ETV Bharat / sports

রাহুল-গেইলদের দাপট, রোহিতদের হারিয়ে ঘুরে দাঁড়াল পঞ্জাব - মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল পঞ্জাব কিংস

এই নিয়ে পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখতে হল মুম্বইকে ৷ চেপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ৷ শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে একইভাবে হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ এবার শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগও চরম ব্যর্থ ৷

MI VS PBKS match
MI VS PBKS match
author img

By

Published : Apr 24, 2021, 7:02 AM IST

চেন্নাই, 24 এপ্রিল : দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা থেকে ঘুরে দাঁড়াল পঞ্জাব কিংস ৷ পরপর তিনটি ম্যাচ হেরে বিধ্বস্ত হয়ে পড়েছিল পঞ্জাব ৷ পয়েন্ট টেবিলের শেষের দিকে ঠাঁই হয়েছিল তাদের ৷ ফলে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়টা তাদের ভীষণ প্রয়োজন ছিল ৷ অধিনায়ক লোকেশ রাহুল ও ক্রিস গেইলের দাপুটে ব্যাটিংয়ে রোহিত শর্মাদের 9 উইকেটে হারাল পঞ্জাব ৷ এই জয়ে লোকেশ রাহুলের দল এক লাফে পাঁচ নম্বরে উঠে এল ৷

এই নিয়ে পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখতে হল মুম্বইকে ৷ চেপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ৷ শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে একইভাবে হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ এবার শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগও চরম ব্যর্থ ৷ অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ছাড়া কাউকে চোখে পড়ল না ৷ ওপেনার কুইন্টন ডি ককের সময়টা ভাল যাচ্ছে না ৷ ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে ফেরেন ডি কক (7) ৷ রোহিত একপ্রান্ত ধরে লড়াই চালালেও অপরপ্রান্ত থেকে সহযোগিতা করার মতো কাউকে পেলেন না ৷ কিছুটা চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব (33) ৷ রোহিত শর্মা 52 বলে 63 রানের সুবাদে 131 রান খাড়া করে মুম্বই ৷

আরও পড়ুন : মরু জয় না নাইট বধ, সব নজর মুম্বইয়ে

এই স্বল্প রান তাড়া করতে নেমে পঞ্জাবকে বিশেষ কসরত করতে হয়নি ৷ দলীয় 53 রানের মাথায় ময়ঙ্ক আগরওয়ালের (25) উইকেট হারায় পঞ্জাব ৷ যদিও তাতে ক্ষতি কিছু হয়নি ৷ বাকি কাজটা উতরে দেন অধিনায়ক লোকেশ রাহুল ও ক্রিস গেইল ৷ হারের হ্যাটট্রিকের পর পঞ্জাবকে জিতিয়েই মাঠ ছাড়েন তাঁরা ৷ রাহুল খেললেন 52 বলে অপরাজিত 60 রানের ইনিংস ৷ 35 বলে অপরাজিত 43 রানের ইনিংস এল গেইলের ব্যাট থেকে ৷ 1 উইকেট হারিয়ে 17.4 ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় পঞ্জাব কিংস ৷

চেন্নাই, 24 এপ্রিল : দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা থেকে ঘুরে দাঁড়াল পঞ্জাব কিংস ৷ পরপর তিনটি ম্যাচ হেরে বিধ্বস্ত হয়ে পড়েছিল পঞ্জাব ৷ পয়েন্ট টেবিলের শেষের দিকে ঠাঁই হয়েছিল তাদের ৷ ফলে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়টা তাদের ভীষণ প্রয়োজন ছিল ৷ অধিনায়ক লোকেশ রাহুল ও ক্রিস গেইলের দাপুটে ব্যাটিংয়ে রোহিত শর্মাদের 9 উইকেটে হারাল পঞ্জাব ৷ এই জয়ে লোকেশ রাহুলের দল এক লাফে পাঁচ নম্বরে উঠে এল ৷

এই নিয়ে পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখতে হল মুম্বইকে ৷ চেপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ৷ শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে একইভাবে হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ এবার শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগও চরম ব্যর্থ ৷ অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ছাড়া কাউকে চোখে পড়ল না ৷ ওপেনার কুইন্টন ডি ককের সময়টা ভাল যাচ্ছে না ৷ ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে ফেরেন ডি কক (7) ৷ রোহিত একপ্রান্ত ধরে লড়াই চালালেও অপরপ্রান্ত থেকে সহযোগিতা করার মতো কাউকে পেলেন না ৷ কিছুটা চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব (33) ৷ রোহিত শর্মা 52 বলে 63 রানের সুবাদে 131 রান খাড়া করে মুম্বই ৷

আরও পড়ুন : মরু জয় না নাইট বধ, সব নজর মুম্বইয়ে

এই স্বল্প রান তাড়া করতে নেমে পঞ্জাবকে বিশেষ কসরত করতে হয়নি ৷ দলীয় 53 রানের মাথায় ময়ঙ্ক আগরওয়ালের (25) উইকেট হারায় পঞ্জাব ৷ যদিও তাতে ক্ষতি কিছু হয়নি ৷ বাকি কাজটা উতরে দেন অধিনায়ক লোকেশ রাহুল ও ক্রিস গেইল ৷ হারের হ্যাটট্রিকের পর পঞ্জাবকে জিতিয়েই মাঠ ছাড়েন তাঁরা ৷ রাহুল খেললেন 52 বলে অপরাজিত 60 রানের ইনিংস ৷ 35 বলে অপরাজিত 43 রানের ইনিংস এল গেইলের ব্যাট থেকে ৷ 1 উইকেট হারিয়ে 17.4 ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় পঞ্জাব কিংস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.