ETV Bharat / sports

Chandrakant Pandit on Shreyas: শ্রেয়স দ্রুত ফিরবেন, আশায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত - Kolkata Knight Riders

শ্রেয়স আইয়ার পিঠের চোট সারিয়ে দ্রুত কেকেআর এর ব্যাটন সামলাবেন বলে বিশ্বাস করেন দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit on Shreyas) ৷ পাশাপাশি, দলের স্ট্যান্ডবাই অধিনায়ক নীতীশের উপরেও তাঁর পূর্ণ আস্থার কথা জানালেন কেকেআর হেড কোচ ৷

Chandrakant Pandit on Shreyas ETV BHARAT
Chandrakant Pandit on Shreyas
author img

By

Published : Mar 29, 2023, 1:01 PM IST

কলকাতা, 29 মার্চ: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার খুব দ্রুত অ্যাকশনে ফিরবেন ৷ এমনটাই আশা করছেন কেকেআর-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit Hoping Shreyas Iyer is Back Very Soon) ৷ তিনি এটাও বিশ্বাস করেন, দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক নীতীশ রানা দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেবেন ৷ উল্লেখ্য, পিঠে চোটের কারণে বেশ কিছু সময়ের জন্য মাঠের বাইরে যেতে হয়েছে শ্রেয়স আইয়ারকে ৷ তিনি আইপিএল এর প্রথমদিকে থাকতে পারবেন না ৷ তবে, দ্বিতীয় হাফে খেলার মতো ফিটনেস থাকবে কিনা, তা নিয়েও নিশ্চিত নয় কেকেআর ম্যানেজমেন্ট ৷

উল্লেখ্য, পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দলের সঙ্গেই ছিলেন না শ্রেয়স ৷ এর পর চতুর্থ টেস্টে ফিল্ডিং করার সময় ফের চোট পান তিনি ৷ তার জেরে দ্বিতীয় দিনের পর আর মাঠেই ফিরতে পারেননি ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার ৷ এই পরিস্থিতিতে, শ্রেয়স বর্তমানে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ৷ কেকেআর ম্যানেজমেন্টের আশা শ্রেয়সকে সিজনের দ্বিতীয়ার্ধে পাওয়া যাবে ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছে বিসিসিআই এর মেডিক্যাল টিমের উপর ৷

মঙ্গলবার প্রথম সাংবাদিক বৈঠকে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন, পুরো দলকে না পাওয়ায় তিনি কোনওদিন পিছিয়ে আসেননি ৷ তবে, তিনি এটাও স্বীকার করে নিয়েছেন যে, শ্রেয়সের অনুপস্থিতি অবশ্যই দলে একটা ফারাক তৈরি করবে ৷ কারণ, শ্রেয়স একটা ম্যাচে বড় প্রভাব তৈরি করতে পারেন ৷ কিন্তু, ওর অনুপস্থিতি দলের কাছে দুর্ভাগ্যের বলে জানিয়েছেন কোচ চন্দু পণ্ডিত ৷

তবে, নীতীশ রানাকে অধিনায়ক হিসেবে বাছার সিদ্ধান্ত সঠিক বলে জানিয়েছেন কেকেআর কোচ ৷ তিনি বলেন, 'আমরা প্লেয়ারদের বাছাই করে তাঁদের দায়িত্ব দেওয়ার আগে তাঁদের যোগ্যতা ও সক্ষমতা দেখেনি ৷ আর নীতীশ সেই দিক থেকে যোগ্য ৷ ও কেকেআর এর সঙ্গে দীর্ঘ সময় ধরে রয়েছে এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মেন্স করেছে ৷" চন্দ্রকান্ত পণ্ডিতের কথায়, বিশেষজ্ঞরা বলেন অধিনায়ক হতে গেলে সবক’টা বক্সে টিকচিহ্ন থাকতে হবে ৷ আর নীতীশ রানার ক্ষেত্রেও সেটাই হয়েছে বলে জানান নাইট রাইডার্স কোচ ৷

আরও পড়ুন: দাদার অধিনায়কত্বের অনুরাগী, তবে নীতীশ চান নিজ দক্ষতায় সাফল্য কুড়োতে

তবে, শ্রেয়সের অধিনায়কত্বের অভাব পূরণে নীতীশ রানা কতটা সফল হবেন, তা সময় বলবে ৷ কিন্তু, শ্রেয়সের ফিরে আসা অতটাও সহজ হবে কিনা, সেনিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ কারণ, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় তৃতীয় ওয়ান ডে-র আগে জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্ট 18 জন ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য বাছাই করে ফেলেছে ৷ যাদের মধ্যে 2-3 জন চোটের কারণে দলের বাইরে ৷ সেই তালিকায় শ্রেয়স আইয়ার রয়েছেন ৷ ঘরের মাঠে অক্টোবরে আয়োজিত বিশ্বকাপে দু’শো শতাংশ ফিট শ্রেয়সকে চাইবেন রাহুল দ্রাবিড় ৷ তাই বিসিসিআই তাঁকে আইপিএল খেলার ছাড়পত্র দেয় কিনা, সেটাও দেখার ৷

