ETV Bharat / sports

Wriddhiman Saha : ‘ঘরের মাঠে’ ব্যর্থ ঋদ্ধি, গ্যালারি থেকেই বাংলা না ছাড়ার অনুরোধ ভক্তদের

ঋদ্ধির ভক্তেরা মানতে পারছেন না, বাংলার হয়ে তাঁদের প্রিয় ক্রিকেটার আর খেলবেন না । মঙ্গলবারের ম্যাচে পাপালি ব্যর্থ হলেও গ্যালারি থেকে আওয়াজ উঠল, বাংলার হয়েই খেলুন ঋদ্ধিমান (Fans requested Wriddhiman Saha not to leave Bengal) ৷

Wriddhiman Saha News
‘ঘরের মাঠে’ ব্যর্থ ঋদ্ধি
author img

By

Published : May 25, 2022, 11:45 AM IST

কলকাতা, 25 মে : গোটা ক্রিকেট জীবনটাই কাটিয়েছেন নন্দনকাননে ৷ তবুও মাঠে নামার আগে জানিয়েছিলেন, ইডেন নয়, মোতেরাই হোম গ্রাউন্ড ৷ মঙ্গলবারের ম্যাচে ইডেনও খালি হাতেই ফেরাল অভিমানী ঋদ্ধিকে ৷ গুজরাত অনায়াস জয় পেলেও আইপিএলে ভাল ফর্মে থাকা পাপালি আসল ম্যাচে খাতাই খুলতে পারেননি (Fans requested Wriddhiman Saha not to leave Bengal ) ৷

মঙ্গলবারের ম্যাচে কেকেআর ছিল না, তাও গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা ৷ আগেই বিকিয়ে গিয়েছিল সমস্ত টিকিট ৷ কিন্তু তার মূলে কি সত্যিই ক্রিকেটপ্রেম ? নাকি গুজরাতের জার্সিতে ঋদ্ধি-শামি খেলছেন বলে ? যদিও ঋদ্ধির পাশাপাশি সমর্থকদের হতাশ করেছেন মহম্মদ শামিও ৷ 1টি উইকেট পেলেও 43 রান খরচ করেন শামি ৷

সাম্প্রতিক সময়ে বাংলা দলে ঋদ্ধির নির্বাচন ঘিরে বিতর্ক ঘুরেফিরে এসেছে । ভারতীয় দলের ভবিষ্যত দলের পরিকল্পনায় নাম নেই জানতে পেরেই ঋদ্ধিমান রঞ্জি খেলার আগ্রহ হারিয়েছেন । মরশুমের শুরুতেই জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে এই মরসুমে রাজ্য দলের প্রতিনিধিত্ব করতে রাজি নন । ঋদ্ধিমানের সঙ্গে কথা না বলেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তাঁকে দলে রেখেছিল সিএবি । সম্প্রতি সিএবি-র থেকে মৌখিকভাবে নো-অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন । মৌখিকভাবে এনওসি চাওয়ার পরেই প্রশ্ন উঠেছে, বঙ্গের উইকেটরক্ষক কি অন্য রাজ্যের হয়ে পরের মরশুম খেলবেন ।

Wriddhiman Saha News
ঋদ্ধির জন্য...

যদিও ঋদ্ধির ঘনিষ্ঠমহল বলছে, শুধুমাত্র আইপিএলেই মনঃসংযোগ করতে চান পাপালি । 38 বছর বয়সি উইকেটরক্ষক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করে চলেছেন । অথচ তাতেও জাতীয় দলে ডাক পাননি ৷ যেখানে ভাল পারফর্ম্যান্সের পুরস্কারস্বরূপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে প্রত্যাবর্তন করছেন দীনেশ কার্তিক ৷

আরও পড়ুন : বাংলা ছাড়ছেন ঋদ্ধিমান ?

