ETV Bharat / sports

Chanchal on Dhoni: 'এখনও ফুরিয়ে যায়নি', ধোনির অবসর জল্পনা ওড়ালেন ছোটবেলার কোচ - আইপিএল

ঝাড়খণ্ডের ছেলেটা এখন বিশ্ববন্দিত । 41 বছর বয়সেও উইকেটের পেঁছনে তাঁর নড়াচড়া কুড়ি বছরের তরুণের মতোই সতেজ । কীভাবে ? খোলসা করলেন মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ চঞ্চল ভট্টাচার্য । যার তৈরি করা মাহি এখনও বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন । দ্রোণাচার্যর স্মৃতিচারণা শুনলেন ইটিভি ভারতের সুশান্ত কুমার মণ্ডল ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 30, 2023, 7:43 PM IST

Updated : May 30, 2023, 8:22 PM IST

ধোনির অবসর জল্পনা ওড়ালেন ছোটবেলার কোচ

হায়দরাবাদ, 30 মে: শেষ বলে দরকার ছিল চার রান । মোহিত শর্মার বল ফাইন লেগ দিয়ে ঠেলে যখন বাউন্ডারি পার করলেন জাড্ডু, ডাগ-আউটে তখন নিষ্পৃহ ধোনি। বহু যুদ্ধের নায়ক যেন বুঝিয়ে দিলেন, প্রথম বলে ফিরলেও তিনিই রাজা । যেমনভাবে তাঁর কোলে উঠে জাদেজা বোঝালেন, এই মাহেন্দ্রক্ষণ মহেন্দ্রর জন্যই ।

খড়গপুরের প্ল্যাটফর্মে শুরু হওয়া লড়াইটা শুধু গোটা বিশ্ব দেখেনি, আত্মস্থও করেছে । দেখেছে কীভাবে ক্রিকেটার থেকে ফিনিশার হয়ে উন্নীত হয়েছেন রাঁচির বড় চুলের ছেলেটা । কীভাবে চরম উত্তেজনাতেও শান্ত থেকেছেন তিনি । এদিনের মোতেরাও পদে পদে দেখল সেই চিত্র । যে চিত্রপটে তুলির টানটা প্রথম দিয়েছিলেন চঞ্চল ভট্টাচার্য, মাহির ছোটবেলার কোচ । যিনি বুঝেছিলেন, এই ক্যানভাসে আঁকা ছবিই একদিন বিশ্বের চোখ টেনে নেবে নিজের দিকে । যার তৈরি করা ধোনি এখনও বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন ।

"এখনও রাঁচিতে থাকলে ভোরবেলা প্র্যাকটিসে চলে যায় । ভিড় এড়াতে ওই সময়টাই বেছে নেয় ধোনি । কিন্তু, প্র্যাকটিস মিস করে না । ফিটনেস ধরে রাখতে এখনও পরিশ্রম করে চলেছে । কোনও উঠতি খেলোয়াড়ের থেকেও বেশি করে খেলার মধ্যে রাখে নিজেকে । এটাই ধোনিকে আলাদা করেছে অন্যদের থেকে ।" বলছিলেন চঞ্চল ভট্টাচার্য ।

মোতেরায় ফাইনালে প্রথম বলে ফিরেছেন । গোল্ডেন ডাক নয়, ফিনিশার ধোনিকে প্রবলভাবে চেয়েছিল প্রতিপক্ষের ঘরের মাঠ । নেতার কেরামতি দেখতে আমেদাবাদের মাঠ ভরিয়েছিল ইয়েলো আর্মি । ব্যাট হাতে নয়, ধোনি কেরামতি দেখালেন ক্রিকেটীয় বুদ্ধিতে । দেখা মিলল স্টাম্পারেরও । যিনি দস্তানা হাতে থাকলে স্টেপ আউট তো দূর কী বাত, ক্রিজের বাইরে বেরোতেই ভয় পান ব্যাটাররা । বৃষ্টিস্নাত ম্যাচেও সেই ধোনির ঝলক দেখল নরেন্দ্র মোদি স্টেডিয়াম । ক্রিজ ছেড়ে খানিকটা বেরিয়ে এসেছিলেন শুভমন গিল । জাদেজার ঘূর্ণি পড়তে পারেননি, বলের লাইন মিস করে যতক্ষণে পিছনে ফিরেছেন, ততক্ষণে তাঁর উইকেট ভেঙে দিয়েছেন মাহি ।

