শারজা, 13 অক্টোবর : মরু শহরে আজ কলকাতা-দিল্লির লড়াই আসলে 'ব্যাটেল ফর ফাইনাল' ৷ শুক্রবার চতুর্দশ আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ ঠিক করবে কোয়ালিফায়ার টু ৷ হারলেই বিদায় ৷ দিল্লি ক্যাপিটলাস শীর্ষে থেকে লিগ শেষ করলেও আগের দুটি ম্যাচ হেরেছে ৷ আর জয়ের হ্যাটট্রিক করে দিল্লি জয়ের লক্ষ্যে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ শারজায় টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নাইট অধিনায়ক নাইট অধিনায়কের ৷
লিগের শেষ ম্যাচে বিরাট কোহলির আরসিবি-র কাছে হারের পর প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হারে দিল্লি ক্যাপিটালস ৷ অন্যদিকে কলকাতা শেষ তিন ম্যাচ জিতে দিল্লিকে টক্কর দিতে তৈরি ৷ এলিমিনেটরে এই শারজার বাইশ গজে আরসিবি-কে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে যোগ্যতাঅর্জন করেছে কেকেআর ৷
দিল্লি ক্যাপিটালস আগের ম্যাচের দলে এদিন একটি পরিবর্তন করলেও কলকাতা আরসিবি ম্যাচের দলই অপরিবর্তিত রেখেছে ৷ দিল্লি টম কারানকে বসিয়ে অজি অল-রাউন্ডার মার্কাস স্টওনিসকে দলে নিয়েছে ৷ টস জিতে নাইট অধিনায়ক বলেন, "আমরা আগের ম্যাচের দলই ধরে রেখেছি ৷ ছেলেরা আক্রমণাত্মক ও স্মার্ট ক্রিকেট খেলছে ৷" টস হেরে দিল্লি অধিনায়ক পন্থ বলেন, "টস জিতলে আমিও প্রথমে ফিল্ডিং করতাম ৷" চলতি আইপিএলে লিগে মুখোমুখি সাক্ষাতে দুই দলই একবার করে জিতেছে ৷
আরও পড়ুন : বিশ্বকাপের দলে শার্দূল ইন, অক্ষর আউট
কলকাতা নাইট রাইডার্স : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), শাকিব আল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও শিভম মাভি ৷
দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), শিমরন হেটমায়ার, মাকার্স স্টওনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও আবেশ খান ৷