দুবাই, 21 সেপ্টেম্বর : অভিষেকেই বাজিমাত ৷ কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে গতকাল আইপিএলের জগতে প্রবেশ করেছেন 26 বছরের বাঁহাতি ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ৷ আবির্ভাবেই চমকে দিয়েছেন তিনি ৷ শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে নাইটদের জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার ৷ খেলেন 41 রানের ইনিংস ৷ প্রথম ম্যাচেই আইয়ারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুগ্ধ নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ বললেন, আইয়ারের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে কেকেআরের মনোভাব ফুটে উঠেছে ৷
সোমবার বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে মাত্র 92 রানে গুটিয়ে দিয়েছিল কেকেআর ৷ স্বল্প লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভয়ডরহীন ব্যাটিং করেছেন দুই নাইট ওপেনার শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ার ৷ পাওয়ার প্লে-তে কোনও উইকেট না-হারিয়ে 56 রান যোগ করে কেকেআরকে জয়ের পথে এগিয়ে দেন দুই ওপেনার ৷ পাওয়ার প্লের পরও নাইট ওপেনারদের আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত থাকে ৷ দশম ওভারে প্রথম উইকেট হারায় কেকেআর ৷ তুলে মারতে গিয়ে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসেন গিল ৷ 34 বলে একটি ছয় ও হাফ-ডজন বাউন্ডারির সাহায্যে 48 রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হন তিনি ৷ তবে 27 বলে সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা-সহ 41 রানের অপরাজিত ইনিংস খেলে নাইটদের জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার ৷
আরও পড়ুন : KKR Win : কোহলিদের পর্যুদস্ত করে 'বিরাট' জয় নাইটদের
ম্যাচের পর দলের নতুন সদস্যটির প্রশংসা করে মরগ্যান বলেছেন, "ভেঙ্কি যেভাবে খেলেছে তা এককথায় অসাধারণ ৷ এই ব্র্যান্ড অব ক্রিকেটই আমরা খেলতে চাই ৷ ভেঙ্কিকে আগ্রাসী দেখালেও পুরো ইনিংস জুড়ে ওর দারুণ নিয়ন্ত্রণ ছিল ৷ শুভমন গিলের সঙ্গে ওর ওপেনিং পার্টনারশিপ দেখার মতো ছিল ৷ আমাদের গ্রুপে প্রচুর প্রতিভা রয়েছে ৷ ব্রেন্ডন ম্যাককুলামের মতোই আগ্রাসী মনোভাব নিয়ে আমরা খেলতে চাই ৷"