Dhoni
ঝাড়খণ্ডের ছেলেটা এখন বিশ্ববন্দিত

চঞ্চলের কথায়, "41 বছর বয়সে ব্যাটারের চেয়েও কিপিং করা কঠিন হয়ে দাঁড়ায় । 20 ওভারে 6টি করে বল । উঠবস করা, প্রত্যেকটি বলকে ফোকাসে রাখা সহজ কাজ নয় । শারীরিক সক্ষমতার চরম সীমায় থাকলেই তা সম্ভব । ধোনি এখনও নিয়মিত অনুশীলন করে । কখনও টেনিস খেলে, মাইন্ডগেম খেলে, বিলিয়ার্ডস খেলে মনোসংযোগ বাড়ানোর জন্য । ওর সঙ্গে কমপিট করা এখনও অসম্ভব । যেভাবে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছে, তার পেঁছনে রয়েছে কঠিন অধ্যবসায় ।"

আরও পড়ুন: আইপিএল-এর পরিভাষা তিনিই, বলছে মাহি-র পরিসংখ্যান

ফাইনালে একসময় চাপে পড়ে গিয়েছিল চেন্নাই । তাতেও কপালে চিন্তা নয় । শান্তভাবে ডাগ-আউটে বসে রইলেন ধোনি । পদে পদে বুঝিয়ে দিলেন, বহু যুদ্ধের ঘোড়া কামানের শব্দে ডরায় না । যেভাবে জয়সূচক চারের পর তাঁর বন্ধ চোখ বুঝিয়ে দিল, জয়টাই স্বাভাবিক, চ্যাম্পিয়নরা পরাজয়ে বিশ্বাসী নয় । তারা হারতে জানে না । যদিও বুড়ো হয়েছেন, হাড়ের ভেলকিও খানিক কমেছে । তবে অটুট থেকে গিয়েছে গ্রে ম্যাটার, শান্ত-নিষ্পৃহ মাথাতে চলতে থাকা কঠিন অঙ্কের সমীকরণ । ফলে সবচেয়ে বেশি করে যে প্রশ্নটা উঠে আসছে, তা হল কবে ব্যাট-প্যাড তুলে রাখবেন মাহি । ধোনি সিদ্ধান্ত নিতে সময় চাইলেও চঞ্চল জানিয়ে রাখলেন, "অবসরের প্রশ্ন ওঠার কোনও অবকাশই নেই । ফিটনেস, আইসাইট এখনও ধোনির সেরা অস্ত্র । কোনও ক্রিকেটারের তা থাকলে আর ভাবতে হয় না ।" আর যদি সত্যিই বাইশ গজ ছাড়ার কথা জানিয়ে দেন বিশ্বজয়ী অধিনায়ক ? "ধোনি যা সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তেই নেবে। আর ঠিক নেবে।" প্রাক্তন শিষ্যের ওপরে অগাধ ভরসা তাঁর কোচের ।

একসময় ক্রিকেটে অ আ ক খ শিখেছেন যার কাছে, তাঁর সঙ্গে কেমন সম্পর্ক ধোনির ? "একদিন বলেছিলাম, ক্যায়া মাহি । তু তো মুঝে ভুল হি গ্যায়া। ফোন নেহি কারতা । নাম্বার ডিলিট কার দিয়া ক্যায়া ? উত্তরে 10-12 জনের সামনে গড়গড় করে আমার নম্বরটা বলে দিয়েছিল ধোনি । এখানেই ও অনন্য ।" প্রাক্তন ছাত্রকে নিয়ে অহংয়ে চোখ ভাসছে গুরুর ।

