ETV Bharat / sports

DC vs RR in IPL 2022 : মুম্বইয়ে অজি ঝড়, রাজস্থানকে উড়িয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল দিল্লি - Delhi Capitals beat Rajasthan Royals

ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে এদিন পন্থের দল জিতল 8 উইকেটে (Delhi Capitals beat Rajasthan Royals by 8 wickets) ৷ বিফলে গেল ব্যাট হাতে রবিচন্দ্রন অশ্বিন এবং দেবদূত পাড়িক্কলের ঝোড়ো ইনিংস ৷

DC vs RR Match News
রাজস্থানকে উড়িয়ে প্লে-অফের দৌড়ে দিল্লি
author img

By

Published : May 12, 2022, 6:58 AM IST

মুম্বই, 12 মে : ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অজি-ঝড়ে জয়ে ফিরল দিল্লি ৷ একইসঙ্গে ফের প্রবলভাবে প্লে-অফের দৌড়ে ঢুকে পড়ল রিকি পন্টিংয়ের ছেলেরা ৷ পঞ্চদশ আইপিএলে পারফরম্যান্সের বিচারে সবচেয়ে অধারাবাহিক 2020 সালের ফাইনালিস্টরা ৷ চলতি মরসুমে টানা দু'টি ম্যাচ জিততে পারেনি ঋষভ পন্থের দল ৷ সেই ধারা বজায় রেখেই চেন্নাইয়ের কাছে হারার পর 8 উইকেটে রাজস্থানকে উড়িয়ে দিল ওয়ার্নার-ভরতরা (Delhi Capitals beat Rajasthan Royals) ৷

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ৷ অশ্বিন-পাড়িক্কলের ব্যাটে ভর করে নির্ধারিত 20 ওভারে 160 রান তোলে মরুশহর ৷ জ্বরে আক্রান্ত পৃথ্বী শ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ফলে শ্রীকর ভরতকে নিয়ে ওপেন করতে নেমেছিলেন ওয়ার্নার ৷ গত ম্যাচে মাত্র 8 রান করেই ডাগ-আউটের রাস্তা দেখেছিলেন ৷ এদিন খাতাই খুলতে পারলেন না অন্ধ্রের ব্যাটার ৷ দু'বল খেলেই ক্রিজ ছাড়েন ভরত ৷

তারপরেই দিল্লিকে চালকের আসনে বসিয়ে দেন ডেভিড ওয়ার্নার-মিচেল মার্শ জুটি ৷ খুনে মেজাজে থাকা দুই অজি ব্যাটারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে বসেন যুজবেন্দ্র চহাল, কুলদীপ সেনরা ৷ 11 রানের জন্য টি-20 তে প্রথম সেঞ্চুরি মিস করেন মিচেল মার্শ ৷ যদিও 7টি ছয়ে মাত্র 62 বলে 89 করা অজি ব্যাটারের কুড়ি-বিশের ক্রিকেটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৷ শেষ পর্যন্ত পরপর দুই ছক্কায় রাজধানীকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন ঋষভ পন্থ ৷ ওয়ার্নারের সংগ্রহ 41 বলে 52 রান ৷ গোলাপি জার্সিধারীদের মধ্যে এদিন একমাত্র উজ্জ্বল প্রসিদ্ধ কৃষ্ণ ৷ অজি ঝড়েও 3 ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন-সহ মাত্র 20 রান খরচ করলেন তিনি ৷

আরও পড়ুন : কোহলির ব্যর্থতা সত্ত্বেও বিরাট জয়, প্লে-অফের সম্ভাবনা জোরাল হল আরসিবির

প্রথমে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই ক্রিজ ছাড়েন জস বাটলার ৷ ইংরেজ ব্যাটারকে ডাগ-আউটে ফেরান চেতন সাকারিয়া ৷ মার্শের বলে ফেরেন যশস্বী জয়সওয়াল ৷ তৃতীয় উইকেটে ধরে খেলার চেষ্টা করছিলেন অশ্বিন-পাড়িক্কল ৷ 38 বলে অর্ধশতরান পূরণ করেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 30 বলে 48 রানের ঝোড়ো ইনিংস খেলেন দেবদূত পাড়িক্কল ৷

