ETV Bharat / sports

মারা গেলেন চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর এল সাবার্থনাম - ডিরেক্টর

মারা গেলেন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর এবং চেয়ারম্যান এল সাবার্থনাম ৷ সামান্য কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর ৷ আর সেই সমস্যার কারণেই তাঁর মৃত্য হয়েছে বলে জানা গিয়েছে ৷ ইন্ডিয়া সিমেন্টের সিইও পদেও বহাল ছিলেন তিনি ৷

chennai-super-kings-director-l-sabarthnam-has-died-on-sunday
মারা গেলেন চেন্নাই সুপার কিংগসের ডিরেক্টর এল সাবার্থনাম
author img

By

Published : Apr 25, 2021, 8:34 PM IST

চেন্নাই, 25 এপ্রিল : বয়সজনিত কারণে মারা গেলেন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর এবং চেয়ারম্যান এল সাবার্থনাম ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর ৷ তাঁর পরিবার সূত্রে খবর, সামান্য কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর ৷

আরও পড়ুন : ভারতের জন্য উদ্বিগ্ন শোয়েব, পাক সরকার ও অনুরাগীদের কাছে চাইলেন সাহায্য

সাবার্থনামের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছেন ৷ সিমেন্ট ইন্ডাস্ট্রির কিংবদন্তী ছিলেন তিনি ৷ চেট্টিনাড সিমেন্ট সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদ সামলেছিলেন তিনি ৷ তারপর ইন্ডিয়া সিমেন্টের ডিরেক্টর এবং সিইও পদ সামলেছেন ৷ সেই সঙ্গে আইপিএলে ইন্ডিয়া সিমেন্টের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর হিসেবে তাঁকে নিযুক্ত করা হয় ৷ মৃত্যুর সময় পর্যন্ত ওই পদে ছিলেন তিনি ৷ ক্রিকেটের প্রতি তাঁর আলাদা টানও ছিল বলে ঘনিষ্ঠ মহলে বেশ কয়েকবার জানিয়েছিলেন এল সাবার্থনাম ৷ আজ সকালে বাড়িতেই তিনি মারা যান ৷

চেন্নাই, 25 এপ্রিল : বয়সজনিত কারণে মারা গেলেন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর এবং চেয়ারম্যান এল সাবার্থনাম ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর ৷ তাঁর পরিবার সূত্রে খবর, সামান্য কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর ৷

আরও পড়ুন : ভারতের জন্য উদ্বিগ্ন শোয়েব, পাক সরকার ও অনুরাগীদের কাছে চাইলেন সাহায্য

সাবার্থনামের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছেন ৷ সিমেন্ট ইন্ডাস্ট্রির কিংবদন্তী ছিলেন তিনি ৷ চেট্টিনাড সিমেন্ট সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদ সামলেছিলেন তিনি ৷ তারপর ইন্ডিয়া সিমেন্টের ডিরেক্টর এবং সিইও পদ সামলেছেন ৷ সেই সঙ্গে আইপিএলে ইন্ডিয়া সিমেন্টের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর হিসেবে তাঁকে নিযুক্ত করা হয় ৷ মৃত্যুর সময় পর্যন্ত ওই পদে ছিলেন তিনি ৷ ক্রিকেটের প্রতি তাঁর আলাদা টানও ছিল বলে ঘনিষ্ঠ মহলে বেশ কয়েকবার জানিয়েছিলেন এল সাবার্থনাম ৷ আজ সকালে বাড়িতেই তিনি মারা যান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.