ETV Bharat / sports

IPL 2021 CSK vs RCB : ফের হার আরসিবির, 6 উইকেটে বিরাট-বধ করে শীর্ষে ধোনিরা

2021 আইপিএলের দ্বিতীয় পর্বে এটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টানা দ্বিতীয় হার ৷ অন্যদিকে মরুদেশে চেন্নাই সুপার কিংসের এটা টানা দ্বিতীয় জয় ৷

ipl 2021
ipl 2021
author img

By

Published : Sep 25, 2021, 7:15 AM IST

শারজা, 25 সেপ্টেম্বর : ক্যাপ্টেন কোহলি রানে ফিরলেন ৷ স্বস্তি ফিরল তাঁর অনুরাগীদের মনে ৷ কিন্তু বিরাট কোহলি রানে ফিরলেও মরুদেশে এখনও জয়ের মুখ দেখল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর শুক্রবার শারজার মাঠে মহেন্দ্র সিং ধোনির সিএসকে-র বিরুদ্ধে 6 উইকেটে হারল আরসিবি ৷ অন্যদিকে টানা দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল চেন্নাই সুপার কিংস ৷

আইপিএলের প্রথম পর্বে ব্যাঙ্গালোরের পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল, অতীতের সব গ্লানি এবার হয়তো মুছে যাবে ৷ অনুরাগীরাও সেই আশায় বুক বেঁধেছিলেন ৷ তারপর করোনার হানায় টুর্নামেন্ট বন্ধ হয়ে যায় ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতেই যেন পুরানো আরসিবিকে ফিরে এসেছে ৷ কেকেআরের বিরুদ্ধে মাত্র 92 রানে অল আউট হয়ে গিয়েছিল তারা ৷ তবে শুক্রবার সেই ব্যর্থতা ভুলে প্রথমে ব্যাট করে 156 রান তোলে কোহলির দল ৷

দেবদত্ত পারিক্কলকে নিয়ে শুরুটা দারুণ করেছিলেন বিরাট ৷ দুজনের ব্যাট থেকেই আসে অর্ধশতরান ৷ বিরাট 41 বলে 53 রানের ইনিংস খেলেন ৷ 5টি চার ও 3টি ছয়ের সাহায্যে 50 বলে 60 রান করেন পারিক্কল ৷ 111 রানে প্রথম উইকেট হারায় আরসিবি ৷ কিন্তু এই দুজন ফিরতেই ব্যাঙ্গালোরের ইনিংসে ধস নামে ৷ 140 রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দ্রুত চার উইকেট হারায় আরসিবি ৷ বড় স্কোর গড়ার যে ইঙ্গিত কোহলিরা দিচ্ছিলেন তাতে জোর ধাক্কা দেয় সিএসকের বোলাররা ৷ 10 থেকে 15 ওভারের মধ্যে চেন্নাইয়ের বোলাররা মাত্র 28 রান খরচ করেছে ৷ শেষ পাঁচ ওভারে ব্যাঙ্গালোর স্কোরবোর্ডে মাত্র 38 রান যোগ করে ৷

আরও পড়ুন : KKR Captain: 'মুম্বই বধ' করেও বড় অঙ্কের জরিমানা গুনতে হল নাইটদের

জবাবে চার উইকেট খুইয়ে 11 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ধোনি ব্রিগেড ৷ দারুণ ফর্মে থাকা সিএসকে ওপেনার রুতুরাজ গায়কোয়াড় 26 বলে 38 রান করেন ৷ ফাফ ডুপ্লেসির অবদান 26 বলে 31 রান ৷ তিন ও চার নম্বরে ব্যাট করতে আসা মইন আলি ও অম্বাতি রায়ড়ু যথাক্রমে 23 এবং 32 রান করেন ৷ সবশেষে সুরেশ রায়না ও ধোনি মিলে চেন্নাইয়ের জয় সুনিশ্চিত করেন ৷ 10 বলে অপরাজিত 17 রানের ইনিংসে দুটি পেল্লাই ছক্কা হাঁকান রায়না ৷ 9 বলে 11 রানের ইনিংসে ধোনির ব্যাট থেকেও দু দুটো ওভার বাউন্ডারি এসেছে ৷

পয়েন্ট টেবিল

কোহলিদের হারিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে চেন্নাই সুপার কিংস ৷ 9 ম্যাচে 7টিতে জয় ও দুটি ম্যাচ হেরে তাদের পয়েন্ট 14 ৷ দ্বিতীয় স্থানে থাকা দিল্লির পয়েন্ট একই হলেও নেট রান রেটে এগিয়ে ধোনিরা ৷ আরসিবির অবস্থান তৃতীয় নম্বরে ৷ 9টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় ও 4টি ম্যাচে হেরেছেন কোহলিরা ৷

