ETV Bharat / sports

দুরন্ত বোলিং হোল্ডার ও নটরাজনের, জয়ের জন্য SRH-র প্রয়োজন 132 - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে আজ ফেরেন অ্যারোন ফিঞ্চ ৷ তবে ওপেন করতে নামেননি এই অজ়ি ক্রিকেটার ৷ পরিবর্তে আজ ইনিংস ওপেন করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে লাভের লাভ কিছু হল না ৷ জেসন হোল্ডারের বলে কোহলি আউট হলেন মাত্র 6 রান করেই ৷

SRH vs RCB
SRH vs RCB
author img

By

Published : Nov 6, 2020, 9:45 PM IST

আবু ধাবি, 6 নভেম্বর : যে দলই হারবে তার এখানেই টুর্নামেন্ট শেষ ৷ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ আর হোল্ডার, নটরাজনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে RCB-কে 131 রানে আটকে রাখল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে আজ ফেরেন অ্যারোন ফিঞ্চ ৷ তবে ওপেন করতে নামেননি এই অজ়ি ক্রিকেটার ৷ পরিবর্তে আজ ইনিংস ওপেন করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে লাভের লাভ কিছু হল না ৷ জেসন হোল্ডারের বলে কোহলি আউট হলেন মাত্র 6 রান করেই ৷

টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ফর্মে ছিলেন দেবদূত পাড়িক্কল ৷ তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে কাজে এল না তাঁর ব্যাট ৷ মাত্র 1 রান এল তাঁর ব্যাট থেকে ৷ তবে এরপর কিছুটা নির্ভরতা দেন অ্যারোন ফিঞ্চ ও এবি ডেভিলিয়ার্স ৷ তবে ব্যক্তিগত 32 রানে শাহবাজ নাদিমের শিকার হলেন ফিঞ্চ ৷

তারপর ক্রমাগত উইকেট হারাতে থাকে RCB ৷ অন্যপ্রান্তে একা দাঁড়িয়ে থাকেন ডেভিলিয়ার্স ৷ করলেন অর্ধশতরান ৷ 43 বলে 56 রান করে ফিরলেন নটরাজনের বলে আউট হয়ে ৷

সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং করলেন জেসন হোল্ডার ৷ 4 ওভার বোলিং করে তুলে নিলেন 3টি উইকেট ৷ টি নটরাজন নিলেন 2টি উইকেট ৷ এছাড়া একটি উইকেট নিলেন শাহবাজ নাদিম ৷ জয়ের জন্য 132 রান প্রয়োজন SRH-র ৷

আবু ধাবি, 6 নভেম্বর : যে দলই হারবে তার এখানেই টুর্নামেন্ট শেষ ৷ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ আর হোল্ডার, নটরাজনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে RCB-কে 131 রানে আটকে রাখল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে আজ ফেরেন অ্যারোন ফিঞ্চ ৷ তবে ওপেন করতে নামেননি এই অজ়ি ক্রিকেটার ৷ পরিবর্তে আজ ইনিংস ওপেন করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে লাভের লাভ কিছু হল না ৷ জেসন হোল্ডারের বলে কোহলি আউট হলেন মাত্র 6 রান করেই ৷

টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ফর্মে ছিলেন দেবদূত পাড়িক্কল ৷ তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে কাজে এল না তাঁর ব্যাট ৷ মাত্র 1 রান এল তাঁর ব্যাট থেকে ৷ তবে এরপর কিছুটা নির্ভরতা দেন অ্যারোন ফিঞ্চ ও এবি ডেভিলিয়ার্স ৷ তবে ব্যক্তিগত 32 রানে শাহবাজ নাদিমের শিকার হলেন ফিঞ্চ ৷

তারপর ক্রমাগত উইকেট হারাতে থাকে RCB ৷ অন্যপ্রান্তে একা দাঁড়িয়ে থাকেন ডেভিলিয়ার্স ৷ করলেন অর্ধশতরান ৷ 43 বলে 56 রান করে ফিরলেন নটরাজনের বলে আউট হয়ে ৷

সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং করলেন জেসন হোল্ডার ৷ 4 ওভার বোলিং করে তুলে নিলেন 3টি উইকেট ৷ টি নটরাজন নিলেন 2টি উইকেট ৷ এছাড়া একটি উইকেট নিলেন শাহবাজ নাদিম ৷ জয়ের জন্য 132 রান প্রয়োজন SRH-র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.