শাহজা, 7 অক্টোবর : লক্ষ্য প্লে-অফ ৷ শেষ ম্যাচে জ্বলে উঠল নাইটদের ব্যাটিং ৷ ওপেনিং জুটি থেকে টপ-অর্ডার দুরন্ত পারফরম্যান্স কেকেআর ব্যাটারদের ৷ বৃহস্পতিবার শারজায় লিগের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা রাখল কলকাতা নাইট রাইডার্স ৷ দুই ওপেনার শুভমন গিল ও ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে ভর করে 4 উইকেটে 171 রান তুলল কেকেআর ৷
শারজায় এদিন দুই দলই লিগে তাদের শেষ ম্যাচ খেলতে নামবে ৷ কেকেআর-এর প্লে-অফে যাওয়া যতটা উজ্জ্বল, রয়্যালসের প্লে-অফে পৌঁছনো ততটাই মলিন ৷ শারজার ছোট মাঠে টস জিতে নাইটদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ দুই ওপেনার নাইটদের দারুণ শুরু দেন ৷ ওপেনিং জুটিতে 10.5 ওভারে 79 রান যোগ করে কেকেআর ৷ ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ার 35 বলে 2টি ছয় ও তিনটি বাউন্ডারি মেরে 38 রান করে আউট হন ৷ ওপেনিং পার্টনার ডাগ-আউটে ফিরলেও আগের ম্যাচের ছন্দ ধরে রাখেন গিল ৷ এদিন হাফ-সেঞ্চুরিপূর্ণ করেন নাইট ওপেনার ৷ আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 57 রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন গিল ৷ এদিনও কেকেআর ব্যাটিংয়ের ত্রাতা হয়ে ওঠেন তিনি ৷
তবে এদিন হাফ-সেঞ্চুরি করার পর ক্রিস মরিসের বলে ব্যক্তিগত 56 রান করে ডাগ-আউটে ফেরেন গিল ৷ 44 বলের ইনিংসে 2টি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন তিনি ৷ এর পর নীতীশ রানা 5 বলে 12 এবং রাহুল ত্রিপাঠি 14 বলে 21 রান করেন ৷ তারপর ক্রিজে এসেই ঝড় তোলেন প্রাক্তন নাইট ক্যাপ্টেন দীনেশ কার্তিক ৷ তাঁকে সঙ্গ দেন ক্যাপ্টেন ইয়ন মরগ্যান ৷
আরও পড়ুন : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের
শেষ পর্যন্ত ডিকে 11 বলে একটি ছক্কা হাঁকিয়ে 14 রানে অপরাজিত থাকেন ৷ আর ক্যাপ্টেন মরগ্যানের সংগ্রহ 11 বলে 13 ৷ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন নাইট অধিনায়ক ৷ শারজার ছোট মাঠে কেকেআর ব্যাটাররা এদিন সাতটি ছয় 12টি বাউন্ডারি মারেন ৷ রয়্যালসের হয়ে সেরা বোলার চেতন সাকারিয়া ৷ চার ওভারে মাত্র 23 রান দিয়ে একটি উইকেট নেন তিনি ৷