আরও পড়ুন: হলুদ ঝড়ে আরও উজ্জ্বল ধোনি, মাহেন্দ্রক্ষণ যে মহেন্দ্রর জন্যই

ধোনির অবসর জল্পনা ওড়ালেন ছোটবেলার কোচ

হায়দরাবাদ, 30 মে: শেষ বলে দরকার ছিল চার রান । মোহিত শর্মার বল ফাইন লেগ দিয়ে ঠেলে যখন বাউন্ডারি পার করলেন জাড্ডু, ডাগ-আউটে তখন নিষ্পৃহ ধোনি। বহু যুদ্ধের নায়ক যেন বুঝিয়ে দিলেন, প্রথম বলে ফিরলেও তিনিই রাজা । যেমনভাবে তাঁর কোলে উঠে জাদেজা বোঝালেন, এই মাহেন্দ্রক্ষণ মহেন্দ্রর জন্যই ।

খড়গপুরের প্ল্যাটফর্মে শুরু হওয়া লড়াইটা শুধু গোটা বিশ্ব দেখেনি, আত্মস্থও করেছে । দেখেছে কীভাবে ক্রিকেটার থেকে ফিনিশার হয়ে উন্নীত হয়েছেন রাঁচির বড় চুলের ছেলেটা । কীভাবে চরম উত্তেজনাতেও শান্ত থেকেছেন তিনি । এদিনের মোতেরাও পদে পদে দেখল সেই চিত্র । যে চিত্রপটে তুলির টানটা প্রথম দিয়েছিলেন চঞ্চল ভট্টাচার্য, মাহির ছোটবেলার কোচ । যিনি বুঝেছিলেন, এই ক্যানভাসে আঁকা ছবিই একদিন বিশ্বের চোখ টেনে নেবে নিজের দিকে । যার তৈরি করা ধোনি এখনও বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন ।

"এখনও রাঁচিতে থাকলে ভোরবেলা প্র্যাকটিসে চলে যায় । ভিড় এড়াতে ওই সময়টাই বেছে নেয় ধোনি । কিন্তু, প্র্যাকটিস মিস করে না । ফিটনেস ধরে রাখতে এখনও পরিশ্রম করে চলেছে । কোনও উঠতি খেলোয়াড়ের থেকেও বেশি করে খেলার মধ্যে রাখে নিজেকে । এটাই ধোনিকে আলাদা করেছে অন্যদের থেকে ।" বলছিলেন চঞ্চল ভট্টাচার্য ।

মোতেরায় ফাইনালে প্রথম বলে ফিরেছেন । গোল্ডেন ডাক নয়, ফিনিশার ধোনিকে প্রবলভাবে চেয়েছিল প্রতিপক্ষের ঘরের মাঠ । নেতার কেরামতি দেখতে আমেদাবাদের মাঠ ভরিয়েছিল ইয়েলো আর্মি । ব্যাট হাতে নয়, ধোনি কেরামতি দেখালেন ক্রিকেটীয় বুদ্ধিতে । দেখা মিলল স্টাম্পারেরও । যিনি দস্তানা হাতে থাকলে স্টেপ আউট তো দূর কী বাত, ক্রিজের বাইরে বেরোতেই ভয় পান ব্যাটাররা । বৃষ্টিস্নাত ম্যাচেও সেই ধোনির ঝলক দেখল নরেন্দ্র মোদি স্টেডিয়াম । ক্রিজ ছেড়ে খানিকটা বেরিয়ে এসেছিলেন শুভমন গিল । জাদেজার ঘূর্ণি পড়তে পারেননি, বলের লাইন মিস করে যতক্ষণে পিছনে ফিরেছেন, ততক্ষণে তাঁর উইকেট ভেঙে দিয়েছেন মাহি ।

