ETV Bharat / sports

IPL 2021 : নজির গড়ে কমলা টুপি রুতুরাজের, একনজরে আইপিএলে পুরস্কারপ্রাপকদের তালিকা - Harshal Patel

16 ইনিংসে 635 রান করে চেন্নাই সুপার কিংসের বছর চব্বিশের ওপেনারই শেষ পর্যন্ত নিয়ে গেলেন কমলা টুপি ৷ ফাইনালে করলেন 27 বলে 32 রান ৷ একইসঙ্গে গড়লেন অনন্য নজিরও ৷

IPL 2021
নজির গড়ে কমলা টুপি রুতুরাজের, একনজরে আইপিএলে পুরস্কারপ্রাপদের তালিকা
author img

By

Published : Oct 16, 2021, 5:34 PM IST

দুবাই, 16 অক্টোবর : গোটা টুর্নামেন্টের রেশ ধরে রেখে শুক্রবার ফাইনালেও ঝলসে উঠেছিল রুতুরাজের ব্যাট৷ যদিও মেগা ম্যাচে মারাঠা ব্যাটসম্যানকে ছাপিয়ে আরও একবার নিজেকে বিগ ম্যাচ প্লেয়ার প্রমাণ করলেন ফ্যাফ ডু'প্লেসি৷ কমলা টুপির লড়াইয়ে তরুণ সতীর্থকে প্রোটিয়া ব্যাটসম্যান কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও শেষ পর্যন্ত রুতুরাজকে দু'রানের জন্য ছুঁতে পারেননি ডু'প্লেসি৷

16 ইনিংসে 635 রান করে চেন্নাই সুপার কিংসের বছর চব্বিশের ওপেনারই শেষ পর্যন্ত নিয়ে গেলেন 2021 আইপিএলের কমলা টুপি৷ ফাইনালে করলেন 27 বলে 32 রান৷ একইসঙ্গে গড়লেন অনন্য নজিরও৷ কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে কমলা টুপি জয়ের নজির গড়লেন রুতুরাজ৷ অন্যদিকে 15 ম্যাচে 32 উইকেট নিয়ে বেগুনি টুপি জিতলেন আরসিবির হর্ষল প্যাটেল৷ নাইটদের ট্রফি এনে দিতে না পারলেও 'পাওয়ার-প্লেয়ার অফ দ্য সিজন' পুরস্কার উঠল ভেঙ্কটেশ আইয়ারের হাতে৷

আরও পড়ুন : বিসলা হতে পারলেন না ভেঙ্কটেশ-গিল, নাইটদের হারিয়ে চতুর্থ আইপিএল জয় চেন্নাইয়ের

একনজরে আইপিএলে পুরস্কারপ্রাপকদের তালিকা :

চ্যাম্পিয়ন : চেন্নাই সুপার কিংস

রানার্স-আপ : কলকাতা নাইট রাইডার্স

ফেয়ার-প্লে ট্রফি : রাজস্থান রয়্যালস

কমলা টুপি : রুতুরাজ গায়কোয়াড় (সিএসকে)

বেগুনি টুপি : হর্ষল প্যাটেল (আরসিবি)

এমভিপি : হর্ষল প্যাটেল (আরসিবি)

প্রতিশ্রুতিমান ক্রিকেটার : রুতুরাজ গায়কোয়াড় (সিএসকে)

গেম চেঞ্জার অফ দ্য সিজন : হর্ষল প্যাটেল (আরসিবি)

সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন : শিমরন হেটমেয়ার (ডিসি)

সর্বাধিক ছক্কা : কেএল রাহুল (পঞ্জাব কিংস)

পাওয়ার-প্লেয়ার অফ দ্য সিজন : ভেঙ্কটেশ আইয়ার (কেকেআর)

সেরা ক্যাচ : রবি বিষ্ণোই (পঞ্জাব কিংস)

দুবাই, 16 অক্টোবর : গোটা টুর্নামেন্টের রেশ ধরে রেখে শুক্রবার ফাইনালেও ঝলসে উঠেছিল রুতুরাজের ব্যাট৷ যদিও মেগা ম্যাচে মারাঠা ব্যাটসম্যানকে ছাপিয়ে আরও একবার নিজেকে বিগ ম্যাচ প্লেয়ার প্রমাণ করলেন ফ্যাফ ডু'প্লেসি৷ কমলা টুপির লড়াইয়ে তরুণ সতীর্থকে প্রোটিয়া ব্যাটসম্যান কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও শেষ পর্যন্ত রুতুরাজকে দু'রানের জন্য ছুঁতে পারেননি ডু'প্লেসি৷

16 ইনিংসে 635 রান করে চেন্নাই সুপার কিংসের বছর চব্বিশের ওপেনারই শেষ পর্যন্ত নিয়ে গেলেন 2021 আইপিএলের কমলা টুপি৷ ফাইনালে করলেন 27 বলে 32 রান৷ একইসঙ্গে গড়লেন অনন্য নজিরও৷ কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে কমলা টুপি জয়ের নজির গড়লেন রুতুরাজ৷ অন্যদিকে 15 ম্যাচে 32 উইকেট নিয়ে বেগুনি টুপি জিতলেন আরসিবির হর্ষল প্যাটেল৷ নাইটদের ট্রফি এনে দিতে না পারলেও 'পাওয়ার-প্লেয়ার অফ দ্য সিজন' পুরস্কার উঠল ভেঙ্কটেশ আইয়ারের হাতে৷

আরও পড়ুন : বিসলা হতে পারলেন না ভেঙ্কটেশ-গিল, নাইটদের হারিয়ে চতুর্থ আইপিএল জয় চেন্নাইয়ের

একনজরে আইপিএলে পুরস্কারপ্রাপকদের তালিকা :

চ্যাম্পিয়ন : চেন্নাই সুপার কিংস

রানার্স-আপ : কলকাতা নাইট রাইডার্স

ফেয়ার-প্লে ট্রফি : রাজস্থান রয়্যালস

কমলা টুপি : রুতুরাজ গায়কোয়াড় (সিএসকে)

বেগুনি টুপি : হর্ষল প্যাটেল (আরসিবি)

এমভিপি : হর্ষল প্যাটেল (আরসিবি)

প্রতিশ্রুতিমান ক্রিকেটার : রুতুরাজ গায়কোয়াড় (সিএসকে)

গেম চেঞ্জার অফ দ্য সিজন : হর্ষল প্যাটেল (আরসিবি)

সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন : শিমরন হেটমেয়ার (ডিসি)

সর্বাধিক ছক্কা : কেএল রাহুল (পঞ্জাব কিংস)

পাওয়ার-প্লেয়ার অফ দ্য সিজন : ভেঙ্কটেশ আইয়ার (কেকেআর)

সেরা ক্যাচ : রবি বিষ্ণোই (পঞ্জাব কিংস)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.