ETV Bharat / sports

Shane Warne IPL Journey : আন্ডারডগ রাজস্থানকে দিয়েছিলেন আইপিএল ট্রফি, শেনের স্মরণে রয়্যাল ফ্র্যাঞ্চাইজি

আন্ডারডগ রাজস্থান রয়্যালসকে আইপিএল ট্রফি জিতিয়েছিলেন শেন ওয়ার্ন ৷ আইপিএল’র প্রথম বছরেই অপেক্ষাকৃত কম শক্তিশালী দল নিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন রাজস্থানকে (IPL Journey of Shane Warne With Rajasthan Royals) ৷ কিংবদন্তি লেগ স্পিনারের মৃত্যুতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির ৷

IPL Journey of Shane Warne With Rajasthan Royals
IPL Journey of Shane Warne With Rajasthan Royals
author img

By

Published : Mar 5, 2022, 10:31 AM IST

নয়াদিল্লি, 5 মার্চ : 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচনা হয়েছিল ৷ বিশ্বের সবচেয়ে বড় এই টি-20 লিগ প্রথমবার গিয়েছিল রাজস্থান রয়্যালসের ক্যাম্পে (IPL Journey of Shane Warne With Rajasthan Royals) ৷ যাদের টুর্নামেন্ট শুরুর আগেই আন্ডারডগ ঘোষণা করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, সেই আন্ডারডগদের চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম কারিগর ছিলেন শেন কিথ ওয়ার্ন ৷ রাজস্থানের অধিনায়ক এবং কোচ দ্বৈত ভূমিকায় আইপিএল অভিযান শুরু করেছিলেন 37 বছরের ওয়ার্ন ৷ যে বয়সে ক্রিকেটাররা নিজেদের অবসর ঘোষণা করেন, ওয়ার্ন তখন প্রকৃত অর্থে কম শক্তিশালী দল নিয়ে আইপিএল’র ট্রফি রাজস্থানের ঘরে তুলেছিলেন (Shane Warne IPL Journey) ৷

শেন ওয়ার্ন সেই সময় টেস্ট এবং ওয়ান’ডে দুই ফরম্যাট থেকেই অবসর ঘোষণা করেছিলেন ৷ কিন্তু, সেই বুড়ো হাড়ের ভেল্কিতে ভরসা রেখেছিল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি ৷ রাজস্থানের একমাত্র আইপিএল ট্রফি জেতা অধিনায়ক ওয়ার্নকে গতকাল থাইল্যান্ডের নিজের ভিলায় অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ৷ চিকিৎসকদের শত চেষ্টাতেও তাঁর প্রাণ ফেরানো যায়নি ৷ মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন এই কিংবদন্তি লেগি ৷

আরও পড়ুন : Shane Warne : ক্রীড়া বিশ্বকে অবাক করে বাহান্নতেই 'আউট' ওয়ার্ন

তাঁর এই প্রয়াণে শোকপ্রকাশ করে একটি বিশেষ বার্তা পেশ করেছে ওয়ার্নের প্রথম এবং একমাত্র আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ৷ যেখানে ওয়ার্নের সম্মানে বলা হয়েছে, ‘‘শেন ওয়ার্ন ৷ যে নামটা ম্যাজিকে বিশ্বাস করে ৷ আমাদের প্রথম রয়্যাল; একজন ব্যক্তি যিনি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছেন যে, অসম্ভব শব্দটা কেবলমাত্র একটা ধারণা ৷ একজন নেতা যিনি হাঁটতেন হাঁটার জন্য, কথা বলতেন বলার জন্য, এবং তারই মধ্যে আন্ডারডগসদের চ্যাম্পিয়ন করেছিলেন ৷ একজন মেন্টর যিনি যা কিছু ছুঁতেন, তাই সোনা হয়ে যেত ৷’’

আরও পড়ুন : Shane Warne Passes Away : বিদায় ওয়ার্ন, কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব

ওয়ার্নির মতো ব্যক্তিত্বকে ব্যাখ্যা করা, হয়তো এই কটা শব্দে সম্ভব নয় ৷ তাই আইপিএল’র রয়্যাল ফ্র্যাঞ্চাইজি তাদের ট্রফি জয়ী অধিনায়কের স্মরণে জানিয়েছে, ‘‘এই মুহূর্তে আমরা কী অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ৷ কিন্তু, যেটা আমরা জানি, আজ বিশ্ব অনেক গরীব হয়ে গেল, তাঁর হাসি, তেজ এবং তাঁর ব্যবহারের অভাবে ৷ তাঁর জীবনধারণের শর্তই ছিল, জীবনের সবটুকু দিয়ে বাঁচা ৷ বিশ্বের লক্ষ লক্ষ ক্রিকেট ভক্তদের মতো আমাদেরও আজ হৃদয় ভেঙে গিয়েছে ৷’’

