ETV Bharat / sports

IPL 2023: রান-আপ বদলে সাফল্য, জানালেন মুম্বইয়ের স্টাম্প ব্রোকার আর্শদীপ - Mumbai Indians vs Punjab Kings

আইপিএল শুরুর আগে ‘নো-বল’ করা আর্শদীপ সিংয়ের সবচেয়ে বড় সমস্যা ছিল ৷ কিন্তু, এখনও পর্যন্ত আইপিএল-এর 7 ম্যাচে একটিও নো-বল করেননি তিনি ৷ সেই রহস্যের কথা জানালেন পঞ্জাব কিংসের পেসার ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 23, 2023, 1:06 PM IST

মুম্বই, 23 এপ্রিল: একবার নয়, পরপর দু’বার অত্যাধুনিক এলইডি স্টাম্প ভেঙে দু’টুকরো করে দিয়েছেন ৷ শনিবার রাতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর্শদীপ সিংয়ের ইয়র্কারের তেজ এতটাই ভয়াবহ ছিল ৷ তাও আবার সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা লাগানো মিডল স্টাম্প ৷ আর প্রতিটি স্টাম্পের মূল্য প্রায় 10 লক্ষ টাকা ৷ তারপর থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল আইপিএল ইতিহাসের সবচেয়ে ‘দামী ওভার’ ৷ আর যিনি এর জন্য কৃতিত্ব দাবি করেন সেই আর্শদীপ সিং কী বলছেন ? জানালেন, তাঁর এই সাফল্য এসেছে নিজের রান-আপ বদলে ৷ সেই সঙ্গে চাপের মুহূর্তে নিজেকে শান্ত রাখতে শিখেছেন তিনি ৷

শনিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 13 রানে ম্যাচ জেতে পঞ্জাব কিংস ৷ শেষ ওভারে 15 রান ডিফেন্ড করতে নেমে মাত্র 2 রান দেন পঞ্জাবের বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং ৷ সেই সঙ্গে 2 উইকেট তুলে নেন ৷ ম্যাচে মোট 4টি উইকেট নিয়েছেন তিনি ৷ যার মধ্যে গুরুত্বপূর্ণ উইকেট ছিল সূর্যকুমার যাদবের ৷ আর সেখান থেকেই ম্যাচ পুরোপুরি পঞ্জাবের দিকে ঘুরতে শুরু করে ৷ আর ম্যাচ শেষে আর্শদীপ জানালেন, উইকেট পেলে সবচেয়ে ভালো লাগে ৷ আর সেটা যদি দলের জয়ের কারণ হয়, তার তৃপ্তি আলাদা ৷

আর্শদীপ সিংয়ের রান-আপে বদল এসেছে ৷ কিন্তু কেন ? ভারতীয় এই পেসার জানালেন, তাঁর নো-বলের সমস্যার সমাধান করতে বোলিং রান-আপে বদল এনেছেন ৷ ফলে তাঁর রান-আপে আরও ভালো ব্যালান্স রাখতে পারছেন ৷ আর এই মুহূর্তে নিজের ক্রিকেটকে উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি ৷ আইপিএলে এই মুহূর্তে পার্পল ক্যাপ হোল্ডার আর্শদীপ ৷ 7 ম্যাচে এই মুহূর্তে তিনি 13 উইকেট নিয়েছেন ৷ তবে, চাপের মুহূর্তে কীভাবে নিজেকে বোলিংয়ের জন্য প্রস্তুত করেন বাঁ-হাতি এই পেসার ?

আরও পড়ুন: অন্তিম ওভারে দুরন্ত আর্শদীপ, মুম্বইকে হারিয়ে চতুর্থ জয় পঞ্জাবের

আর্শদীপের কথায়, চাপের মুহূর্তে শান্ত থাকাটা তাঁর স্বভাবসিদ্ধ ৷ তিনি কোনওভাবেই চাপকে নিজের খেলায় প্রভাব ফেলতে দেন না বলে জানিয়েছেন আর্শদীপ ৷ 215 রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স একটা সময় খুবই সুবিধাজনক পরিস্থিতিতে ছিল ৷ মাত্র 2 উইকেট হারিয়ে 15 ওভারে 149 রান তুলে নিয়েছিল পল্টনরা ৷ কিন্তু, ম্যাচের 17 নম্বর ওভারে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেন আর্শদীপ ৷ সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায় ৷ উলটোদিকে থাকা টিম ডেভিড কিছুটা লড়াই করলেও, তা মুম্বইকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ঠ ছিল না ৷