শারজা, 25 সেপ্টেম্বর : ক্যাপ্টেন কোহলি রানে ফিরলেন ৷ স্বস্তি ফিরল তাঁর অনুরাগীদের মনে ৷ কিন্তু বিরাট কোহলি রানে ফিরলেও মরুদেশে এখনও জয়ের মুখ দেখল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর শুক্রবার শারজার মাঠে মহেন্দ্র সিং ধোনির সিএসকে-র বিরুদ্ধে 6 উইকেটে হারল আরসিবি ৷ অন্যদিকে টানা দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল চেন্নাই সুপার কিংস ৷

আইপিএলের প্রথম পর্বে ব্যাঙ্গালোরের পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল, অতীতের সব গ্লানি এবার হয়তো মুছে যাবে ৷ অনুরাগীরাও সেই আশায় বুক বেঁধেছিলেন ৷ তারপর করোনার হানায় টুর্নামেন্ট বন্ধ হয়ে যায় ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতেই যেন পুরানো আরসিবিকে ফিরে এসেছে ৷ কেকেআরের বিরুদ্ধে মাত্র 92 রানে অল আউট হয়ে গিয়েছিল তারা ৷ তবে শুক্রবার সেই ব্যর্থতা ভুলে প্রথমে ব্যাট করে 156 রান তোলে কোহলির দল ৷

দেবদত্ত পারিক্কলকে নিয়ে শুরুটা দারুণ করেছিলেন বিরাট ৷ দুজনের ব্যাট থেকেই আসে অর্ধশতরান ৷ বিরাট 41 বলে 53 রানের ইনিংস খেলেন ৷ 5টি চার ও 3টি ছয়ের সাহায্যে 50 বলে 60 রান করেন পারিক্কল ৷ 111 রানে প্রথম উইকেট হারায় আরসিবি ৷ কিন্তু এই দুজন ফিরতেই ব্যাঙ্গালোরের ইনিংসে ধস নামে ৷ 140 রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দ্রুত চার উইকেট হারায় আরসিবি ৷ বড় স্কোর গড়ার যে ইঙ্গিত কোহলিরা দিচ্ছিলেন তাতে জোর ধাক্কা দেয় সিএসকের বোলাররা ৷ 10 থেকে 15 ওভারের মধ্যে চেন্নাইয়ের বোলাররা মাত্র 28 রান খরচ করেছে ৷ শেষ পাঁচ ওভারে ব্যাঙ্গালোর স্কোরবোর্ডে মাত্র 38 রান যোগ করে ৷

আরও পড়ুন : KKR Captain: 'মুম্বই বধ' করেও বড় অঙ্কের জরিমানা গুনতে হল নাইটদের

জবাবে চার উইকেট খুইয়ে 11 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ধোনি ব্রিগেড ৷ দারুণ ফর্মে থাকা সিএসকে ওপেনার রুতুরাজ গায়কোয়াড় 26 বলে 38 রান করেন ৷ ফাফ ডুপ্লেসির অবদান 26 বলে 31 রান ৷ তিন ও চার নম্বরে ব্যাট করতে আসা মইন আলি ও অম্বাতি রায়ড়ু যথাক্রমে 23 এবং 32 রান করেন ৷ সবশেষে সুরেশ রায়না ও ধোনি মিলে চেন্নাইয়ের জয় সুনিশ্চিত করেন ৷ 10 বলে অপরাজিত 17 রানের ইনিংসে দুটি পেল্লাই ছক্কা হাঁকান রায়না ৷ 9 বলে 11 রানের ইনিংসে ধোনির ব্যাট থেকেও দু দুটো ওভার বাউন্ডারি এসেছে ৷

পয়েন্ট টেবিল

কোহলিদের হারিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে চেন্নাই সুপার কিংস ৷ 9 ম্যাচে 7টিতে জয় ও দুটি ম্যাচ হেরে তাদের পয়েন্ট 14 ৷ দ্বিতীয় স্থানে থাকা দিল্লির পয়েন্ট একই হলেও নেট রান রেটে এগিয়ে ধোনিরা ৷ আরসিবির অবস্থান তৃতীয় নম্বরে ৷ 9টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় ও 4টি ম্যাচে হেরেছেন কোহলিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.