সবশেষে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির তরফে দেওয়া বার্তায় ওয়ার্নের আত্মার শান্তি কামনায় লেখা হয়েছে, ‘‘ওয়ার্নি, তুমি আজীবন আমাদের অধিনায়ক, নেতা, রয়্যাল থাকবে ৷ শান্তিতে বিশ্রাম নাও, মহারথী ৷’’

প্রসঙ্গত, 2008 আইপিএল’র আগে প্রথম নিলামে যখন লেগ স্পিনারদের বিভাগে দর হাঁকা শুরু হয়, তখন ওয়ার্নের পিছনে 4 লক্ষ 50 হাজার মার্কিন ডলার খরচ করে তাঁকে দলে নেয় রাজস্থান ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ ৷ তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম অধিনায়ক এবং কোচ ছিলেন শেন ৷ কাইফ শেন ওয়ার্নের প্রয়াণে শোকপ্রকাশ করে জানান, ‘‘আমার প্রথম আইপিএল অধিনায়ক, ওয়ার্ন আপনাকে মিরাকেলে বিশ্বাস করতে শেখাবে ৷ তিনি রাজস্থানের রূপকথা লিখেছেন ৷ শান্তিতে বিশ্রাম নাও কিংবদন্তি ৷’’

আরও পড়ুন : Shane Warne Death : ক্রিকেট এক বর্ণময় লড়াকু চরিত্র হারাল, প্রতিক্রিয়া মদনলাল-সম্বরণের

1992 সালে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক ৷ এর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে ক্রিকেটে অভিষেক ৷ 1999 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে 4 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছিলেন ৷ 15 বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অনেক পালক তাঁর মুকুটে জুড়েছে ৷ তেমনি অন্ধকার অধ্যায় দেখতে হয়েছে তাঁকে ৷ দক্ষিণ আফ্রিকায় 2003 বিশ্বকাপ শুরু মাঝেই দেশে ফিরতে হয় শেন ওয়ার্নকে ৷ ডোপ করার অপরাধে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল ৷ সেখান থেকেও দারুণভাবে ফিরে এসেছিলেন ৷ এমনকি ব্যক্তিগত জীবনেও অনেক ওঠা পড়ার মধ্য দিয়ে গিয়েছেন শেন ৷ তবে, সেই সবকিছুকে পিছনে ফেলে দিয়েছে ক্রিকেট মাঠে তাঁর পারফর্মেন্স ৷

নয়াদিল্লি, 5 মার্চ : 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচনা হয়েছিল ৷ বিশ্বের সবচেয়ে বড় এই টি-20 লিগ প্রথমবার গিয়েছিল রাজস্থান রয়্যালসের ক্যাম্পে (IPL Journey of Shane Warne With Rajasthan Royals) ৷ যাদের টুর্নামেন্ট শুরুর আগেই আন্ডারডগ ঘোষণা করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, সেই আন্ডারডগদের চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম কারিগর ছিলেন শেন কিথ ওয়ার্ন ৷ রাজস্থানের অধিনায়ক এবং কোচ দ্বৈত ভূমিকায় আইপিএল অভিযান শুরু করেছিলেন 37 বছরের ওয়ার্ন ৷ যে বয়সে ক্রিকেটাররা নিজেদের অবসর ঘোষণা করেন, ওয়ার্ন তখন প্রকৃত অর্থে কম শক্তিশালী দল নিয়ে আইপিএল’র ট্রফি রাজস্থানের ঘরে তুলেছিলেন (Shane Warne IPL Journey) ৷

শেন ওয়ার্ন সেই সময় টেস্ট এবং ওয়ান’ডে দুই ফরম্যাট থেকেই অবসর ঘোষণা করেছিলেন ৷ কিন্তু, সেই বুড়ো হাড়ের ভেল্কিতে ভরসা রেখেছিল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি ৷ রাজস্থানের একমাত্র আইপিএল ট্রফি জেতা অধিনায়ক ওয়ার্নকে গতকাল থাইল্যান্ডের নিজের ভিলায় অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ৷ চিকিৎসকদের শত চেষ্টাতেও তাঁর প্রাণ ফেরানো যায়নি ৷ মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন এই কিংবদন্তি লেগি ৷

