আবু ধাবি, 28 অক্টোবর : জসপ্রীত বুমরার মুকুটে নতুন পালক ৷ বল হাতে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি ৷ টি-20 ক্রিকেটে অন্যতম সেরা বোলার বলা হয় তাঁকে ৷ বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফের এক মাইলস্টোন স্পর্শ করলেন বুমরা ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 100তম উইকেট তুলে নিলেন তিনি ৷
যেকোনও বোলারের কাছে 100 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উইকেট অবশ্যই স্পেশাল হয় ৷ তবে বুমরার কাছে 100 তম উইকেটটি আরও স্পেশাল ৷ কারণ IPL-এ তাঁর 100 তম শিকার বিরাট কোহলি ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 15 তম বোলার হিসেবে 100টি উইকেট নিলেন তিনি ৷ একই সঙ্গে টি-20 ক্রিকেটে 200টি উইকেট নেওয়ারও কৃতিত্ব অর্জন করলেন ৷ ষষ্ঠ ভারতীয় হিসেবে টি-20 ক্রিকেটে নিলেন 200টি উইকেট ৷
তাঁর আগে যে ভারতীয় ক্রিকেটাররা টি-20 ক্রিকেটে 200 বা তার বেশি উইকেট নিয়েছেন তাঁরা হলেন পীযূষ চাওলা(257 উইকেট), অমিত মিশ্র(256 উইকেট), রবিচন্দ্রন অশ্বিন(242 উইকেট), হরভজন সিং(235), যুজবেন্দ্র চহাল(205 উইকেট) ।
সেই দিক থেকে দেখতে গেলে প্রথম ভারতীয় পেস বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন বুমরা ৷ মাত্র দুই সপ্তাহ আগে এই কৃতিত্ব করে দেখিয়েছেন যুজবেন্দ্র চহাল ৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ময়ঙ্ক আগরওয়ালের উইকেট নিয়ে তিনি 200 উইকেট স্পর্শ করেন ৷
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্মে আছেন জসপ্রীত বুমরা ৷ 11 ম্যাচে 18টি উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে আছেন ৷