ETV Bharat / sports

IPL 2023: দেশে ফিরলেন লিটন, ঘরের মাঠে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নাইটরা - ঘরের মাঠে জয়ের লক্ষ্যে নাইটরা

দেশে ফিরে গেলেন ওপার বাংলার উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস । তবু শনিবার ঘরের মাঠে লিগ টেবিলে প্রথম তিনে থাকা গুজরাতের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবছে না কেকেআর ।

Etv Bharat
ঘরের মাঠে জয়ের লক্ষ্যে নাইটরা
author img

By

Published : Apr 29, 2023, 12:04 AM IST

কলকাতা, 28 এপ্রিল: দেশে ফিরে গেলেন লিটন দাস । কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে, পারিবারিক অসুস্থতার কারণে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার শুক্রবার সকালে ফিরে গিয়েছেন । তবে কবে তিনি দলে যোগ দেবেন তা নিয়ে কিছু জানানো হয়নি ।

শনিবার বিকেলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে । চলতি আইপিএলে দু'দলের প্রথম ম্যাচটি রিঙ্কু সিংয়ের ম্যাচ। শেষ ওভারে পাঁচ ছক্কার অবিশ্বাস্য ব্যাটিং আইপিএল আর্কাইভে জায়গা করে নিয়েছে । সাংবাদিক সম্মেলনে এসে ঋদ্ধিমান সাহা বলছেন, ওই ধরনের ইনিংস প্রতিদিন হয় না । সেদিন যশ দয়াল একটাও ইয়র্কার দিতে পারবে না তা ভাবা যায়নি । একইভাবে রিঙ্কু সিং পাঁচটা বল মাঠের বাইরে ফেলবে সেটাও অভাবনীয় ।

শনিবারের ম্যাচের আগে দুই দল জমিয়ে অনুশীলন করল তা বলা যাবে না । নাইটদের 10 জন অনুশীলনে এসেছিলেন । হার্দিক পাণ্ডিয়ার দলে শুভমান গিল ব্যাটিং স্তম্ভ । নিয়মিত দ্রুত রান করে দলের ইনিংসকে বড় করার ভিত গড়ছেন । রয়েছেন ঋদ্ধিমান সাহা । তিনিও ইনিংস গোড়াপত্তন করতে নেমে ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করছেন । ডেডিড মিলার, অভিনব মনোহর এবং অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ব্যাটিং বিভাগের ভরসা । যাদের পারফরম্যান্সে গুজরাট টাইটান্সের ইনিংস দাড়িয়ে ।

“প্রতিম্যাচে দুশো রান করার জন্য পাওয়ার প্লে'তে উইকেট হাতে রেখে পারফরম্যান্স জোরদার হওয়া জরুরি । মাঝের ওভারে রানের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শেষ পাঁচ ওভারে ফের গতি বাড়ানো সম্ভব । শেষ দুটো ম্যাচে আমরা জয়ের মধ্যে রয়েছি । চাইব ধারাবাহিকতা বজায় রাখতে ।” দলের লক্ষ্য এভাবেই ব্যাখ্যা করলেন ঋদ্ধিমান সাহা। নিজেকে প্রথমে উইকেটরক্ষক, পরে একজন ব্যাটার হিসেবে ভাবেন তিনি । সেই মানসিকতায় আজও বিশ্বাস করেন । আইপিএলে নিজের উইকেটরক্ষা এবং ব্যাটিং বঙ্গতনয় বলেন, “স্পিনারদের কিপিং করার সময় কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় । ধোনিভাইকে দেখেছেন বেশ কিছু ক্ষেত্রে পা দিয়ে বল আটকানোর চেষ্টা করত । আমাকেও সেই ধরনের চেষ্টা করতে হচ্ছে । একইভাবে ব্যাটিং করার সময় লক্ষ্য থাকে নিজের বড় রানের চেয়েও দলের বড় ইনিংস ভূমিকা গ্রহণে । তাই আমি কেন বড় রান করতে পাচ্ছি না তা নিয়ে ভাবছি না । আর ইডেনে আমি অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছি । সেভাবেই নামব ।”

আরও পড়ুন: জায়ান্টস স্টয়নিস ! আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল লখনউ

শুধু ঋদ্ধিমান নন, গুজরাতে বাংলার আরেক ক্রিকেটার মহম্মদ শামি রয়েছেন । হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে নতুন বলের দায়িত্ব সামলাচ্ছেন শামি । তবে গুজরাট টাইটান্সের বড় শক্তি স্পিনাররা । রশিদ খান এবং নুর মহম্মদ, দু'জনেই স্পিন বিভাগের স্তম্ভ । তাই শনিবার ইডেনে গুজরাতের কাছে প্রত্যাঘাতের ম্যাচ ।

অন্যদিকে ঘরের মাঠে ফের জয়ের খোঁজে কলকাতা নাইট রাইডার্স । দলের সহকারী কোচ জেমস ফ্রস্টার বলছেন, তাঁদের দলে কয়েকটি জায়গার উন্নতি প্রয়োজন । সেটা কীভাবে করা যায় তা দেখছেন । তবে আন্দ্রে রাসেলের ব্যাটে রান না-পাওয়া কিংবা সুনীল নারিনের বল হাতে ছন্দে না-থাকা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন তিনি । অধিনায়ক নীতিশ রানা বলেন, “চার ম্যাচ পরে জয়ে ফিরেছি আমরা । আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই । যেসব বিভাগে আমাদের উন্নতি দরকার, যে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি তা করে যেতে হবে ।” প্লে অফে পৌঁছতে শেষ ছয় ম্যাচের অন্তত চারটিতে জিততে হবে কেকেআরকে । রিঙ্কু সিংয়ের অভাবনীয় পারফরম্যান্স গুজরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় নিয়ে এসে দিয়েছিল । এবার ঘরের মাঠে জয়যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার ডাক ।