আরও পড়ুন : Shane Warne : ক্রীড়া বিশ্বকে অবাক করে বাহান্নতেই 'আউট' ওয়ার্ন

তাঁর এই প্রয়াণে শোকপ্রকাশ করে একটি বিশেষ বার্তা পেশ করেছে ওয়ার্নের প্রথম এবং একমাত্র আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ৷ যেখানে ওয়ার্নের সম্মানে বলা হয়েছে, ‘‘শেন ওয়ার্ন ৷ যে নামটা ম্যাজিকে বিশ্বাস করে ৷ আমাদের প্রথম রয়্যাল; একজন ব্যক্তি যিনি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছেন যে, অসম্ভব শব্দটা কেবলমাত্র একটা ধারণা ৷ একজন নেতা যিনি হাঁটতেন হাঁটার জন্য, কথা বলতেন বলার জন্য, এবং তারই মধ্যে আন্ডারডগসদের চ্যাম্পিয়ন করেছিলেন ৷ একজন মেন্টর যিনি যা কিছু ছুঁতেন, তাই সোনা হয়ে যেত ৷’’

আরও পড়ুন : Shane Warne Passes Away : বিদায় ওয়ার্ন, কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব

ওয়ার্নির মতো ব্যক্তিত্বকে ব্যাখ্যা করা, হয়তো এই কটা শব্দে সম্ভব নয় ৷ তাই আইপিএল’র রয়্যাল ফ্র্যাঞ্চাইজি তাদের ট্রফি জয়ী অধিনায়কের স্মরণে জানিয়েছে, ‘‘এই মুহূর্তে আমরা কী অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ৷ কিন্তু, যেটা আমরা জানি, আজ বিশ্ব অনেক গরীব হয়ে গেল, তাঁর হাসি, তেজ এবং তাঁর ব্যবহারের অভাবে ৷ তাঁর জীবনধারণের শর্তই ছিল, জীবনের সবটুকু দিয়ে বাঁচা ৷ বিশ্বের লক্ষ লক্ষ ক্রিকেট ভক্তদের মতো আমাদেরও আজ হৃদয় ভেঙে গিয়েছে ৷’’

সবশেষে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির তরফে দেওয়া বার্তায় ওয়ার্নের আত্মার শান্তি কামনায় লেখা হয়েছে, ‘‘ওয়ার্নি, তুমি আজীবন আমাদের অধিনায়ক, নেতা, রয়্যাল থাকবে ৷ শান্তিতে বিশ্রাম নাও, মহারথী ৷’’

প্রসঙ্গত, 2008 আইপিএল’র আগে প্রথম নিলামে যখন লেগ স্পিনারদের বিভাগে দর হাঁকা শুরু হয়, তখন ওয়ার্নের পিছনে 4 লক্ষ 50 হাজার মার্কিন ডলার খরচ করে তাঁকে দলে নেয় রাজস্থান ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ ৷ তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম অধিনায়ক এবং কোচ ছিলেন শেন ৷ কাইফ শেন ওয়ার্নের প্রয়াণে শোকপ্রকাশ করে জানান, ‘‘আমার প্রথম আইপিএল অধিনায়ক, ওয়ার্ন আপনাকে মিরাকেলে বিশ্বাস করতে শেখাবে ৷ তিনি রাজস্থানের রূপকথা লিখেছেন ৷ শান্তিতে বিশ্রাম নাও কিংবদন্তি ৷’’

আরও পড়ুন : Shane Warne Death : ক্রিকেট এক বর্ণময় লড়াকু চরিত্র হারাল, প্রতিক্রিয়া মদনলাল-সম্বরণের

1992 সালে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক ৷ এর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে ক্রিকেটে অভিষেক ৷ 1999 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে 4 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছিলেন ৷ 15 বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অনেক পালক তাঁর মুকুটে জুড়েছে ৷ তেমনি অন্ধকার অধ্যায় দেখতে হয়েছে তাঁকে ৷ দক্ষিণ আফ্রিকায় 2003 বিশ্বকাপ শুরু মাঝেই দেশে ফিরতে হয় শেন ওয়ার্নকে ৷ ডোপ করার অপরাধে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল ৷ সেখান থেকেও দারুণভাবে ফিরে এসেছিলেন ৷ এমনকি ব্যক্তিগত জীবনেও অনেক ওঠা পড়ার মধ্য দিয়ে গিয়েছেন শেন ৷ তবে, সেই সবকিছুকে পিছনে ফেলে দিয়েছে ক্রিকেট মাঠে তাঁর পারফর্মেন্স ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.