লখনউ, 1 এপ্রিল: সহজ জয় দিয়ে দ্বিতীয় আইপিএলে অভিযান শুরু করল কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস । ঘরের মাঠে শনিবার প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 50 রানে পরাজিত করল তারা । কাইল মায়ার্সের বিধ্বংসী ব্যাটে এদিন প্রথমে ব্যাট করে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 193 রান তোলে এলএসজি । জবাবে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান সত্ত্বেও বড় ব্যবধানে ম্যাচ হারতে হল ডিসি'কে ।
মায়ার্সের ঝোড়ো ব্য়াটের পাশাপাশি লখনউয়ের জয়ে এদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বোলাররাও । মার্ক উড, আবেশ খান, রবি বিষ্ণোইদের দাপুটে বোলিংয়ে মাত্র রানে 143 রানে থেমে যায় দিল্লির ইনিংস । সবমিলিয়ে বড় জয় দিয়ে সফর শুরু হল কেএল রাহুল অ্যান্ড কোম্পানির। 38 বলে 73 রান করে ব্যাট হাতে লখনউয়ের 'নবাব' ক্যারিবিয়ান ওপেনার মায়ার্স । যাঁর ইনিংস সাজানো ছিল 7টি ছক্কা এবং 2টি চারে ।
রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে এদিন টস জিতে লখনউকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার । রাহুল মাত্র 7 রানে ডাগ-আউটে ফিরলেও দ্বিতীয় উইকেটে দীপক হুডাকে সঙ্গে নিয়ে একানায় ঝড় তোলেন মায়ার্স । মাত্র 50 লাখে লখনউয়ে অন্তর্ভুক্ত হওয়া মায়ার্স আইপিএল আত্মপ্রকাশ স্মরণীয় করে রাখলেন বলা যায়। দ্বিতীয় উইকেটে হুডাকে সঙ্গে নিয়ে তাঁর 79 রানের পার্টনারশিপ বড় রানের ভিত গড়ে দেয় লখনউয়ের ।
-
#GazabAndaz se roar macha diya 😌💙
— Lucknow Super Giants (@LucknowIPL) April 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A memorable first win for the #SuperGiants on our home turf 🏟️🫶#LSGvDC | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG pic.twitter.com/WToh8qEFH6
">#GazabAndaz se roar macha diya 😌💙
— Lucknow Super Giants (@LucknowIPL) April 1, 2023
A memorable first win for the #SuperGiants on our home turf 🏟️🫶#LSGvDC | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG pic.twitter.com/WToh8qEFH6#GazabAndaz se roar macha diya 😌💙
— Lucknow Super Giants (@LucknowIPL) April 1, 2023
A memorable first win for the #SuperGiants on our home turf 🏟️🫶#LSGvDC | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG pic.twitter.com/WToh8qEFH6
আরও পড়ুন: অধিনায়ক হিসেবে অভিষেক সুখের হল না নীতীশের, হেরে অভিযান শুরু নাইটদের
শেষ পর্যন্ত 73 রানে ফেরেন তিনি । হুডা করেন 17 রান । শেষদিকে পুরানের 21 বলে 36 এবং বাদোনির 7 বলে 18 এলএসজিকে দু'শোর দোরগোড়ায় পৌঁছে দেয় । দু'টি উইকেট নিলেও 4 ওভারে 53 রান খরচ করেন সাকারিয়া । জবাবে ওয়ার্নারের 48 বলে 56 এবং রোসউয়ের 20 বলে 30 ছাড়া দিল্লির বাকি ব্যাটারদের কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ । ফল যা হওয়ার তাই হয় । 8 উইকেটে 143 রানে শেষ হয় দিল্লির ইনিংস । 14 রানে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা মার্ক উড । 2টি করে উইকেট যায় আবেশ এবং বিষ্ণোইয়ের ঝুলিতে ।