিতে আছাড় খেয়ে পড়বে ৷ এর বাইরে তোমার খারাপ লাগবে গুজরাত জায়েন্টসে কেউ সেটা চাইবে না ৷’’

আরও পড়ুন: আগামী দশকেও বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন শুভমন, মত হেডেনের

যদিও, কলকাতার বিরুদ্ধে সেই ম্যাচ ভুলে জয়ের সরণিতে ফিরেছে গুজরাত জায়েন্টস ৷ পঞ্জাব কিংসকে হারিয়ে 2 পয়েন্ট ঘরে তুলে নিয়েছে জিটি ৷ অধিনায়ক হার্দিক পান্ডিয়াও প্রথম একাদশে ফিরেছেন ৷ তবে, তিনি যে পুরোপুরি ফিট নন, তা স্পষ্ট ৷ গতকাল পঞ্জাবের বিরুদ্ধে বল করেননি হার্দিক ৷ এমনকি ব্যাটেও সেভাবে ছন্দে দেখা যায়নি গুজরাত অধিনায়ককে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.