ETV Bharat / sports

IPL-এর চলতি মরশুমে ব্যাটসম্যানদের ব্যক্তিগত মাইলফলক

IPL-এ এমএস ধোনির সর্বমোট রান সংখ্যা 4476 । সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় তাঁর স্থান সপ্তম । প্রথমে রয়েছে বিরাট কোহলি(5427 রান), দ্বিতীয় সুরেশ রায়না(5368 রান), তৃতীয় রোহিত শর্মা(4990 রান), চতুর্থ ডেভিড ওয়ার্নার(4712 রান), পঞ্চম শিখর ধাওয়ান(4614), ষষ্ঠ ক্রিস গেইল(4484 রান) ।

MS DHONI
MS DHONI
author img

By

Published : Sep 27, 2020, 9:53 PM IST

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর : গত শুক্রবার দিল্লি ক্যাপিটেলসের বিরুদ্ধে 64 রান করে টি20 ক্রিকেটে হাজার রানের গণ্ডি পার করলেন পৃথ্বী শ । খেলার শেষে তাঁর সর্বমোট রান সংখ্যা দাঁড়াল 1041 । সবচেয়ে ছোট ফরম্যাটের খেলায় এটি তাঁর নবম অর্ধশত রান । IPL-এ পঞ্চম । IPL-এ তাঁর মোট রান সংখ্যা 667 ।

এদিকে অর্থসমৃদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট লিগে 43 রানের ইনিংস খেলে 2000 রান সম্পূর্ণ করলেন ফ্যাফ ডু প্লেসিস । IPL-এ তাঁর মোট রান সংখ্যা 2026 । এর ফলে তিনি হলেন IPL-এ 2000 রান সম্পূর্ণ করা 33তম ব্যাটসম্যান এবং 13তম বিদেশি ব্যাটসম্যান । ডু প্লেসিস IPL-এ 74টি ম্যাচ খেলেছেন । 67টি ইনিংস খেলে তিনি 2026 রান করেছেন তার মধ্যে ছয় বার নটআউট থেকেছেন । তিনি দুবার রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন । তাঁর সর্বোচ্চ 96 রান 2019-এর 5 মে মোহালিতে চেন্নাইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে করেন তিনি । তাঁর ঝুলিতে 14টি অর্ধশতরান রয়েছে । তিনি 174টি চার ও 66টি ছয় হাঁকিয়েছেন । তিনি IPL-এ দুটি দল পুনে ও চেন্নাইয়ের হয়ে খেলেন । তাঁর 2026 রান ভেঙে দেখলে দেখা যাবে চেন্নাইয়ের হয়ে 66টি ম্যাচ খেলে 1812 রান করেছেন । 214 রান করেছেন রাইজ়িং পুনে সুপারজায়েন্টসের হয়ে আটটি ম্যাচ খেলে ।

এমএস ধোনি তাঁকে দুবার আউট করেছেন । একবার ক্যাচ ও একবার স্টাম্প করে । এই নিয়ে ধোনি IPL-এ মোট 137টি আউট করেছেন । যার মধ্যে 98টি ক্যাচ ও 39 টি স্টাম্প আছে । 100টি ক্যাচের গণ্ডি পেরোতে ধোনির আর দুটি ক্যাচের প্রয়োজন, তাহলেই হয়ে যাবেন 100টি ক্যাচ নেওয়া দ্বিতীয়তম উইকেটকিপার । এর আগে দিনেশ কার্তিক 101টি ক্যাচ নিয়ে 100টি ক্যাচ নেওয়া একমাত্র উইকেটকিপার হয়ে আছেন । 40টি স্টাম্প করতে ধোনির আর একটি স্টাম্প প্রয়োজন তাহলেই হয়ে যাবেন IPL-এ 40টি স্টাম্প করার একমাত্র উইকেটকিপার ।

