ETV Bharat / sports

2012 এবং 2014 সালের মতোই খেলতে চান, জানালেন শাকিব - IPL 2021 Auction

ট্রফি ঘরে তোলার লক্ষ্যেই মাঠে নামবেন, জানালেন দু'বার আইপিএলজয়ী নাইটদলের সদস্য শাকিব অল হাসান ।

Shakib Al Hasan
ছবি সৌজন্যে : টুইটার
author img

By

Published : Feb 18, 2021, 7:59 PM IST

Updated : Feb 19, 2021, 1:57 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : কলকাতাতে তিনি প্রায়শই নিজের সেকেন্ড হোম বলে থাকেন । নাইট শিবিরের সঙ্গেও তাঁর সম্পর্ক অনেকদিনের । 2012 সাল এবং 2014 সাল... ট্রফি ঘরে তোলার দুই বছরেই তিনি ছিলেন গৌতম গম্ভীরের নির্ভরযোগ্য সঙ্গী । দলকে একাধিকবার কঠিন পরিস্থিতি থেকে সামলে এনেছেন । মাঝে কয়েকটা মরশুম অন্য দলের হয়ে খেললেও এবারের আইপিএলে ফের একবার 'গোল্ড অ্যান্ড পার্পেল' জার্সিতে দেখা যাবে বাংলাদেশি অলরাউন্ডার শাকিব অল হাসানকে ।

নিলামে শাকিবকে দলে নেওয়ার জন্য চেষ্টা করেছিল প্রীতি জ়িন্টার দলও । কিন্তু শেষমেষ, 3 কোটি 20 লাখ টাকায় তাঁকে কিনে নিয়েছেন ভেঙ্কি মাইসোর ।

নাইট শিবিরে ফিরতে পেরে আপ্লুত শাকিবও । আজ সন্ধেয় কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রাম পেজ়ে শাকিবের একটি ভিডিয়ো বার্তা পোস্ট করা হয়েছে । সেখানে শাকিব বলেছেন, কেকেআর-এর হয়ে আবারও খেলতে পেরে খুশি তিনি । 2012 এবং 2014 সালের মতো এবারও কলকাতাকে ট্রফি দেওয়ার লক্ষ্যেই যে তিনি মাঠে নামবেন, তাও জানিয়ে দেন বাংলাদেশি অলরাউন্ডার ।

আরও পড়ুন : আইপিএল নিলামে রেকর্ড গড়ে 16.25 কোটি টাকায় রাজস্থানে ক্রিস মরিস

এখনও পর্যন্ত 63টি আইপিএল ম্যাচ খেলেছেন সাকিব ৷ করেছেন 746 রান ৷ উইকেট নিয়েছেন 59টি ৷ 2018 ও 2019 সালের আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেছেন ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি : কলকাতাতে তিনি প্রায়শই নিজের সেকেন্ড হোম বলে থাকেন । নাইট শিবিরের সঙ্গেও তাঁর সম্পর্ক অনেকদিনের । 2012 সাল এবং 2014 সাল... ট্রফি ঘরে তোলার দুই বছরেই তিনি ছিলেন গৌতম গম্ভীরের নির্ভরযোগ্য সঙ্গী । দলকে একাধিকবার কঠিন পরিস্থিতি থেকে সামলে এনেছেন । মাঝে কয়েকটা মরশুম অন্য দলের হয়ে খেললেও এবারের আইপিএলে ফের একবার 'গোল্ড অ্যান্ড পার্পেল' জার্সিতে দেখা যাবে বাংলাদেশি অলরাউন্ডার শাকিব অল হাসানকে ।

নিলামে শাকিবকে দলে নেওয়ার জন্য চেষ্টা করেছিল প্রীতি জ়িন্টার দলও । কিন্তু শেষমেষ, 3 কোটি 20 লাখ টাকায় তাঁকে কিনে নিয়েছেন ভেঙ্কি মাইসোর ।

নাইট শিবিরে ফিরতে পেরে আপ্লুত শাকিবও । আজ সন্ধেয় কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রাম পেজ়ে শাকিবের একটি ভিডিয়ো বার্তা পোস্ট করা হয়েছে । সেখানে শাকিব বলেছেন, কেকেআর-এর হয়ে আবারও খেলতে পেরে খুশি তিনি । 2012 এবং 2014 সালের মতো এবারও কলকাতাকে ট্রফি দেওয়ার লক্ষ্যেই যে তিনি মাঠে নামবেন, তাও জানিয়ে দেন বাংলাদেশি অলরাউন্ডার ।

আরও পড়ুন : আইপিএল নিলামে রেকর্ড গড়ে 16.25 কোটি টাকায় রাজস্থানে ক্রিস মরিস

এখনও পর্যন্ত 63টি আইপিএল ম্যাচ খেলেছেন সাকিব ৷ করেছেন 746 রান ৷ উইকেট নিয়েছেন 59টি ৷ 2018 ও 2019 সালের আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেছেন ৷

Last Updated : Feb 19, 2021, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.