ETV Bharat / sports

9 এপ্রিল থেকে আইপিএল ? সিলমোহরের অপেক্ষা - IPL 2021

সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতের মাটিতে ফিরে আসছে আইপিএল ৷ বিসিসিআই-র সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, 9 এপ্রিল থেকে আইপিএল 14’র ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ 6 টি কেন্দ্রে সম্পূর্ণ বায়ো সিকিউর বাবলের মধ্যে টুর্নামেন্টের আয়োজন করা হবে ৷

ipl-2021-likely-to-start-on-april-9-final-on-may-30-subject-to-gc-approval
9 এপ্রিল থেকে শুরু আইপিএল, জিসি বৈঠকে চূড়ান্ত শিলমোহরের অপেক্ষা
author img

By

Published : Mar 6, 2021, 5:53 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ : 9 এপ্রিল থেকে ভারতের শুরু হতে চলেছে আইপিএল-র 14তম এডিশন ৷ আর সেই সঙ্গে দু’বছর পর ভারতে ফিরতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় লিগ ৷ বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে ৷ 9 এপ্রিল থেকে শুরু হয়ে 30 মে পর্যন্ত আইপিএল 14 চলবে ৷ মোট 6টি কেন্দ্রে এবারের আইপিএল খেলা হবে ৷ সূত্রের খবর, অনুযায়ী, 2021 আইপিএল আয়োজনের দায়িত্ব থাকবে আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, কলকাতা এবং মুম্বইয়ের উপর ৷ অবশ্যই বায়ো সিকিউর বাবলের মধ্যে 52 দিন ধরে মোট 60টি ম্যাচ খেলা হবে ৷ তবে, পুরো বিষয়টিই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে অনুমতির অপেক্ষায় রয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গত বছর করোনার কারণে আইপিএলের 13 তম এডিশন সংযুক্ত আরব আমিরশাহিতে সরে গিয়েছিল ৷ যার জেরে সেপ্টেম্বর মাস থেকে আমিরশাহিতে 2020 সালের আইপিএল শুরু হয় ৷ যেখানে দুবাই, আবুধাবি, শারজাতে ম্যাচ আয়োজন করা হয়েছিল ৷ ফাইনাল খেলা হয়েছিল দুবাইতে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ৷

2020-র পর কয়েক মাসের ব্যবধানে ফের সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতের মাটিতে ফিরে আসছে আইপিএল ৷ বিসিসিআই-র সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, 9 এপ্রিল থেকে আইপিএল 14’র ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ 6 টি কেন্দ্রে সম্পূর্ণ বায়ো সিকিউর বাবলের মধ্যে টুর্নামেন্টের আয়োজন করা হবে ৷ তবে, এই দিনক্ষণ ও কেন্দ্র চূড়ান্ত হবে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ৷ তবে, সূত্রের দেওয়া খবর অনুযায়ী, বিষয়টি কাগজে কলমে সুনিশ্চিত হওয়া বাকি ৷ এছাড়া সমগ্র বিষয়টিই প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত, গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে সফলভাবে আইপিএল আয়োজনের পর ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, তারা 2021 সালে আইপিএল ভারতেই আয়োজন করবেন ৷ আর সেই মতো তখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছিল বিসিসিআই ৷

আরও পড়ুন : আইপিএল-র ভেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নিং কাউন্সিলের

ইতিমধ্যে ভারতের মাটিতে সফলভাবে বায়ো সিকিউর বাবলে সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটের আয়োজন করেছিল বোর্ড ৷ সেই সঙ্গে চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজও আয়োজন করা হয়েছে ৷ সফলভাবে টেস্ট সিরিজ আয়োজনের পর, এবার 5 ম্যাচের টি-20 সিরিজ় এবং 3 ম্যাচের ওয়ান’ডে সিরিজ় আয়োজন করতে চলেছে বিসিসিআই ৷

নয়াদিল্লি, 6 মার্চ : 9 এপ্রিল থেকে ভারতের শুরু হতে চলেছে আইপিএল-র 14তম এডিশন ৷ আর সেই সঙ্গে দু’বছর পর ভারতে ফিরতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় লিগ ৷ বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে ৷ 9 এপ্রিল থেকে শুরু হয়ে 30 মে পর্যন্ত আইপিএল 14 চলবে ৷ মোট 6টি কেন্দ্রে এবারের আইপিএল খেলা হবে ৷ সূত্রের খবর, অনুযায়ী, 2021 আইপিএল আয়োজনের দায়িত্ব থাকবে আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, কলকাতা এবং মুম্বইয়ের উপর ৷ অবশ্যই বায়ো সিকিউর বাবলের মধ্যে 52 দিন ধরে মোট 60টি ম্যাচ খেলা হবে ৷ তবে, পুরো বিষয়টিই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে অনুমতির অপেক্ষায় রয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গত বছর করোনার কারণে আইপিএলের 13 তম এডিশন সংযুক্ত আরব আমিরশাহিতে সরে গিয়েছিল ৷ যার জেরে সেপ্টেম্বর মাস থেকে আমিরশাহিতে 2020 সালের আইপিএল শুরু হয় ৷ যেখানে দুবাই, আবুধাবি, শারজাতে ম্যাচ আয়োজন করা হয়েছিল ৷ ফাইনাল খেলা হয়েছিল দুবাইতে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ৷

2020-র পর কয়েক মাসের ব্যবধানে ফের সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতের মাটিতে ফিরে আসছে আইপিএল ৷ বিসিসিআই-র সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, 9 এপ্রিল থেকে আইপিএল 14’র ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ 6 টি কেন্দ্রে সম্পূর্ণ বায়ো সিকিউর বাবলের মধ্যে টুর্নামেন্টের আয়োজন করা হবে ৷ তবে, এই দিনক্ষণ ও কেন্দ্র চূড়ান্ত হবে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ৷ তবে, সূত্রের দেওয়া খবর অনুযায়ী, বিষয়টি কাগজে কলমে সুনিশ্চিত হওয়া বাকি ৷ এছাড়া সমগ্র বিষয়টিই প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত, গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে সফলভাবে আইপিএল আয়োজনের পর ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, তারা 2021 সালে আইপিএল ভারতেই আয়োজন করবেন ৷ আর সেই মতো তখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছিল বিসিসিআই ৷

আরও পড়ুন : আইপিএল-র ভেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নিং কাউন্সিলের

ইতিমধ্যে ভারতের মাটিতে সফলভাবে বায়ো সিকিউর বাবলে সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটের আয়োজন করেছিল বোর্ড ৷ সেই সঙ্গে চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজও আয়োজন করা হয়েছে ৷ সফলভাবে টেস্ট সিরিজ আয়োজনের পর, এবার 5 ম্যাচের টি-20 সিরিজ় এবং 3 ম্যাচের ওয়ান’ডে সিরিজ় আয়োজন করতে চলেছে বিসিসিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.