IPL-এর চলতি মরশুমে ডু প্লেসিস 2000 রান সম্পূর্ণ করার দ্বিতীয়তম ব্যাটসম্যান । এর আগে 24 সেপ্টেম্বর বেঙ্গালুরুর বিরুদ্ধে 132 নট আউট থেকে কেএল রাহুল 2000 রান সম্পূর্ণ করেন । কেএল রাহল 6৯টি ম্যাচ খেলেছেন । তিনি 60টি ইনিংস খেলে 12 বার নটআউট থেকে 2026 রান করেন । তাঁর সর্বোচ্চ রান 132 নট আউট । তিনি একবার জ়িরো রানে আউট হয়েছিলেন । তাঁর ঝুলিতে 18টি অর্ধশতরান রয়েছে তাঁর মধ্যে দুটি শতরান । তিনি 192টি চার ও 89টি ছয় হাঁকিয়েছেন । তিনি পঞ্জাব, বেঙ্গলুরু ও সানরাইজ়ারস-এর খেলেছেন । দলের ভিত্তিতে তাঁর 2130 রান ভাঙলে দেখা যাবে, পঞ্জাবের হয়ে 30টি ম্যাচ খেলে 1405 রান, বেঙ্গালুরুর হয়ে 19টি ম্যাচ খেলে 417 রান ও সানরাইজ়ারস-এর হয়ে 20টি ম্যাচ খেলে 308 রান করেছেন ।

ধোনির শেষ ম্যাচের 15 রানে IPL-এ চেন্নাইয়ের হয়ে মোট রান সংখ্যা 3902 ।চেন্নাইয়ের হয়ে 4000রান সম্পূর্ণ করতে তাঁর আর 98 রান প্রয়োজন । IPL-এ এমএস ধোনির সর্বমোট রান সংখ্যা 4476 । সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় তাঁর স্থান সপ্তম । প্রথমে রয়েছে বিরাট কোহলি(5427 রান), দ্বিতীয় সুরেশ রায়না(5368 রান), তৃতীয় রোহিত শর্মা(4990 রান), চতুর্থ ডেভিড ওয়ার্নার(4712 রান), পঞ্চম শিখর ধাওয়ান(4614), ষষ্ঠ ক্রিস গেইল(4484 রান) ।

ধোনি 299টি চার মেরেছেন । 300-এর গণ্ডি পেরোলে তিনি 15তম ব্যাটসম্যান ও 11তম ভারতীয় ব্যাটসম্যান হবেন । শেষ ম্যাচে 35 রান করে শিখর ধাওয়ানের সর্বমোট রানসংখ্যা 4614 । এর ফলে তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন ।

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর : গত শুক্রবার দিল্লি ক্যাপিটেলসের বিরুদ্ধে 64 রান করে টি20 ক্রিকেটে হাজার রানের গণ্ডি পার করলেন পৃথ্বী শ । খেলার শেষে তাঁর সর্বমোট রান সংখ্যা দাঁড়াল 1041 । সবচেয়ে ছোট ফরম্যাটের খেলায় এটি তাঁর নবম অর্ধশত রান । IPL-এ পঞ্চম । IPL-এ তাঁর মোট রান সংখ্যা 667 ।

এদিকে অর্থসমৃদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট লিগে 43 রানের ইনিংস খেলে 2000 রান সম্পূর্ণ করলেন ফ্যাফ ডু প্লেসিস । IPL-এ তাঁর মোট রান সংখ্যা 2026 । এর ফলে তিনি হলেন IPL-এ 2000 রান সম্পূর্ণ করা 33তম ব্যাটসম্যান এবং 13তম বিদেশি ব্যাটসম্যান । ডু প্লেসিস IPL-এ 74টি ম্যাচ খেলেছেন । 67টি ইনিংস খেলে তিনি 2026 রান করেছেন তার মধ্যে ছয় বার নটআউট থেকেছেন । তিনি দুবার রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন । তাঁর সর্বোচ্চ 96 রান 2019-এর 5 মে মোহালিতে চেন্নাইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে করেন তিনি । তাঁর ঝুলিতে 14টি অর্ধশতরান রয়েছে । তিনি 174টি চার ও 66টি ছয় হাঁকিয়েছেন । তিনি IPL-এ দুটি দল পুনে ও চেন্নাইয়ের হয়ে খেলেন । তাঁর 2026 রান ভেঙে দেখলে দেখা যাবে চেন্নাইয়ের হয়ে 66টি ম্যাচ খেলে 1812 রান করেছেন । 214 রান করেছেন রাইজ়িং পুনে সুপারজায়েন্টসের হয়ে আটটি ম্যাচ খেলে ।

