মুম্বই, 9 এপ্রিল: কখনও হাল ছাড়েননি ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের চলতি মরশুমে দ্রুততম হাফ সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে এমনটাই জানালেন অজিঙ্ক রাহানে ৷ তবে এই ভারতীয় ব্যাটার তাঁর ঘরের মাঠ ওয়াংখেড়েতে টেস্ট ম্যাচ খেলতে চান ৷ শনিবার রাতে ম্যাচ জিতে সেই ইচ্ছাই প্রকাশ করলেন রাহানে ৷ চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচে রাহানে 27 বলে 61 রানের ইনিংস খেলেছেন ৷ এই ইনিংসে 7টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি ছিল ৷ আর মাত্র 19 বলে 50 রানের গণ্ডি পেরিয়ে মরশুমের দ্রুততম হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন তিনি ৷ তাঁর ইনিংসের সুবাদে চেন্নাই প্রথম মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 11 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতেছে ৷
শনিবার মইন আলি চোট পাওয়ায় প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন অজিঙ্ক রাহানে ৷ সেই সুযোগকে হাতছাড়া করেননি এই মুম্বইকর ৷ ব্যাটে রান না থাকায় ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন ৷ তারপর ভারতীয় দলের দরজা আর খোলেনি রাহানের জন্য ৷ কিন্তু, তার জন্য হতাশ হয়ে পড়েননি বলে জানালেন । তিনি চেষ্টা ছাড়েননি কখনই ৷ এমনকী তিনি যে এখনও ভারতীয় দলে বাকি অনেকের থেকে বেশি যোগ্য, সেই বার্তাই হয়ত ওয়াংখেড়ের ইনিংস থেকে দিলেন অজিঙ্ক রাহানে ৷
তিনি বলেন, "আমি ওয়াংখেড়েতে খেলা উপভোগ করি ৷ আমি এখানে কখনও টেস্ট খেলিনি ৷ অন্তত একটা টেস্ট এই মাঠে খেলতে চাই ৷" উল্লেখ্য, 2020-21 সালে অস্ট্রেলিয়ায় অনভিজ্ঞ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি জিতিয়েছিলেন অজিঙ্ক রাহানে ৷ তাঁর ক্রিকেটার জীবনের স্বর্ণীল অধ্যায় সেটি ৷ আর শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর 27 বলে 61 রানের ইনিংস যেন আরও একটি বার্তা দিয়ে গেল ৷ বুঝিয়ে দিয়ে গেলেন, তিনি সেদিন যতটা যোগ্য ছিলেন আজও ততটাই যোগ্য ৷
আরও পড়ুন: সঙ্গী ‘নাইট ক্লাব’, আমেদাবাদের স্ট্রিট ফুডে মজলেন ভেঙ্কটেশ আইয়ার
রাহানে জানিয়েছেন, যে ফরম্যাটেই খেলা হোক না কেন, সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি ৷ এমনকি তিনি যে সিএসকে-র হয়ে গতকালের ম্যাচ খেলছেন সেই খবরটাও টসের আগে জানতে পেরেছিলেন ৷ আর এতে কোনও প্রভাব তাঁর উপরে পড়েনি ৷ কারণ, এটা রাহানের কাছে কেবলই একটা ম্যাচ ৷ আর সেই মুহূর্ত থেকে ওই ম্যাচে ফোকাস করতে শুরু করেন তিনি ৷ শনিবারের ম্যাচে তিনি কেমন পারফর্ম করবেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন না ৷ কিন্তু, নিজের সেরাটা দিয়েছেন ৷ সবশেষে বললেন, "আমি কখনও হাল ছেড়ে দিইনি ৷ প্যাশনের সঙ্গে খেলে ক্রিকেটকে উপভোগ করি আমি ৷’’ তিনি আশা করছেন, ওয়াংখেড়েতে টেস্ট খেলার তাঁর এই স্বপ্নও সত্যি হবে ৷