ETV Bharat / sports

করোনার থাবা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, কোভিড পজ়িটিভ কিরণ মোরে

author img

By

Published : Apr 6, 2021, 5:50 PM IST

Updated : Apr 6, 2021, 6:11 PM IST

কোভিড-19-র আরটি পিসিআর রিপোর্ট পজ়িটিভ এল মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরের ৷ তাঁর করোনার কোনও লক্ষণ ধরা পড়েনি ৷ তবে, তাঁকে বিসিসিআই-র করোনা নিয়মবিধি মেনে আইসোলেশনে রাখা হয়েছে ৷

mumbai-indians-scout-and-wicket-keeping-consultant-kiran-more-has-tested-positive-for-covid-19
করোনার থাবা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, কোভিড পজ়িটিভ কিরণ মোরে

চেন্নাই, 6 এপ্রিল : আবারও আইপিএলে করোনার থাবা ৷ এবার কোভিড-19-র আরটি পিসিআর রিপোর্ট পজ়িটিভ এল মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরের ৷ তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ নেই ৷ তবে, তাঁকে বিসিসিআই-র করোনা নিয়মবিধি মেনে আইসোলেশনে রাখা হয়েছে ৷ আজ মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এ কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির অফিসিয়াল টুইটারেও এ নিয়ে একটি বার্তা পোস্ট করা হয়েছে ৷ সেই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীদের সুস্থতা কামনা করেও একটি টুইট করা হয়েছে ৷

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজ়ির তরফে জানানো হয়েছে, তাঁদের কোচিং দলের সদস্য তথা উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরে করোনা আক্রান্ত হয়েছেন ৷ তাঁর সম্প্রতি করা আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য এবং উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরের কোভিড-19 পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এই মুহূর্তে ওনার মধ্যে করোনার কোনও লক্ষণ নেই এবং তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ মুম্বই ইন্ডিয়ান্স এবং কিরণ মোরে বিসিসিআই-র স্বাস্থ্যবিধি মেনে চলছে ৷’’

আরও পড়ুন : নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে আইপিএল : সৌরভ

এই মুহূর্তে মুম্বইয়ের মেডিক্যাল টিমের চিকিৎসকরা কিরণ মোরের চিকিৎসা করছেন ৷ আইপিএল শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই ৷ আগামী 9 এপ্রিল অর্থাৎ, শুক্রবার থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএল-র প্রথম ম্যাচে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই ম্যাচের আগে দলে উইকেট কিপিং কনসালটেন্ট করোনা আক্রান্ত হওয়ায়, স্বাভাবিকভাবেই চিন্তার মেঘ ঘনিয়েছে মুম্বই শিবিরে ৷ এর আগে আরসিবির ওপেনিং ব্যাটসম্য়ান দেবদত্ত পাডিক্কল এবং দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল করোনা আক্রান্ত হন ৷

চেন্নাই, 6 এপ্রিল : আবারও আইপিএলে করোনার থাবা ৷ এবার কোভিড-19-র আরটি পিসিআর রিপোর্ট পজ়িটিভ এল মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরের ৷ তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ নেই ৷ তবে, তাঁকে বিসিসিআই-র করোনা নিয়মবিধি মেনে আইসোলেশনে রাখা হয়েছে ৷ আজ মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এ কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির অফিসিয়াল টুইটারেও এ নিয়ে একটি বার্তা পোস্ট করা হয়েছে ৷ সেই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীদের সুস্থতা কামনা করেও একটি টুইট করা হয়েছে ৷

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজ়ির তরফে জানানো হয়েছে, তাঁদের কোচিং দলের সদস্য তথা উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরে করোনা আক্রান্ত হয়েছেন ৷ তাঁর সম্প্রতি করা আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য এবং উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরের কোভিড-19 পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এই মুহূর্তে ওনার মধ্যে করোনার কোনও লক্ষণ নেই এবং তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ মুম্বই ইন্ডিয়ান্স এবং কিরণ মোরে বিসিসিআই-র স্বাস্থ্যবিধি মেনে চলছে ৷’’

আরও পড়ুন : নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে আইপিএল : সৌরভ

এই মুহূর্তে মুম্বইয়ের মেডিক্যাল টিমের চিকিৎসকরা কিরণ মোরের চিকিৎসা করছেন ৷ আইপিএল শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই ৷ আগামী 9 এপ্রিল অর্থাৎ, শুক্রবার থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএল-র প্রথম ম্যাচে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই ম্যাচের আগে দলে উইকেট কিপিং কনসালটেন্ট করোনা আক্রান্ত হওয়ায়, স্বাভাবিকভাবেই চিন্তার মেঘ ঘনিয়েছে মুম্বই শিবিরে ৷ এর আগে আরসিবির ওপেনিং ব্যাটসম্য়ান দেবদত্ত পাডিক্কল এবং দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল করোনা আক্রান্ত হন ৷

Last Updated : Apr 6, 2021, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.