ETV Bharat / sports

Dog Bites Arjun Tendulkar: লখনউ পৌঁছে কুকুরের কামড় খেলেন অর্জুন - লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে কুকুরের কামড় খেয়েছেন অর্জুন তেন্ডুলকর ৷ গত পরশু তাঁকে লখনউয়ে কুকুর কামড়েছে ৷ অর্জুন নিজেই সে কথা জানিয়েছেন ৷

Dog Bites Arjun Tendulkar ETV BHARAT
Dog Bites Arjun Tendulkar
author img

By

Published : May 16, 2023, 2:07 PM IST

লখনউ, 16 মে: কুকুর কামড়েছে অর্জুন তেন্ডুলকরকে ! হ্যাঁ, লখনউ টিভির শেয়ার করা ভিডিয়ো এমনটাই বলতে শোনা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি মিডিয়াম স্যুইং বোলারকে ৷ লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী এনকা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতার সময় বন্ধুদের এমনটাই জানালেন সচিন পুত্র ৷ আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ৷

প্লে-অফের দৌড়ে নিজেদের জায়গা পোক্ত করতে আজ মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই ম্যাচ খেলতে দু’দিন আগেই লখনউ পৌঁছে গিয়েছে মুম্বইয়ের ক্রিকেটাররা ৷ কিন্তু, সেখানে গিয়ে আরেক বিপত্তি ৷ সচিন পুত্র অর্জুনকে কামড়ে বসেছে এক সারমেয় ৷ হ্যাঁ, অর্জুন তেন্ডুলকর নিজেই সেই কথা জানিয়েছেন ৷ তবে, কোথায়, কীভাবে ? তা বলেননি তিনি ৷ লখনউ সুপার জায়ান্টসের শেয়ার করা ভিডিয়োতে এ কথা বলতে শোনা গিয়েছে অর্জুনকে ৷

গতকাল একনা স্টেডিয়ামে অনুশীলনে গিয়ে আবেশ খানদের সঙ্গে দেখা হয় অর্জুনের ৷ বন্ধুদের সঙ্গে আলাপচারিতা সারছিলেন ৷ তখনই লখনউ সুপার জায়ান্টসের এক ক্রিকেটার জিজ্ঞেস করেন, কেমন আছেন তিনি ? জবাবে অর্জুন জানান, একদিন আগে তাঁকে একটি কুকুর কামড়েছে ৷ একথা বলার সময় নিজের বাঁ-হাতের দিকে ইশারা করেন সচিন পুত্র ৷ তবে, কীভাবে, কখন এই ঘটনা ঘটেছে ? তা জানা যায়নি ৷

আজ লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে দুই দল নিজেদের 13 নম্বর ম্যাচ খেলতে নামবে ৷ আজকের ম্যাচ যারা জিতবে, তারা প্লে-অফের আরও কাছে চলে যাবে ৷ এই মুহূর্তে সুপার জায়ান্টস 13 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে ৷ আজকের ম্যাচ জিতলে 15 পয়েন্ট নিয়ে 3 নম্বরে তো উঠে আসবেই ৷ সঙ্গে নেট রানরেট বাড়িয়ে সিএসকে-কে সরিয়ে 2 নম্বরে ওঠার সুযোগও রয়েছে ৷ তবে, প্লে-অফের কোয়ালিফিকেশন নিশ্চিত হবে না ৷ তার জন্য শনিবার কেকেআর-এরক বিরুদ্ধে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷

আরও পড়ুন: শুভমনের সেঞ্চুরি, শামির স্পেল ! এক নম্বরে থেকেই প্লে-অফে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

অন্যদিকে, মুম্বইয়ের সামনে সুযোগ রয়েছে 16 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে আসার ৷ আজকের ম্যাচ জিতলে সেটা সম্ভব ৷ তবে, কোয়ালিফিকেশন বা 2 নম্বর জায়গা এখনই পাকা হবে না মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ৷ রবিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতলে 2 নম্বর জায়গা পাকা হবে ৷ তার আগে আজকের ম্যাচও জিততে হবে পলটনদের ৷

লখনউ, 16 মে: কুকুর কামড়েছে অর্জুন তেন্ডুলকরকে ! হ্যাঁ, লখনউ টিভির শেয়ার করা ভিডিয়ো এমনটাই বলতে শোনা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি মিডিয়াম স্যুইং বোলারকে ৷ লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী এনকা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতার সময় বন্ধুদের এমনটাই জানালেন সচিন পুত্র ৷ আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ৷

প্লে-অফের দৌড়ে নিজেদের জায়গা পোক্ত করতে আজ মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই ম্যাচ খেলতে দু’দিন আগেই লখনউ পৌঁছে গিয়েছে মুম্বইয়ের ক্রিকেটাররা ৷ কিন্তু, সেখানে গিয়ে আরেক বিপত্তি ৷ সচিন পুত্র অর্জুনকে কামড়ে বসেছে এক সারমেয় ৷ হ্যাঁ, অর্জুন তেন্ডুলকর নিজেই সেই কথা জানিয়েছেন ৷ তবে, কোথায়, কীভাবে ? তা বলেননি তিনি ৷ লখনউ সুপার জায়ান্টসের শেয়ার করা ভিডিয়োতে এ কথা বলতে শোনা গিয়েছে অর্জুনকে ৷

গতকাল একনা স্টেডিয়ামে অনুশীলনে গিয়ে আবেশ খানদের সঙ্গে দেখা হয় অর্জুনের ৷ বন্ধুদের সঙ্গে আলাপচারিতা সারছিলেন ৷ তখনই লখনউ সুপার জায়ান্টসের এক ক্রিকেটার জিজ্ঞেস করেন, কেমন আছেন তিনি ? জবাবে অর্জুন জানান, একদিন আগে তাঁকে একটি কুকুর কামড়েছে ৷ একথা বলার সময় নিজের বাঁ-হাতের দিকে ইশারা করেন সচিন পুত্র ৷ তবে, কীভাবে, কখন এই ঘটনা ঘটেছে ? তা জানা যায়নি ৷

আজ লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে দুই দল নিজেদের 13 নম্বর ম্যাচ খেলতে নামবে ৷ আজকের ম্যাচ যারা জিতবে, তারা প্লে-অফের আরও কাছে চলে যাবে ৷ এই মুহূর্তে সুপার জায়ান্টস 13 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে ৷ আজকের ম্যাচ জিতলে 15 পয়েন্ট নিয়ে 3 নম্বরে তো উঠে আসবেই ৷ সঙ্গে নেট রানরেট বাড়িয়ে সিএসকে-কে সরিয়ে 2 নম্বরে ওঠার সুযোগও রয়েছে ৷ তবে, প্লে-অফের কোয়ালিফিকেশন নিশ্চিত হবে না ৷ তার জন্য শনিবার কেকেআর-এরক বিরুদ্ধে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷

আরও পড়ুন: শুভমনের সেঞ্চুরি, শামির স্পেল ! এক নম্বরে থেকেই প্লে-অফে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

অন্যদিকে, মুম্বইয়ের সামনে সুযোগ রয়েছে 16 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে আসার ৷ আজকের ম্যাচ জিতলে সেটা সম্ভব ৷ তবে, কোয়ালিফিকেশন বা 2 নম্বর জায়গা এখনই পাকা হবে না মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ৷ রবিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতলে 2 নম্বর জায়গা পাকা হবে ৷ তার আগে আজকের ম্যাচও জিততে হবে পলটনদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.