ভারতীয় দলে ফেরানোর ঋদ্ধিকে ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁর অনুরাগীরা (Protest in Support of Wriddhiman) ৷ মঙ্গলবারের ইডেনে দেখা গেল, ঋদ্ধির ভক্তেরা মানতে পারছেন না, বাংলার হয়ে তাঁদের প্রিয় ক্রিকেটার আর খেলবেন না । গ্যালারি থেকেই তাঁরা রব তুললেন, ‘বাংলার হয়ে খেলুন ঋদ্ধিমান সাহা ৷’

কলকাতা, 25 মে : গোটা ক্রিকেট জীবনটাই কাটিয়েছেন নন্দনকাননে ৷ তবুও মাঠে নামার আগে জানিয়েছিলেন, ইডেন নয়, মোতেরাই হোম গ্রাউন্ড ৷ মঙ্গলবারের ম্যাচে ইডেনও খালি হাতেই ফেরাল অভিমানী ঋদ্ধিকে ৷ গুজরাত অনায়াস জয় পেলেও আইপিএলে ভাল ফর্মে থাকা পাপালি আসল ম্যাচে খাতাই খুলতে পারেননি (Fans requested Wriddhiman Saha not to leave Bengal ) ৷

মঙ্গলবারের ম্যাচে কেকেআর ছিল না, তাও গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা ৷ আগেই বিকিয়ে গিয়েছিল সমস্ত টিকিট ৷ কিন্তু তার মূলে কি সত্যিই ক্রিকেটপ্রেম ? নাকি গুজরাতের জার্সিতে ঋদ্ধি-শামি খেলছেন বলে ? যদিও ঋদ্ধির পাশাপাশি সমর্থকদের হতাশ করেছেন মহম্মদ শামিও ৷ 1টি উইকেট পেলেও 43 রান খরচ করেন শামি ৷

সাম্প্রতিক সময়ে বাংলা দলে ঋদ্ধির নির্বাচন ঘিরে বিতর্ক ঘুরেফিরে এসেছে । ভারতীয় দলের ভবিষ্যত দলের পরিকল্পনায় নাম নেই জানতে পেরেই ঋদ্ধিমান রঞ্জি খেলার আগ্রহ হারিয়েছেন । মরশুমের শুরুতেই জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে এই মরসুমে রাজ্য দলের প্রতিনিধিত্ব করতে রাজি নন । ঋদ্ধিমানের সঙ্গে কথা না বলেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তাঁকে দলে রেখেছিল সিএবি । সম্প্রতি সিএবি-র থেকে মৌখিকভাবে নো-অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন । মৌখিকভাবে এনওসি চাওয়ার পরেই প্রশ্ন উঠেছে, বঙ্গের উইকেটরক্ষক কি অন্য রাজ্যের হয়ে পরের মরশুম খেলবেন ।

Wriddhiman Saha News
ঋদ্ধির জন্য...

যদিও ঋদ্ধির ঘনিষ্ঠমহল বলছে, শুধুমাত্র আইপিএলেই মনঃসংযোগ করতে চান পাপালি । 38 বছর বয়সি উইকেটরক্ষক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করে চলেছেন । অথচ তাতেও জাতীয় দলে ডাক পাননি ৷ যেখানে ভাল পারফর্ম্যান্সের পুরস্কারস্বরূপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে প্রত্যাবর্তন করছেন দীনেশ কার্তিক ৷

আরও পড়ুন : বাংলা ছাড়ছেন ঋদ্ধিমান ?

ভারতীয় দলে ফেরানোর ঋদ্ধিকে ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁর অনুরাগীরা (Protest in Support of Wriddhiman) ৷ মঙ্গলবারের ইডেনে দেখা গেল, ঋদ্ধির ভক্তেরা মানতে পারছেন না, বাংলার হয়ে তাঁদের প্রিয় ক্রিকেটার আর খেলবেন না । গ্যালারি থেকেই তাঁরা রব তুললেন, ‘বাংলার হয়ে খেলুন ঋদ্ধিমান সাহা ৷’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.