ETV Bharat / sports

IPL 2020: সামনে ধোনি-গম্ভীর-রোহিতরা, নতুন রেকর্ডের মুখে কোহলি - IPL 2020 news

প্রথম ম্যাচে যদি জয় তুলে নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাহলে অধিনায়ক হিসেবে IPL এ 50 তম ম্যাচ জিতবেন কোহলি ।

বিরাট কোহলি
বিরাট কোহলি
author img

By

Published : Sep 21, 2020, 4:18 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 21 সেপ্টেম্বর : মরুদেশে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 -র অভিযান শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে মরিয়া RCB অধিনায়ক বিরাট কোহলি । তিন বার ফাইনাল খেললেও ট্রফি জয় করা হয়নি বিরাট, ডি' ভিলিয়ার্সদের । তাই এবার সমালোচকদের মুখ বন্ধ করতে চান বিরাট । তবে এই ম্যাচে এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে RCB অধিনায়ক ।

প্রথম ম্যাচে যদি জয় তুলে নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাহলে অধিনায়ক হিসেবে IPL-এ 50তম ম্যাচ জিতবেন কোহলি । ম্যাচ জিতলে IPL এর ইতিহাসে চতুর্থ অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব করবেন বিরাট । এর আগে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি(101), কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (71) ও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার (60) এই রেকর্ড আছে ।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহ করার থেকে মাত্র 20 রান দূরে কোহলি । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সর্বাধিক রানের রেকর্ড শেন ওয়াটসনের । এছাড়া IPL-এ 200 ছক্কা মারার থেকে মাত্র 10টি ছক্কা দূরে আছেন কোহলি । তাঁর আগে মাত্র 3 জন ব্যাটসম্যানের এই কৃতিত্ব আছে । তাঁরা হলেন ক্রিস গেইল(326), এবি ডি' ভিলিয়ার্স (212) ও MS ধোনি (209) ।

দুবাই, 21 সেপ্টেম্বর : মরুদেশে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 -র অভিযান শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে মরিয়া RCB অধিনায়ক বিরাট কোহলি । তিন বার ফাইনাল খেললেও ট্রফি জয় করা হয়নি বিরাট, ডি' ভিলিয়ার্সদের । তাই এবার সমালোচকদের মুখ বন্ধ করতে চান বিরাট । তবে এই ম্যাচে এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে RCB অধিনায়ক ।

প্রথম ম্যাচে যদি জয় তুলে নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাহলে অধিনায়ক হিসেবে IPL-এ 50তম ম্যাচ জিতবেন কোহলি । ম্যাচ জিতলে IPL এর ইতিহাসে চতুর্থ অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব করবেন বিরাট । এর আগে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি(101), কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (71) ও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার (60) এই রেকর্ড আছে ।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহ করার থেকে মাত্র 20 রান দূরে কোহলি । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সর্বাধিক রানের রেকর্ড শেন ওয়াটসনের । এছাড়া IPL-এ 200 ছক্কা মারার থেকে মাত্র 10টি ছক্কা দূরে আছেন কোহলি । তাঁর আগে মাত্র 3 জন ব্যাটসম্যানের এই কৃতিত্ব আছে । তাঁরা হলেন ক্রিস গেইল(326), এবি ডি' ভিলিয়ার্স (212) ও MS ধোনি (209) ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.