কলকাতা, 28 এপ্রিল: দেশে ফিরে গেলেন লিটন দাস । কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে, পারিবারিক অসুস্থতার কারণে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার শুক্রবার সকালে ফিরে গিয়েছেন । তবে কবে তিনি দলে যোগ দেবেন তা নিয়ে কিছু জানানো হয়নি ।

শনিবার বিকেলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে । চলতি আইপিএলে দু'দলের প্রথম ম্যাচটি রিঙ্কু সিংয়ের ম্যাচ। শেষ ওভারে পাঁচ ছক্কার অবিশ্বাস্য ব্যাটিং আইপিএল আর্কাইভে জায়গা করে নিয়েছে । সাংবাদিক সম্মেলনে এসে ঋদ্ধিমান সাহা বলছেন, ওই ধরনের ইনিংস প্রতিদিন হয় না । সেদিন যশ দয়াল একটাও ইয়র্কার দিতে পারবে না তা ভাবা যায়নি । একইভাবে রিঙ্কু সিং পাঁচটা বল মাঠের বাইরে ফেলবে সেটাও অভাবনীয় ।

শনিবারের ম্যাচের আগে দুই দল জমিয়ে অনুশীলন করল তা বলা যাবে না । নাইটদের 10 জন অনুশীলনে এসেছিলেন । হার্দিক পাণ্ডিয়ার দলে শুভমান গিল ব্যাটিং স্তম্ভ । নিয়মিত দ্রুত রান করে দলের ইনিংসকে বড় করার ভিত গড়ছেন । রয়েছেন ঋদ্ধিমান সাহা । তিনিও ইনিংস গোড়াপত্তন করতে নেমে ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করছেন । ডেডিড মিলার, অভিনব মনোহর এবং অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ব্যাটিং বিভাগের ভরসা । যাদের পারফরম্যান্সে গুজরাট টাইটান্সের ইনিংস দাড়িয়ে ।

“প্রতিম্যাচে দুশো রান করার জন্য পাওয়ার প্লে'তে উইকেট হাতে রেখে পারফরম্যান্স জোরদার হওয়া জরুরি । মাঝের ওভারে রানের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শেষ পাঁচ ওভারে ফের গতি বাড়ানো সম্ভব । শেষ দুটো ম্যাচে আমরা জয়ের মধ্যে রয়েছি । চাইব ধারাবাহিকতা বজায় রাখতে ।” দলের লক্ষ্য এভাবেই ব্যাখ্যা করলেন ঋদ্ধিমান সাহা। নিজেকে প্রথমে উইকেটরক্ষক, পরে একজন ব্যাটার হিসেবে ভাবেন তিনি । সেই মানসিকতায় আজও বিশ্বাস করেন । আইপিএলে নিজের উইকেটরক্ষা এবং ব্যাটিং বঙ্গতনয় বলেন, “স্পিনারদের কিপিং করার সময় কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় । ধোনিভাইকে দেখেছেন বেশ কিছু ক্ষেত্রে পা দিয়ে বল আটকানোর চেষ্টা করত । আমাকেও সেই ধরনের চেষ্টা করতে হচ্ছে । একইভাবে ব্যাটিং করার সময় লক্ষ্য থাকে নিজের বড় রানের চেয়েও দলের বড় ইনিংস ভূমিকা গ্রহণে । তাই আমি কেন বড় রান করতে পাচ্ছি না তা নিয়ে ভাবছি না । আর ইডেনে আমি অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছি । সেভাবেই নামব ।”

আরও পড়ুন: জায়ান্টস স্টয়নিস ! আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল লখনউ

শুধু ঋদ্ধিমান নন, গুজরাতে বাংলার আরেক ক্রিকেটার মহম্মদ শামি রয়েছেন । হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে নতুন বলের দায়িত্ব সামলাচ্ছেন শামি । তবে গুজরাট টাইটান্সের বড় শক্তি স্পিনাররা । রশিদ খান এবং নুর মহম্মদ, দু'জনেই স্পিন বিভাগের স্তম্ভ । তাই শনিবার ইডেনে গুজরাতের কাছে প্রত্যাঘাতের ম্যাচ ।

অন্যদিকে ঘরের মাঠে ফের জয়ের খোঁজে কলকাতা নাইট রাইডার্স । দলের সহকারী কোচ জেমস ফ্রস্টার বলছেন, তাঁদের দলে কয়েকটি জায়গার উন্নতি প্রয়োজন । সেটা কীভাবে করা যায় তা দেখছেন । তবে আন্দ্রে রাসেলের ব্যাটে রান না-পাওয়া কিংবা সুনীল নারিনের বল হাতে ছন্দে না-থাকা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন তিনি । অধিনায়ক নীতিশ রানা বলেন, “চার ম্যাচ পরে জয়ে ফিরেছি আমরা । আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই । যেসব বিভাগে আমাদের উন্নতি দরকার, যে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি তা করে যেতে হবে ।” প্লে অফে পৌঁছতে শেষ ছয় ম্যাচের অন্তত চারটিতে জিততে হবে কেকেআরকে । রিঙ্কু সিংয়ের অভাবনীয় পারফরম্যান্স গুজরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় নিয়ে এসে দিয়েছিল । এবার ঘরের মাঠে জয়যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার ডাক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.