মুম্বই, 23 এপ্রিল: একবার নয়, পরপর দু’বার অত্যাধুনিক এলইডি স্টাম্প ভেঙে দু’টুকরো করে দিয়েছেন ৷ শনিবার রাতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর্শদীপ সিংয়ের ইয়র্কারের তেজ এতটাই ভয়াবহ ছিল ৷ তাও আবার সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা লাগানো মিডল স্টাম্প ৷ আর প্রতিটি স্টাম্পের মূল্য প্রায় 10 লক্ষ টাকা ৷ তারপর থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল আইপিএল ইতিহাসের সবচেয়ে ‘দামী ওভার’ ৷ আর যিনি এর জন্য কৃতিত্ব দাবি করেন সেই আর্শদীপ সিং কী বলছেন ? জানালেন, তাঁর এই সাফল্য এসেছে নিজের রান-আপ বদলে ৷ সেই সঙ্গে চাপের মুহূর্তে নিজেকে শান্ত রাখতে শিখেছেন তিনি ৷

শনিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 13 রানে ম্যাচ জেতে পঞ্জাব কিংস ৷ শেষ ওভারে 15 রান ডিফেন্ড করতে নেমে মাত্র 2 রান দেন পঞ্জাবের বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং ৷ সেই সঙ্গে 2 উইকেট তুলে নেন ৷ ম্যাচে মোট 4টি উইকেট নিয়েছেন তিনি ৷ যার মধ্যে গুরুত্বপূর্ণ উইকেট ছিল সূর্যকুমার যাদবের ৷ আর সেখান থেকেই ম্যাচ পুরোপুরি পঞ্জাবের দিকে ঘুরতে শুরু করে ৷ আর ম্যাচ শেষে আর্শদীপ জানালেন, উইকেট পেলে সবচেয়ে ভালো লাগে ৷ আর সেটা যদি দলের জয়ের কারণ হয়, তার তৃপ্তি আলাদা ৷

আর্শদীপ সিংয়ের রান-আপে বদল এসেছে ৷ কিন্তু কেন ? ভারতীয় এই পেসার জানালেন, তাঁর নো-বলের সমস্যার সমাধান করতে বোলিং রান-আপে বদল এনেছেন ৷ ফলে তাঁর রান-আপে আরও ভালো ব্যালান্স রাখতে পারছেন ৷ আর এই মুহূর্তে নিজের ক্রিকেটকে উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি ৷ আইপিএলে এই মুহূর্তে পার্পল ক্যাপ হোল্ডার আর্শদীপ ৷ 7 ম্যাচে এই মুহূর্তে তিনি 13 উইকেট নিয়েছেন ৷ তবে, চাপের মুহূর্তে কীভাবে নিজেকে বোলিংয়ের জন্য প্রস্তুত করেন বাঁ-হাতি এই পেসার ?

আরও পড়ুন: অন্তিম ওভারে দুরন্ত আর্শদীপ, মুম্বইকে হারিয়ে চতুর্থ জয় পঞ্জাবের

আর্শদীপের কথায়, চাপের মুহূর্তে শান্ত থাকাটা তাঁর স্বভাবসিদ্ধ ৷ তিনি কোনওভাবেই চাপকে নিজের খেলায় প্রভাব ফেলতে দেন না বলে জানিয়েছেন আর্শদীপ ৷ 215 রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স একটা সময় খুবই সুবিধাজনক পরিস্থিতিতে ছিল ৷ মাত্র 2 উইকেট হারিয়ে 15 ওভারে 149 রান তুলে নিয়েছিল পল্টনরা ৷ কিন্তু, ম্যাচের 17 নম্বর ওভারে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেন আর্শদীপ ৷ সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায় ৷ উলটোদিকে থাকা টিম ডেভিড কিছুটা লড়াই করলেও, তা মুম্বইকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ঠ ছিল না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.