কলকাতা, 29 মার্চ: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার খুব দ্রুত অ্যাকশনে ফিরবেন ৷ এমনটাই আশা করছেন কেকেআর-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit Hoping Shreyas Iyer is Back Very Soon) ৷ তিনি এটাও বিশ্বাস করেন, দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক নীতীশ রানা দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেবেন ৷ উল্লেখ্য, পিঠে চোটের কারণে বেশ কিছু সময়ের জন্য মাঠের বাইরে যেতে হয়েছে শ্রেয়স আইয়ারকে ৷ তিনি আইপিএল এর প্রথমদিকে থাকতে পারবেন না ৷ তবে, দ্বিতীয় হাফে খেলার মতো ফিটনেস থাকবে কিনা, তা নিয়েও নিশ্চিত নয় কেকেআর ম্যানেজমেন্ট ৷

উল্লেখ্য, পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দলের সঙ্গেই ছিলেন না শ্রেয়স ৷ এর পর চতুর্থ টেস্টে ফিল্ডিং করার সময় ফের চোট পান তিনি ৷ তার জেরে দ্বিতীয় দিনের পর আর মাঠেই ফিরতে পারেননি ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার ৷ এই পরিস্থিতিতে, শ্রেয়স বর্তমানে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ৷ কেকেআর ম্যানেজমেন্টের আশা শ্রেয়সকে সিজনের দ্বিতীয়ার্ধে পাওয়া যাবে ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছে বিসিসিআই এর মেডিক্যাল টিমের উপর ৷

মঙ্গলবার প্রথম সাংবাদিক বৈঠকে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন, পুরো দলকে না পাওয়ায় তিনি কোনওদিন পিছিয়ে আসেননি ৷ তবে, তিনি এটাও স্বীকার করে নিয়েছেন যে, শ্রেয়সের অনুপস্থিতি অবশ্যই দলে একটা ফারাক তৈরি করবে ৷ কারণ, শ্রেয়স একটা ম্যাচে বড় প্রভাব তৈরি করতে পারেন ৷ কিন্তু, ওর অনুপস্থিতি দলের কাছে দুর্ভাগ্যের বলে জানিয়েছেন কোচ চন্দু পণ্ডিত ৷

তবে, নীতীশ রানাকে অধিনায়ক হিসেবে বাছার সিদ্ধান্ত সঠিক বলে জানিয়েছেন কেকেআর কোচ ৷ তিনি বলেন, 'আমরা প্লেয়ারদের বাছাই করে তাঁদের দায়িত্ব দেওয়ার আগে তাঁদের যোগ্যতা ও সক্ষমতা দেখেনি ৷ আর নীতীশ সেই দিক থেকে যোগ্য ৷ ও কেকেআর এর সঙ্গে দীর্ঘ সময় ধরে রয়েছে এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মেন্স করেছে ৷" চন্দ্রকান্ত পণ্ডিতের কথায়, বিশেষজ্ঞরা বলেন অধিনায়ক হতে গেলে সবক’টা বক্সে টিকচিহ্ন থাকতে হবে ৷ আর নীতীশ রানার ক্ষেত্রেও সেটাই হয়েছে বলে জানান নাইট রাইডার্স কোচ ৷

আরও পড়ুন: দাদার অধিনায়কত্বের অনুরাগী, তবে নীতীশ চান নিজ দক্ষতায় সাফল্য কুড়োতে

তবে, শ্রেয়সের অধিনায়কত্বের অভাব পূরণে নীতীশ রানা কতটা সফল হবেন, তা সময় বলবে ৷ কিন্তু, শ্রেয়সের ফিরে আসা অতটাও সহজ হবে কিনা, সেনিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ কারণ, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় তৃতীয় ওয়ান ডে-র আগে জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্ট 18 জন ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য বাছাই করে ফেলেছে ৷ যাদের মধ্যে 2-3 জন চোটের কারণে দলের বাইরে ৷ সেই তালিকায় শ্রেয়স আইয়ার রয়েছেন ৷ ঘরের মাঠে অক্টোবরে আয়োজিত বিশ্বকাপে দু’শো শতাংশ ফিট শ্রেয়সকে চাইবেন রাহুল দ্রাবিড় ৷ তাই বিসিসিআই তাঁকে আইপিএল খেলার ছাড়পত্র দেয় কিনা, সেটাও দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.