বড় ব্যবধানে জিতে ফের দিল্লির শেষ চারের ভাগ্য খানিক উজ্জ্বল হল ৷ 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে ‘ঋষভ অ্যান্ড কোং’ ৷ সমসংখ্যক ম্যাচে কেকেআরের সংগ্রহ 10 পয়েন্ট ৷ দিল্লির জয়ে প্লে-অফের সম্ভাবনা ফিকে হল কলকাতার ৷

মুম্বই, 12 মে : ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অজি-ঝড়ে জয়ে ফিরল দিল্লি ৷ একইসঙ্গে ফের প্রবলভাবে প্লে-অফের দৌড়ে ঢুকে পড়ল রিকি পন্টিংয়ের ছেলেরা ৷ পঞ্চদশ আইপিএলে পারফরম্যান্সের বিচারে সবচেয়ে অধারাবাহিক 2020 সালের ফাইনালিস্টরা ৷ চলতি মরসুমে টানা দু'টি ম্যাচ জিততে পারেনি ঋষভ পন্থের দল ৷ সেই ধারা বজায় রেখেই চেন্নাইয়ের কাছে হারার পর 8 উইকেটে রাজস্থানকে উড়িয়ে দিল ওয়ার্নার-ভরতরা (Delhi Capitals beat Rajasthan Royals) ৷

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ৷ অশ্বিন-পাড়িক্কলের ব্যাটে ভর করে নির্ধারিত 20 ওভারে 160 রান তোলে মরুশহর ৷ জ্বরে আক্রান্ত পৃথ্বী শ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ফলে শ্রীকর ভরতকে নিয়ে ওপেন করতে নেমেছিলেন ওয়ার্নার ৷ গত ম্যাচে মাত্র 8 রান করেই ডাগ-আউটের রাস্তা দেখেছিলেন ৷ এদিন খাতাই খুলতে পারলেন না অন্ধ্রের ব্যাটার ৷ দু'বল খেলেই ক্রিজ ছাড়েন ভরত ৷

তারপরেই দিল্লিকে চালকের আসনে বসিয়ে দেন ডেভিড ওয়ার্নার-মিচেল মার্শ জুটি ৷ খুনে মেজাজে থাকা দুই অজি ব্যাটারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে বসেন যুজবেন্দ্র চহাল, কুলদীপ সেনরা ৷ 11 রানের জন্য টি-20 তে প্রথম সেঞ্চুরি মিস করেন মিচেল মার্শ ৷ যদিও 7টি ছয়ে মাত্র 62 বলে 89 করা অজি ব্যাটারের কুড়ি-বিশের ক্রিকেটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৷ শেষ পর্যন্ত পরপর দুই ছক্কায় রাজধানীকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন ঋষভ পন্থ ৷ ওয়ার্নারের সংগ্রহ 41 বলে 52 রান ৷ গোলাপি জার্সিধারীদের মধ্যে এদিন একমাত্র উজ্জ্বল প্রসিদ্ধ কৃষ্ণ ৷ অজি ঝড়েও 3 ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন-সহ মাত্র 20 রান খরচ করলেন তিনি ৷

আরও পড়ুন : কোহলির ব্যর্থতা সত্ত্বেও বিরাট জয়, প্লে-অফের সম্ভাবনা জোরাল হল আরসিবির

প্রথমে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই ক্রিজ ছাড়েন জস বাটলার ৷ ইংরেজ ব্যাটারকে ডাগ-আউটে ফেরান চেতন সাকারিয়া ৷ মার্শের বলে ফেরেন যশস্বী জয়সওয়াল ৷ তৃতীয় উইকেটে ধরে খেলার চেষ্টা করছিলেন অশ্বিন-পাড়িক্কল ৷ 38 বলে অর্ধশতরান পূরণ করেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 30 বলে 48 রানের ঝোড়ো ইনিংস খেলেন দেবদূত পাড়িক্কল ৷

বড় ব্যবধানে জিতে ফের দিল্লির শেষ চারের ভাগ্য খানিক উজ্জ্বল হল ৷ 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে ‘ঋষভ অ্যান্ড কোং’ ৷ সমসংখ্যক ম্যাচে কেকেআরের সংগ্রহ 10 পয়েন্ট ৷ দিল্লির জয়ে প্লে-অফের সম্ভাবনা ফিকে হল কলকাতার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.