ETV Bharat / sports

মণীশ-বিজয়ের ব্যাটে বড় জয় সানরাইজ়ার্স হায়দরাবাদের - আইপিএল 2020

9 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ আজকের ম্যাচ জিতে পাঁচ নম্বরে উঠে এল তারা ৷ আজ টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান SRH অধিনায়ক ৷ তার পরের কাজটা করলেন হায়দরাবাদ বোলাররা ৷ রাজস্থানকে আটকে রাখেন 154 রানে ৷

SRH vs RR
SRH vs RR
author img

By

Published : Oct 22, 2020, 11:05 PM IST

দুবাই, 22 অক্টোবর : শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় তুলে নিয়ে প্লে-অফে যাওয়ার আশা জাগিয়ে রেখেছিল রাজস্থান রয়্যালস ৷ কিন্তু আজ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে 8 উইকেটে হেরে কার্যত সেই আশায় জল ঢালল স্মিথ বাহিনী ৷ SRH-র জয়ের নায়ক মনীশ পাণ্ডে ৷

9 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ আজকের ম্যাচ জিতে পাঁচ নম্বরে উঠে এল তারা ৷ আজ টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান SRH অধিনায়ক ৷ তার পরের কাজটা করলেন হায়দরাবাদ বোলাররা ৷ রাজস্থানকে আটকে রাখেন 154 রানে ৷

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় সানরাইজ়ার্স ৷ জোফ্রে আর্চারের বলে বেন স্টোকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক ৷ করেন মাত্র 4 রান ৷ আর এক ওপেনার জনি বেয়ারস্ট্রো করেন 10 রান ৷ তিনিও জোফ্রে আর্চারের শিকার ৷

16 রানের মধ্যে দুই ওপেনারকে হারানোয় চাপে পড়ে যায় হায়দরাবাদ ৷ সেই অবস্থায় দলকে টেনে তোলেন মনীশ পাণ্ডে ও বিজয় শংকর ৷ দুজনের পার্টনারশিপে হায়দরাবাদকে জয়ের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে ৷ বিশেষ করে মণীশ পাণ্ডে ৷ অনেক দিন রান পাচ্ছিলেন না ৷ আজ করলেন অপরাজিত 83 রান ৷ অন্যদিকে তাঁকে যোগ্য সহায়তা করেন বিজয় শংকর ৷ তিনি করেন অপরাজিত 52 রান ৷ আর এই দু'জনের ব্যাটে ভর করেই ম্যাচ ঘরে তুলল হায়দরাবাদ ৷ রাজস্থানের হয়ে একমাত্র সফল জোফ্রে আর্চার ৷ 4 ওভারে 21 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন তিনি ৷

যদিও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হারার পর ভালো শুরু করে রাজস্থানের দুই ওপেনার রবিন উথাপ্পা ও বেন স্টোকস ৷ কিন্তু ব্যক্তিগত 19 রানে রান আউট হন রবিন ৷ কিন্তু অন্য প্রান্তে স্বমেজাজে ছিলেন বেন স্টোকস ৷ সঞ্জু স্যামসনকে নিয়ে ইনিংস গড়তে থাকেন তিনি ৷ দলের রান যখন 86 তখনই দুই সেট ব্যাটসম্যান সঞ্জু ও স্টোকস ফিরে যান ৷

26 বলে 36 রান করে জেসন হোল্ডারের বলে বোল্ড হন সঞ্জু স্যামসন ৷ পরের ওভারেই ফেরেন বেন স্টোকস ৷ রশিদ খানের বলে 30 রান করে ফেরেন তিনি ৷ দুই সেট ব্যাটসম্যান পরপর আউট হয়ে যাওয়ায় রানের গতি বাড়াতে পারেনি রাজস্থান ৷ আজ ব্যর্থ হন জস বাটলার ৷ করেন মাত্র 9 রান ৷ অধিনায়ক স্মিথের সংগ্রহ 19 রান ৷ কিছুটা চেষ্টা করেন রিয়ান পরাগ ৷ 12 বলে 20 রান করেন তিনি ৷ আর্চার করেন 7 বলে 16 রান ৷

হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং করেন জেসন হোল্ডার ৷ 33 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ বিজয় শংকর ও রশিদ খান নেন একটি করে উইকেট ৷

দুবাই, 22 অক্টোবর : শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় তুলে নিয়ে প্লে-অফে যাওয়ার আশা জাগিয়ে রেখেছিল রাজস্থান রয়্যালস ৷ কিন্তু আজ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে 8 উইকেটে হেরে কার্যত সেই আশায় জল ঢালল স্মিথ বাহিনী ৷ SRH-র জয়ের নায়ক মনীশ পাণ্ডে ৷

9 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ আজকের ম্যাচ জিতে পাঁচ নম্বরে উঠে এল তারা ৷ আজ টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান SRH অধিনায়ক ৷ তার পরের কাজটা করলেন হায়দরাবাদ বোলাররা ৷ রাজস্থানকে আটকে রাখেন 154 রানে ৷

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় সানরাইজ়ার্স ৷ জোফ্রে আর্চারের বলে বেন স্টোকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক ৷ করেন মাত্র 4 রান ৷ আর এক ওপেনার জনি বেয়ারস্ট্রো করেন 10 রান ৷ তিনিও জোফ্রে আর্চারের শিকার ৷

16 রানের মধ্যে দুই ওপেনারকে হারানোয় চাপে পড়ে যায় হায়দরাবাদ ৷ সেই অবস্থায় দলকে টেনে তোলেন মনীশ পাণ্ডে ও বিজয় শংকর ৷ দুজনের পার্টনারশিপে হায়দরাবাদকে জয়ের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে ৷ বিশেষ করে মণীশ পাণ্ডে ৷ অনেক দিন রান পাচ্ছিলেন না ৷ আজ করলেন অপরাজিত 83 রান ৷ অন্যদিকে তাঁকে যোগ্য সহায়তা করেন বিজয় শংকর ৷ তিনি করেন অপরাজিত 52 রান ৷ আর এই দু'জনের ব্যাটে ভর করেই ম্যাচ ঘরে তুলল হায়দরাবাদ ৷ রাজস্থানের হয়ে একমাত্র সফল জোফ্রে আর্চার ৷ 4 ওভারে 21 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন তিনি ৷

যদিও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হারার পর ভালো শুরু করে রাজস্থানের দুই ওপেনার রবিন উথাপ্পা ও বেন স্টোকস ৷ কিন্তু ব্যক্তিগত 19 রানে রান আউট হন রবিন ৷ কিন্তু অন্য প্রান্তে স্বমেজাজে ছিলেন বেন স্টোকস ৷ সঞ্জু স্যামসনকে নিয়ে ইনিংস গড়তে থাকেন তিনি ৷ দলের রান যখন 86 তখনই দুই সেট ব্যাটসম্যান সঞ্জু ও স্টোকস ফিরে যান ৷

26 বলে 36 রান করে জেসন হোল্ডারের বলে বোল্ড হন সঞ্জু স্যামসন ৷ পরের ওভারেই ফেরেন বেন স্টোকস ৷ রশিদ খানের বলে 30 রান করে ফেরেন তিনি ৷ দুই সেট ব্যাটসম্যান পরপর আউট হয়ে যাওয়ায় রানের গতি বাড়াতে পারেনি রাজস্থান ৷ আজ ব্যর্থ হন জস বাটলার ৷ করেন মাত্র 9 রান ৷ অধিনায়ক স্মিথের সংগ্রহ 19 রান ৷ কিছুটা চেষ্টা করেন রিয়ান পরাগ ৷ 12 বলে 20 রান করেন তিনি ৷ আর্চার করেন 7 বলে 16 রান ৷

হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং করেন জেসন হোল্ডার ৷ 33 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ বিজয় শংকর ও রশিদ খান নেন একটি করে উইকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.