কলকাতা, 24 মে : দু'বছর পরে ইডেনে ফিরছে আইপিএল । আজ আইপিএলের প্লে-অফের ম্যাচ রয়েছে । প্রতিবারের মত আয়োজনে কোনও ত্রুটি রাখেনি সিএবি-ও । ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট, সেজে উঠেছে নন্দনকানও ৷ সেই উৎসবে জল ঢালতে প্রস্তুত বৃষ্টিও (IPL Play-offs at Eden Gardens) ৷
পূর্বাভাস ছিলই, সেই মতোই এদিন সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তিলোত্তমা জুড়ে ৷ সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া আগেই জানিয়েছেন, ইডেনের যা পরিকাঠামো, তাতে ম্যাচের দিন বৃষ্টি হলে তা থামার একঘণ্টার মধ্যে ফের ম্যাচ শুরু করে দেওয়া যাবে ৷ কিন্তু আদৌও বৃষ্টি থামবে তো ? কারণ, প্লে-অফের কোনও রিজার্ভ-ডে নেই ৷ ফলে ম্যাচ ভেস্তে যাওয়া মানে সেই ম্যাচ আর করানোর কোনও উপায় নেই ৷
ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে দু'ঘণ্টা অপেক্ষা করা হবে । এর মধ্যে যদি খেলা শুরু করা যায়, তাহলে পুরো 20 ওভারই খেলা হবে । আইপিএলের নিয়ম বলছে, তা না হলেও দু’দলকে অন্তত 5 ওভার করে খেলতে হবে । সেক্ষেত্রে ওভার সংখ্যা কমিয়েও খেলা শুরুর চেষ্টা করা হবে ৷ একইসঙ্গে জানানো হয়েছে, কোনও উপায় না পাওয়া গেলে রাত 12.50 পর্যন্ত দেখা হবে ৷ বৃষ্টি কমলে সুপার ওভারে ম্যাচের ফয়সালা হবে ৷
আরও পড়ুন : কালবৈশাখীতে বিধ্বস্ত ইডেন ! ভাঙল প্রেসবক্সের কাঁচ, উড়ল মাঠের কভার
কিন্তু শেষপর্যন্ত ম্যাচে একটি বলও না করা গেলে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার জন্য গুজরাত পৌঁছে যাবে ফাইনালে । সেক্ষেত্রে সরাসরি রাজস্থানকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে । আগামিকালের এলিমিনেটরের ক্ষেত্রেও একই নিয়ম । সেই ম্যাচ না হলে চতুর্থ স্থানে থাকা ব্যাঙ্গালোর ছিটকে যাবে ৷ রাজস্থানের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে লখনউ ।