কলকাতা, 1 এপ্রিল: আইপিএলের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার 24 ঘণ্টা আগে মাঠে নেমে নাইটরা অনুশীলন করতে পারেনি। বাধ্য হয়ে এমসিএর ইনডোর স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নীতিশ রানারা। নতুন অধিনায়ক, নতুন কোচ নিয়ে আইপিএল ট্রফির লক্ষ্যে নামছে পার্পল ব্রিগেড। অধিনায়ক নীতিশ রানা বলছেন, ছোট ভুলে হারের বড় ধাক্কা যাতে না-নিতে হয় সেব্যাপারে কোচ তাঁদের সতর্ক করেছেন।
আইপিএলে এবছর বেশ কিছু নতুন নিয়ম সংযোজিত হয়েছে। যেমন ইমপ্যাক্ট ক্রিকেটার নেওয়া, টসের পরে দল ঘোষণা ইত্যাদি। নাইট অধিনায়ক বলছেন, এই নিয়মের ব্যাপারটি সব দল অধিনায়কের জন্যই খাটে। সেই অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি হলেও একই হবে। ফলে বাড়তি চিন্তা করছেন না। একইভাবে দেখছেন ইমপ্যাক্ট ক্রিকেটারের বিষয়টিও। নিজের নেতৃত্বের দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, ক্যাপ্টেন্সির নতুন দায়িত্ব আমার নামের সঙ্গে যুক্ত হয়েছে। তাই পুরো ক্রিকেট মরশুম নিয়েই আমি উত্তেজিত।
-
𝘊𝘩𝘢𝘭𝘪𝘺𝘦 𝘴𝘩𝘶𝘳𝘶 𝘬𝘢𝘳𝘵𝘦 𝘩𝘢𝘪𝘯! Here's to an exciting campaign for everyone! 🙌💜@IPL #AmiKKR #TATAIPL2023 pic.twitter.com/l04hRGBb32
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">𝘊𝘩𝘢𝘭𝘪𝘺𝘦 𝘴𝘩𝘶𝘳𝘶 𝘬𝘢𝘳𝘵𝘦 𝘩𝘢𝘪𝘯! Here's to an exciting campaign for everyone! 🙌💜@IPL #AmiKKR #TATAIPL2023 pic.twitter.com/l04hRGBb32
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2023𝘊𝘩𝘢𝘭𝘪𝘺𝘦 𝘴𝘩𝘶𝘳𝘶 𝘬𝘢𝘳𝘵𝘦 𝘩𝘢𝘪𝘯! Here's to an exciting campaign for everyone! 🙌💜@IPL #AmiKKR #TATAIPL2023 pic.twitter.com/l04hRGBb32
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2023
প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলা। ম্যাচের নীল নকশা ফাঁস করতে রাজি নন অধিনায়ক। তিনি বলেন, "অনেক কিছুই পরিকল্পনা করেছি আমরা। এটা আমাদের প্রথম ম্যাচ। সেই পরিকল্পনা আমাদের পক্ষে যেতে পারে বা বিপক্ষে । চোদ্দটি ম্যাচ খেলতে হবে। ম্যারাথন দৌড়। শিখতে শিখতেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিটি দলেরই নিজের পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা মাঠেই দেখতে পাবেন।"
একদিকে শ্রেয়স আইয়ারের চোট সারিয়ে মাঠে ফেরার সম্ভাবনা উজ্বল হচ্ছে। অন্যদিকে, পঞ্জাব কিংসের দলে একাধিক ক্রিকেটারের চোটের ধাক্কা। এই প্রসঙ্গে নীতিশ রানা বলছেন, শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন তাদের জন্য ভালো খবর হবে। চোট, আঘাত সমস্যা সব দলেই রয়েছে। তবে প্রতিপক্ষের চোট নিয়ে চিন্তার চেয়ে নাইটরা নিজেদের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ম্যাচ জয়ের অঙ্ক সাজাতে চায়।
আরও পড়ুন: ধোনিদের হারিয়ে চ্যাম্পিয়নের মতো সফর শুরু গুজরাতের
শাহরুখ খানের দলের শক্তি দলের পেসার এবং অলরাউন্ডাররা। আন্দ্রে রাসেল ব্যাট হাতে ঝড় তুলতে দক্ষ। বল হাতেও বিশ্বস্ত। কিন্তু তাঁর ফিটনেস বড় সমস্যা। যদিও নাইট শিবির ক্যারিবিয়ান অলরাউন্ডারের ক্রিকেট নৈপুণ্যে আস্থা রাখছেন। অনুশীলনে রাসেল যথেষ্ট বিধ্বংসী মেজাজে ব্যাট করার ইঙ্গিতও দিয়েছেন। আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন যোগ দিয়েছেন। প্রথম ম্যাচে তাঁকে নামানো হবে কি না, তা বলবেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।
দলের সঙ্গে দ্রুত যোগ দিচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসান। রয়েছেন শার্দুল ঠাকুরও। তিনি ব্যাট এবং বল হাতে যে কোনও ম্যাচের রং বদলে দিতে ওস্তাদ। ভারতীয় দলের জার্সিতে কার্যকরী ভূমিকা নেওয়া শার্দুল বেগুনি জার্সিতে নাইটদের সাফল্যে ভূমিকা গ্রহণ করবেন তা ধরে নেওয়ায় যায়। বোলিং বিভাগে রয়েছেন, উমেশ যাদব, লকি ফার্গুসন, টিম সাউদি। ফলে গতি ঝড়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলার পরিকল্পনা রয়েছে নাইট শিবিরের। নাইট কোচের চিন্তা ব্যাটিং। শ্রেয়স আইয়ারের অভাব কাকে দিয়ে ঢাকা যাবে সেটাই চিন্তার। তবে নাইট কোচ বলছেন ভরসা রাখতে। তাঁর দাবি কতটা বাস্তব হয় তার ওপরেই কেকেআরের আইপিএল সাফল্য নির্ভর করবে।
আরও পড়ুন: মোতেরায় রুতু'রাজ', উদ্বোধনী ম্যাচে বড় রান সুপার কিংসের