এমএস ধোনি তাঁকে দুবার আউট করেছেন । একবার ক্যাচ ও একবার স্টাম্প করে । এই নিয়ে ধোনি IPL-এ মোট 137টি আউট করেছেন । যার মধ্যে 98টি ক্যাচ ও 39 টি স্টাম্প আছে । 100টি ক্যাচের গণ্ডি পেরোতে ধোনির আর দুটি ক্যাচের প্রয়োজন, তাহলেই হয়ে যাবেন 100টি ক্যাচ নেওয়া দ্বিতীয়তম উইকেটকিপার । এর আগে দিনেশ কার্তিক 101টি ক্যাচ নিয়ে 100টি ক্যাচ নেওয়া একমাত্র উইকেটকিপার হয়ে আছেন । 40টি স্টাম্প করতে ধোনির আর একটি স্টাম্প প্রয়োজন তাহলেই হয়ে যাবেন IPL-এ 40টি স্টাম্প করার একমাত্র উইকেটকিপার ।

IPL-এর চলতি মরশুমে ডু প্লেসিস 2000 রান সম্পূর্ণ করার দ্বিতীয়তম ব্যাটসম্যান । এর আগে 24 সেপ্টেম্বর বেঙ্গালুরুর বিরুদ্ধে 132 নট আউট থেকে কেএল রাহুল 2000 রান সম্পূর্ণ করেন । কেএল রাহল 6৯টি ম্যাচ খেলেছেন । তিনি 60টি ইনিংস খেলে 12 বার নটআউট থেকে 2026 রান করেন । তাঁর সর্বোচ্চ রান 132 নট আউট । তিনি একবার জ়িরো রানে আউট হয়েছিলেন । তাঁর ঝুলিতে 18টি অর্ধশতরান রয়েছে তাঁর মধ্যে দুটি শতরান । তিনি 192টি চার ও 89টি ছয় হাঁকিয়েছেন । তিনি পঞ্জাব, বেঙ্গলুরু ও সানরাইজ়ারস-এর খেলেছেন । দলের ভিত্তিতে তাঁর 2130 রান ভাঙলে দেখা যাবে, পঞ্জাবের হয়ে 30টি ম্যাচ খেলে 1405 রান, বেঙ্গালুরুর হয়ে 19টি ম্যাচ খেলে 417 রান ও সানরাইজ়ারস-এর হয়ে 20টি ম্যাচ খেলে 308 রান করেছেন ।

ধোনির শেষ ম্যাচের 15 রানে IPL-এ চেন্নাইয়ের হয়ে মোট রান সংখ্যা 3902 ।চেন্নাইয়ের হয়ে 4000রান সম্পূর্ণ করতে তাঁর আর 98 রান প্রয়োজন । IPL-এ এমএস ধোনির সর্বমোট রান সংখ্যা 4476 । সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় তাঁর স্থান সপ্তম । প্রথমে রয়েছে বিরাট কোহলি(5427 রান), দ্বিতীয় সুরেশ রায়না(5368 রান), তৃতীয় রোহিত শর্মা(4990 রান), চতুর্থ ডেভিড ওয়ার্নার(4712 রান), পঞ্চম শিখর ধাওয়ান(4614), ষষ্ঠ ক্রিস গেইল(4484 রান) ।

ধোনি 299টি চার মেরেছেন । 300-এর গণ্ডি পেরোলে তিনি 15তম ব্যাটসম্যান ও 11তম ভারতীয় ব্যাটসম্যান হবেন । শেষ ম্যাচে 35 রান করে শিখর ধাওয়ানের সর্বমোট রানসংখ্যা 4614 । এর ফলে তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.