ETV Bharat / sports

সমালোচকদের জবাব বিরাট ব্যাটে, কোহলি আছেন কোহলিতেই - IPL

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুপার ওভারে দল ম্যাচ জিতলেও তিনি করেছিলেন মাত্র 3 রান ৷ তখনও কেউ জানত না পরের ম্যাচেই বাউন্স ব্যাক করবেন বিরাট ৷ রাজস্থান রয়্যালসকে দিয়ে শুরু ৷ 53 বলে 72 রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ৷ তারপরের ম্যাচ দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে করলেন 43 রান ৷

বিরাট কোহলি
বিরাট কোহলি
author img

By

Published : Oct 10, 2020, 10:18 PM IST

দুবাই, 10 অক্টোবর : কোরোনা সংক্রমণের কারণে IPL আরব আমিরশাহিতে শুরু হওয়ার পর থেকেই ফর্মে ছিলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি ৷ বিরাটকে নিয়ে সব মহল থেকে শুরু হয় সমালোচনা ৷ প্রাক্তন ক্রিকেটাররা থেকে সাধারণ ক্রিকেট ভক্ত সবাই সমালোচনার তিরে বিদ্ধ করেন ভারত অধিনায়ককে ৷ কিন্তু তিনি ছিলেন সময়ের অপেক্ষায় ৷ নিজের দিনে প্রতিপক্ষকে একার হাতেই শেষ করে দিতে পারেন তিনি ৷ এই বিশ্বাসটা নিজের থেকে হারাতে দেননি ৷ আর আজ যেন সমালোচকদের জবাব দিলেন তিনি ৷

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুপার ওভারে দল ম্যাচ জিতলেও তিনি করেছিলেন মাত্র 3 রান ৷ তখনও কেউ জানত না পরের ম্যাচেই বাউন্স ব্যাক করবেন বিরাট ৷ রাজস্থান রয়্যালসকে দিয়ে শুরু ৷ 53 বলে 72 রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ৷ তারপরের ম্যাচ দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে করলেন 43 রান ৷ আর আজ খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন ৷ 52 বলে খেললেন 90 রানের ইনিংস ৷

আরও পড়ুন :- গাভাসকর ও অনুষ্কা বিতর্ক : সোশাল মিডিয়া প্রহসনের ফল

অথচ তাঁকেই সহ্য করতে হয়েছে কত সমালোচনা ৷ এমনকি ব্যাটিং ব্যর্থতার জন্য তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা তুলেও তাঁকে কটাক্ষ করেন সুনীল গাভসকরের মতো প্রাক্তন ৷ স্ত্রী অনুষ্কা প্রতিবাদে মুখ খুলেছিলেন ৷ কিন্তু তাঁর মুখ থেকে একটি কথাও বেরোয়নি ৷ শুধু সময়ের অপেক্ষা করছিলেন ৷ আর তাঁর জবাব দেওয়ার জন্য সেই প্রিয় ক্রিকেট মাঠকেই বেছে নিলেন বিরাট ৷ পরপর তিন ম্যাচে দলের সর্বোচ্চ রান কিন্তু তিনিই করেছেন ৷ রাজস্থানের বিরুদ্ধে করেছিলেন 72 রান ৷ দিল্লির বিরুদ্ধে তাঁর সংগ্রহ 43 রান ৷ আর আজ চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি করলেন 90 রান ৷ বুঝিয়ে দিলেন মাঠ, পরিবেশ ও পরিস্থিতি যাই হোক না কেন, বর্তমান ক্রিকেটে তিনিই সেরা ৷

দুবাই, 10 অক্টোবর : কোরোনা সংক্রমণের কারণে IPL আরব আমিরশাহিতে শুরু হওয়ার পর থেকেই ফর্মে ছিলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি ৷ বিরাটকে নিয়ে সব মহল থেকে শুরু হয় সমালোচনা ৷ প্রাক্তন ক্রিকেটাররা থেকে সাধারণ ক্রিকেট ভক্ত সবাই সমালোচনার তিরে বিদ্ধ করেন ভারত অধিনায়ককে ৷ কিন্তু তিনি ছিলেন সময়ের অপেক্ষায় ৷ নিজের দিনে প্রতিপক্ষকে একার হাতেই শেষ করে দিতে পারেন তিনি ৷ এই বিশ্বাসটা নিজের থেকে হারাতে দেননি ৷ আর আজ যেন সমালোচকদের জবাব দিলেন তিনি ৷

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুপার ওভারে দল ম্যাচ জিতলেও তিনি করেছিলেন মাত্র 3 রান ৷ তখনও কেউ জানত না পরের ম্যাচেই বাউন্স ব্যাক করবেন বিরাট ৷ রাজস্থান রয়্যালসকে দিয়ে শুরু ৷ 53 বলে 72 রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ৷ তারপরের ম্যাচ দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে করলেন 43 রান ৷ আর আজ খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন ৷ 52 বলে খেললেন 90 রানের ইনিংস ৷

আরও পড়ুন :- গাভাসকর ও অনুষ্কা বিতর্ক : সোশাল মিডিয়া প্রহসনের ফল

অথচ তাঁকেই সহ্য করতে হয়েছে কত সমালোচনা ৷ এমনকি ব্যাটিং ব্যর্থতার জন্য তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা তুলেও তাঁকে কটাক্ষ করেন সুনীল গাভসকরের মতো প্রাক্তন ৷ স্ত্রী অনুষ্কা প্রতিবাদে মুখ খুলেছিলেন ৷ কিন্তু তাঁর মুখ থেকে একটি কথাও বেরোয়নি ৷ শুধু সময়ের অপেক্ষা করছিলেন ৷ আর তাঁর জবাব দেওয়ার জন্য সেই প্রিয় ক্রিকেট মাঠকেই বেছে নিলেন বিরাট ৷ পরপর তিন ম্যাচে দলের সর্বোচ্চ রান কিন্তু তিনিই করেছেন ৷ রাজস্থানের বিরুদ্ধে করেছিলেন 72 রান ৷ দিল্লির বিরুদ্ধে তাঁর সংগ্রহ 43 রান ৷ আর আজ চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি করলেন 90 রান ৷ বুঝিয়ে দিলেন মাঠ, পরিবেশ ও পরিস্থিতি যাই হোক না কেন, বর্তমান ক্রিকেটে তিনিই সেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.