Dhoni
ঝাড়খণ্ডের ছেলেটা এখন বিশ্ববন্দিত

চঞ্চলের কথায়, "41 বছর বয়সে ব্যাটারের চেয়েও কিপিং করা কঠিন হয়ে দাঁড়ায় । 20 ওভারে 6টি করে বল । উঠবস করা, প্রত্যেকটি বলকে ফোকাসে রাখা সহজ কাজ নয় । শারীরিক সক্ষমতার চরম সীমায় থাকলেই তা সম্ভব । ধোনি এখনও নিয়মিত অনুশীলন করে । কখনও টেনিস খেলে, মাইন্ডগেম খেলে, বিলিয়ার্ডস খেলে মনোসংযোগ বাড়ানোর জন্য । ওর সঙ্গে কমপিট করা এখনও অসম্ভব । যেভাবে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছে, তার পেঁছনে রয়েছে কঠিন অধ্যবসায় ।"

আরও পড়ুন: আইপিএল-এর পরিভাষা তিনিই, বলছে মাহি-র পরিসংখ্যান

ফাইনালে একসময় চাপে পড়ে গিয়েছিল চেন্নাই । তাতেও কপালে চিন্তা নয় । শান্তভাবে ডাগ-আউটে বসে রইলেন ধোনি । পদে পদে বুঝিয়ে দিলেন, বহু যুদ্ধের ঘোড়া কামানের শব্দে ডরায় না । যেভাবে জয়সূচক চারের পর তাঁর বন্ধ চোখ বুঝিয়ে দিল, জয়টাই স্বাভাবিক, চ্যাম্পিয়নরা পরাজয়ে বিশ্বাসী নয় । তারা হারতে জানে না । যদিও বুড়ো হয়েছেন, হাড়ের ভেলকিও খানিক কমেছে । তবে অটুট থেকে গিয়েছে গ্রে ম্যাটার, শান্ত-নিষ্পৃহ মাথাতে চলতে থাকা কঠিন অঙ্কের সমীকরণ । ফলে সবচেয়ে বেশি করে যে প্রশ্নটা উঠে আসছে, তা হল কবে ব্যাট-প্যাড তুলে রাখবেন মাহি । ধোনি সিদ্ধান্ত নিতে সময় চাইলেও চঞ্চল জানিয়ে রাখলেন, "অবসরের প্রশ্ন ওঠার কোনও অবকাশই নেই । ফিটনেস, আইসাইট এখনও ধোনির সেরা অস্ত্র । কোনও ক্রিকেটারের তা থাকলে আর ভাবতে হয় না ।" আর যদি সত্যিই বাইশ গজ ছাড়ার কথা জানিয়ে দেন বিশ্বজয়ী অধিনায়ক ? "ধোনি যা সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তেই নেবে। আর ঠিক নেবে।" প্রাক্তন শিষ্যের ওপরে অগাধ ভরসা তাঁর কোচের ।

একসময় ক্রিকেটে অ আ ক খ শিখেছেন যার কাছে, তাঁর সঙ্গে কেমন সম্পর্ক ধোনির ? "একদিন বলেছিলাম, ক্যায়া মাহি । তু তো মুঝে ভুল হি গ্যায়া। ফোন নেহি কারতা । নাম্বার ডিলিট কার দিয়া ক্যায়া ? উত্তরে 10-12 জনের সামনে গড়গড় করে আমার নম্বরটা বলে দিয়েছিল ধোনি । এখানেই ও অনন্য ।" প্রাক্তন ছাত্রকে নিয়ে অহংয়ে চোখ ভাসছে গুরুর ।

আরও পড়ুন: হলুদ ঝড়ে আরও উজ্জ্বল ধোনি, মাহেন্দ্রক্ষণ যে মহেন্দ্রর জন্যই

Last Updated : May 30, 2023, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.