ETV Bharat / sports

রয়্যালসের ব্যাটেলে ডেভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল রাজস্থান - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত বোলিং করেন ক্রিস মরিস ৷ এই প্রোটিয়াজ় বোলার নেন 4টি উইকেট ৷ 4 ওভারে খরচ করেন মাত্র 26 রান ৷

RCB vs RR
RCB vs RR
author img

By

Published : Oct 17, 2020, 8:31 PM IST

দুবাই, 17 অক্টোবর : ব্যাটলস অফ দা রয়্যালসে বিধ্বংসী ব্যাটিং এবি ডেভিলিয়ার্সের ৷ আর এই প্রোটিয়াজের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ ৷ নির্ধারিত 20 ওভারে 177 রান বোর্ডে তোলে রাজস্থান ৷ জবাবে 2 বল বাকি থাকতেই জয় তুলে নেয় বিরাট বাহিনী ৷

এদিন রাজস্থানের হয়ে ওপেনিং করতে আসেন বেন স্টোকস ও রবিন উথাপ্পা ৷ মিডল ওভারে রান পাচ্ছিলেন না ৷ ওপেন করতে এসে রানে ফিরলেন উথাপ্পা ৷ দলকে একটা ভালো শুরু দেন দুই ওপেনার ৷ জুটিতে 50 রান করেন ৷ 19 বলে 15 রান করে ক্রিস মরিসের বলে ফেরেন স্টোকস ৷ তবে অন্যপ্রান্তে উথাপ্পাকে ছন্দে দেখায় ৷ 22 বলে করলেন 41 রান ৷ চহালের বলে যখন ফিরলেন তখন দলের স্কোর 69 ৷ কিন্তু তার পরের বলেই আউট হন সঞ্জু স্যামসন ৷ তাঁর সংগ্রহ 6 বলে 9 রান ৷

বিরাট কোহলি
জয়ের পর উচ্ছাস অধিনায়কের

এরপর জস বাটলারকে সঙ্গী করে ইনিংস গড়ার কাজে মন দেন অধিনায়ক স্টিভ স্মিথ ৷ 56 রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটসম্যান ৷ 25 বলে 24 রান করে ফেরেন বাটলার ৷ তবে ভালো ব্যাটিং করেন স্মিথ ৷ অর্ধশতরান সহ 57 রান করেন এই অজ়ি ব্যাটসম্যান ৷ উথাপ্পা ও স্মিথের ব্যাটে ভর করেই লড়াই করার মতো 177 রান বোর্ডে তোলে রাজস্থান রয়্যালস ৷ রাহুল তেওয়াটিয়া করেন 11 বলে 19 রান ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত বোলিং করেন ক্রিস মরিস ৷ এই প্রোটিয়াজ় বোলার নেন 4টি উইকেট ৷ 4 ওভারে খরচ করেন মাত্র 26 রান ৷ যুজবেন্দ্র চহাল নেন 2টি উইকেট ৷

এবি ডেভিলিয়ার্স
ব্যাটিংয়ে ঝড় ডেভিলিয়ার্সের

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ব্যাঙ্গালোরের ৷ দলের রান যখন 23, প্যাভিলিয়নে ফেরেন অজ়ি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ ব্যক্তিগতভাবে তাঁর সংগ্রহ 14 রান ৷ এরপর 79 রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক বিরাট কোহলি ও আর এক ওপেনার দেবদূত পাড়িক্কল ৷ টুর্নামেন্টে অন্যতম সেরা তরুণ ক্রিকেটার হিসেবে নিজেকে বারবার মেলে ধরছেন দেবদূত ৷ অন্যদিকে ফের ধারাবাহিক বিরাট কোহলি ৷ তবে এই সময় পরপর দুই বলে প্যাভিলিয়ন ফেরেন দুই সেট ব্যাটসম্যান ৷ কোহলি যখন আউট হলেন তখন জয়ের জন্য ব্যাঙ্গালোরের দরকার ছিল 41 বলে 76 রান ৷

বিরাট কোহলি
ভালো ব্যাটিং বিরাটের
ক্রিস মরিস
দুরন্ত ক্রিস মরিস

ক্রিজ়ে নামেন এবি ডেভিলিয়ার্স ও গুরকিরত সিং মান ৷ এরপরই দুবাই স্টেডিয়ামে ডেভিলিয়ার্স ঝড় ওঠে ৷ মাঠের প্রতিটি কোণায় বল পাঠান মিস্টার 360 ডিগ্রি ৷ 22 বলে 55 রানের অপরাজিত ইনিংস সাজানো ছিল একটি চার ও 6টি বিশাল ছক্কায় ৷ রাজস্থান রয়্যালসের হয়ে শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী ও রাহুল তেওয়াটিয়া একটি করে উইকেট নিলেন ৷ তবে বাকি বোলাররা দাগ কাটতে পারলেন না ৷ জোফ্রে আর্চার 3.4 ওভার বোলিং করে দিলেন 38 রান ৷ জয়দেব উনাদকাট 4 ওভারে দিলেন 46 রান ৷ জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের স্থান আরও মজবুত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

