ETV Bharat / sports

শুরুতেই রাহুল-বিরাট মুখোমুখি, ভোটের উত্তাপ আরও বাড়াতে আসরে আইপিএল

চেন্নাইয়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে আইপিএল 14 ৷ যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ আর সেই ম্যাচকে ঘিরেই উত্তেজনার পারদ তুঙ্গে ৷ যে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা দেখছে ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

author img

By

Published : Apr 8, 2021, 9:03 PM IST

ipl-2021-mumbai-indians-vs-royal-royal-challengers-bangalore-match-preview
আইপিএল 14-র প্রথম ম্যাচে রোহিত বনাম বিরাট

চেন্নাই, 8 এপ্রিল : 9 এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে আইপিএল 14তম সিজ়ন ৷ যে সিজ়নে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আইপিএল-র দুই হেভিওয়েট দল, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ যে ম্যাচ ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে উত্তেজনা চরমে ৷ এই দুই দলের ম্যাচ ক্রিকেট প্রেমীদের কাছে আরও বেশি আগ্রহের কারণ, এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সীমিত ওভারের অধিনায়ক এবং সহ অধিনায়ক ৷ বিরাট কোহলি বনাম রোহিত শর্মা ৷

2021-র আইপিএলে চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে মাঠে নামছেন রোহিত শর্মারা ৷ অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নামবে গত 13 সিজ়ন ধরে না জেতা আইপিএল ট্রফিতে প্রথমবারের জন্য নিজেদের নাম লেখাতে ৷ সব মিলিয়ে আইপিএল 14-র প্রথম ম্যাচ থেকেই টানটান উত্তেজনা ৷ মুম্বই ইন্ডিয়ান্স এবছর তাদের কোর টিম ধরে রেখেছে ৷ গতবারের চ্যাম্পিয়ন দল তাঁরা ধরে রেখেছেন ৷ ফলে শুক্রবারের ম্যাচে তাঁদের দলে নয়া মুখ বলতে খুব হাতে গোনা কয়েকজন ক্রিকেটার থাকতে পারেন ৷ যেখানে জিমি নিশাম এবং অ্যাডাম মিলনের মত নিউজ়িল্যান্ডের ক্রিকেটাররা প্রথম একাদশে থাকলেও থাকতে পারেন ৷ তবে, এর বাইরে প্রথম একাদশে রোহিত শর্মা, কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোর্লাড, হার্দিক ও ক্রুণাল পান্ডিয়ারা থাকবেন তা বলাই যায় ৷

আরও পড়ুন : কে সেরা দৌড়বীর? এবি ও বিরাটকে মনে করিয়ে দিলেন বোল্ট

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে ৷ এবারের নিলামে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজ়ি প্রচুর টাকা খরচ করে অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছে ৷ সেই সঙ্গে কেইলি জেমিসনের মতো ক্রিকেটারদেরও স্কোয়াডে সামিল করা হয়েছে ৷ আর এবি ডি’ভিলিয়ার্সের মতো অভিজ্ঞ সৈনিক বিরাট কোহলির সবচেয়ে বড় ভরসা ৷ সেই সঙ্গে থাকছেন ভারতীয় দলে খেলে আসা যুজবেন্দ্র চহাল, মহম্মদ সিরাজরা ৷ একাধিক নতুন মুখ এবার বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি দলে দেখা যেতে পারে ৷ এমনকি বেশ কিছু নতুন আনক্যাপড ভারতীয় ক্রিকেটারও বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছেন ৷ যাঁদের মধ্যে রয়েছেন রজত পতিদার, সুয়েস প্রভুদেশাই, মহম্মদ আজহারউদ্দিন, শ্রীকর ভারত ৷ ফলে আইপিএল 14-র প্রথম ম্যাচেই তারুণ্য বনাম অভিজ্ঞতার একটা দারুণ লড়াই দেখা যাবে বলে আশা করছে ক্রিকেট প্রেমীরা ৷

চেন্নাই, 8 এপ্রিল : 9 এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে আইপিএল 14তম সিজ়ন ৷ যে সিজ়নে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আইপিএল-র দুই হেভিওয়েট দল, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ যে ম্যাচ ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে উত্তেজনা চরমে ৷ এই দুই দলের ম্যাচ ক্রিকেট প্রেমীদের কাছে আরও বেশি আগ্রহের কারণ, এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সীমিত ওভারের অধিনায়ক এবং সহ অধিনায়ক ৷ বিরাট কোহলি বনাম রোহিত শর্মা ৷

2021-র আইপিএলে চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে মাঠে নামছেন রোহিত শর্মারা ৷ অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নামবে গত 13 সিজ়ন ধরে না জেতা আইপিএল ট্রফিতে প্রথমবারের জন্য নিজেদের নাম লেখাতে ৷ সব মিলিয়ে আইপিএল 14-র প্রথম ম্যাচ থেকেই টানটান উত্তেজনা ৷ মুম্বই ইন্ডিয়ান্স এবছর তাদের কোর টিম ধরে রেখেছে ৷ গতবারের চ্যাম্পিয়ন দল তাঁরা ধরে রেখেছেন ৷ ফলে শুক্রবারের ম্যাচে তাঁদের দলে নয়া মুখ বলতে খুব হাতে গোনা কয়েকজন ক্রিকেটার থাকতে পারেন ৷ যেখানে জিমি নিশাম এবং অ্যাডাম মিলনের মত নিউজ়িল্যান্ডের ক্রিকেটাররা প্রথম একাদশে থাকলেও থাকতে পারেন ৷ তবে, এর বাইরে প্রথম একাদশে রোহিত শর্মা, কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোর্লাড, হার্দিক ও ক্রুণাল পান্ডিয়ারা থাকবেন তা বলাই যায় ৷

আরও পড়ুন : কে সেরা দৌড়বীর? এবি ও বিরাটকে মনে করিয়ে দিলেন বোল্ট

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে ৷ এবারের নিলামে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজ়ি প্রচুর টাকা খরচ করে অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছে ৷ সেই সঙ্গে কেইলি জেমিসনের মতো ক্রিকেটারদেরও স্কোয়াডে সামিল করা হয়েছে ৷ আর এবি ডি’ভিলিয়ার্সের মতো অভিজ্ঞ সৈনিক বিরাট কোহলির সবচেয়ে বড় ভরসা ৷ সেই সঙ্গে থাকছেন ভারতীয় দলে খেলে আসা যুজবেন্দ্র চহাল, মহম্মদ সিরাজরা ৷ একাধিক নতুন মুখ এবার বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি দলে দেখা যেতে পারে ৷ এমনকি বেশ কিছু নতুন আনক্যাপড ভারতীয় ক্রিকেটারও বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছেন ৷ যাঁদের মধ্যে রয়েছেন রজত পতিদার, সুয়েস প্রভুদেশাই, মহম্মদ আজহারউদ্দিন, শ্রীকর ভারত ৷ ফলে আইপিএল 14-র প্রথম ম্যাচেই তারুণ্য বনাম অভিজ্ঞতার একটা দারুণ লড়াই দেখা যাবে বলে আশা করছে ক্রিকেট প্রেমীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.