ETV Bharat / sports

IPL-এ সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ধোনির, শুভেচ্ছা রায়নার - আইপিএল 2020 খবর

টুইট করে ধোনিকে অভিনন্দন জানান রায়না ৷ লেখেন, ‘‘ IPL-এ সর্বাধিক ম্যাচ খেলার জন্য অভিনন্দন মাহি ভাই ৷ তুমি আমার রেকর্ড ভেঙেছো দেখে সব থেকে খুশি হয়েছি ৷ ম্যাচের জন্য শুভকামনা রইল ৷ আমি আশাবাদী চেন্নাই সুপার কিংস এই বছরও টুর্নামেন্ট জিতবে ৷’’

suresh raina and MS dhoni
suresh raina and MS dhoni
author img

By

Published : Oct 3, 2020, 7:00 PM IST

দুবাই, 3 অক্টোবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আর তাঁর এই নজিরের জন্য ধোনিকে অভিনন্দন জানালেন সুরেশ রায়না ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই IPL-এ রায়নার 193 টি ম্যাচের রেকর্ড ভাঙেন ধোনি ৷ বর্তমানে তিনি সর্বাধিক 194 ম্যাচ খেলেছেন ৷

টুইট করে ধোনিকে অভিনন্দন জানান রায়না ৷ লেখেন, ‘‘ IPL-এ সর্বাধিক ম্যাচ খেলার জন্য অভিনন্দন মাহি ভাই ৷ তুমি আমার রেকর্ড ভেঙেছো দেখে সবথেকে খুশি হয়েছি ৷ ম্যাচের জন্য শুভকামনা রইল ৷ আমি আশাবাদী চেন্নাই সুপার কিংস এই বছরও টুর্নামেন্ট জিতবে ৷’’

যদিও রায়নার শুভকামনা কাজে এল না চেন্নাই সুপার কিংসের ৷ ডেভিড ওয়ার্নারের সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে 7 রানে ম্যাচ হারে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ৷ একই সঙ্গে এই মরশুমে টানা তিনটি ম্যাচ হারল তারা ৷

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 165 রান তাড়া করতে নেমে অত্যাধিক গরমে ধোনিকে বিধ্বস্ত দেখায় ৷ কিন্তু তিনি খেলা চালিয়ে যান এবং দলকে 20 ওভারে 157 রানে পৌঁছাতে সাহায্য় করেন ৷

পেসার এস শ্রীশন্ত ধোনির প্রশংসা করেন ৷ টুইটে তিনি লেখেন, ‘‘ এম এস ধোনি ভাই তোমাকে ধন্যবাদ ৷ এই গরমে 20 ওভার ফিল্ডিং করার পরও উইকেটের মধ্যে এত দ্রুত দৌড়ানো... তোমার জন্য শ্রদ্ধা রইল ... আমরা এটাকেই বলি কঠিন সময়ে হার না মানা ৷ দলের জন্য সবকিছু করা ৷ ’’

IPL-এ সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা আছেন তৃতীয় স্থানে ৷ বর্তমানে তিনি 192 টি ম্যাচ খেলেছেন ৷ তার পরেই 185 ম্যাচ খেলে আছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক ৷ ও 180টি ম্যাচ খেলে 5 নম্বরে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

দুবাই, 3 অক্টোবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আর তাঁর এই নজিরের জন্য ধোনিকে অভিনন্দন জানালেন সুরেশ রায়না ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই IPL-এ রায়নার 193 টি ম্যাচের রেকর্ড ভাঙেন ধোনি ৷ বর্তমানে তিনি সর্বাধিক 194 ম্যাচ খেলেছেন ৷

টুইট করে ধোনিকে অভিনন্দন জানান রায়না ৷ লেখেন, ‘‘ IPL-এ সর্বাধিক ম্যাচ খেলার জন্য অভিনন্দন মাহি ভাই ৷ তুমি আমার রেকর্ড ভেঙেছো দেখে সবথেকে খুশি হয়েছি ৷ ম্যাচের জন্য শুভকামনা রইল ৷ আমি আশাবাদী চেন্নাই সুপার কিংস এই বছরও টুর্নামেন্ট জিতবে ৷’’

যদিও রায়নার শুভকামনা কাজে এল না চেন্নাই সুপার কিংসের ৷ ডেভিড ওয়ার্নারের সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে 7 রানে ম্যাচ হারে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ৷ একই সঙ্গে এই মরশুমে টানা তিনটি ম্যাচ হারল তারা ৷

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 165 রান তাড়া করতে নেমে অত্যাধিক গরমে ধোনিকে বিধ্বস্ত দেখায় ৷ কিন্তু তিনি খেলা চালিয়ে যান এবং দলকে 20 ওভারে 157 রানে পৌঁছাতে সাহায্য় করেন ৷

পেসার এস শ্রীশন্ত ধোনির প্রশংসা করেন ৷ টুইটে তিনি লেখেন, ‘‘ এম এস ধোনি ভাই তোমাকে ধন্যবাদ ৷ এই গরমে 20 ওভার ফিল্ডিং করার পরও উইকেটের মধ্যে এত দ্রুত দৌড়ানো... তোমার জন্য শ্রদ্ধা রইল ... আমরা এটাকেই বলি কঠিন সময়ে হার না মানা ৷ দলের জন্য সবকিছু করা ৷ ’’

IPL-এ সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা আছেন তৃতীয় স্থানে ৷ বর্তমানে তিনি 192 টি ম্যাচ খেলেছেন ৷ তার পরেই 185 ম্যাচ খেলে আছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক ৷ ও 180টি ম্যাচ খেলে 5 নম্বরে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.