দুবাই, 17 অক্টোবর : ব্যাটলস অফ দা রয়্যালসে বিধ্বংসী ব্যাটিং এবি ডেভিলিয়ার্সের ৷ আর এই প্রোটিয়াজের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ ৷ নির্ধারিত 20 ওভারে 177 রান বোর্ডে তোলে রাজস্থান ৷ জবাবে 2 বল বাকি থাকতেই জয় তুলে নেয় বিরাট বাহিনী ৷

এদিন রাজস্থানের হয়ে ওপেনিং করতে আসেন বেন স্টোকস ও রবিন উথাপ্পা ৷ মিডল ওভারে রান পাচ্ছিলেন না ৷ ওপেন করতে এসে রানে ফিরলেন উথাপ্পা ৷ দলকে একটা ভালো শুরু দেন দুই ওপেনার ৷ জুটিতে 50 রান করেন ৷ 19 বলে 15 রান করে ক্রিস মরিসের বলে ফেরেন স্টোকস ৷ তবে অন্যপ্রান্তে উথাপ্পাকে ছন্দে দেখায় ৷ 22 বলে করলেন 41 রান ৷ চহালের বলে যখন ফিরলেন তখন দলের স্কোর 69 ৷ কিন্তু তার পরের বলেই আউট হন সঞ্জু স্যামসন ৷ তাঁর সংগ্রহ 6 বলে 9 রান ৷

বিরাট কোহলি
জয়ের পর উচ্ছাস অধিনায়কের

এরপর জস বাটলারকে সঙ্গী করে ইনিংস গড়ার কাজে মন দেন অধিনায়ক স্টিভ স্মিথ ৷ 56 রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটসম্যান ৷ 25 বলে 24 রান করে ফেরেন বাটলার ৷ তবে ভালো ব্যাটিং করেন স্মিথ ৷ অর্ধশতরান সহ 57 রান করেন এই অজ়ি ব্যাটসম্যান ৷ উথাপ্পা ও স্মিথের ব্যাটে ভর করেই লড়াই করার মতো 177 রান বোর্ডে তোলে রাজস্থান রয়্যালস ৷ রাহুল তেওয়াটিয়া করেন 11 বলে 19 রান ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত বোলিং করেন ক্রিস মরিস ৷ এই প্রোটিয়াজ় বোলার নেন 4টি উইকেট ৷ 4 ওভারে খরচ করেন মাত্র 26 রান ৷ যুজবেন্দ্র চহাল নেন 2টি উইকেট ৷

এবি ডেভিলিয়ার্স
ব্যাটিংয়ে ঝড় ডেভিলিয়ার্সের

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ব্যাঙ্গালোরের ৷ দলের রান যখন 23, প্যাভিলিয়নে ফেরেন অজ়ি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ ব্যক্তিগতভাবে তাঁর সংগ্রহ 14 রান ৷ এরপর 79 রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক বিরাট কোহলি ও আর এক ওপেনার দেবদূত পাড়িক্কল ৷ টুর্নামেন্টে অন্যতম সেরা তরুণ ক্রিকেটার হিসেবে নিজেকে বারবার মেলে ধরছেন দেবদূত ৷ অন্যদিকে ফের ধারাবাহিক বিরাট কোহলি ৷ তবে এই সময় পরপর দুই বলে প্যাভিলিয়ন ফেরেন দুই সেট ব্যাটসম্যান ৷ কোহলি যখন আউট হলেন তখন জয়ের জন্য ব্যাঙ্গালোরের দরকার ছিল 41 বলে 76 রান ৷

বিরাট কোহলি
ভালো ব্যাটিং বিরাটের
ক্রিস মরিস
দুরন্ত ক্রিস মরিস

ক্রিজ়ে নামেন এবি ডেভিলিয়ার্স ও গুরকিরত সিং মান ৷ এরপরই দুবাই স্টেডিয়ামে ডেভিলিয়ার্স ঝড় ওঠে ৷ মাঠের প্রতিটি কোণায় বল পাঠান মিস্টার 360 ডিগ্রি ৷ 22 বলে 55 রানের অপরাজিত ইনিংস সাজানো ছিল একটি চার ও 6টি বিশাল ছক্কায় ৷ রাজস্থান রয়্যালসের হয়ে শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী ও রাহুল তেওয়াটিয়া একটি করে উইকেট নিলেন ৷ তবে বাকি বোলাররা দাগ কাটতে পারলেন না ৷ জোফ্রে আর্চার 3.4 ওভার বোলিং করে দিলেন 38 রান ৷ জয়দেব উনাদকাট 4 ওভারে দিলেন 46 রান ৷ জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের স্থান আরও মজবুত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.