ETV Bharat / sports

বিরাট ব্যাটে বড় জয় RCB-র

author img

By

Published : Oct 3, 2020, 7:38 PM IST

আবুধাবিতে ম্যাচের উত্তাপ বাড়িয়ে তুলেছিলেন দুই অধিনায়ক । তবে, স্মিথকে হার মানালেন বিরাট ৷ 5 বলে 5 রান করে ফিরতে হল স্মিথকে ৷ অন্যদিকে ফর্মে ফিরলেন বিরাট ৷

বড় জয় RCB-র
বড় জয় RCB-র

আবুধাবি, 3 অক্টোবর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার দিনে ম্যাচ ৷ মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই সেরা ক্রিকেটার, স্টিভ স্মিথ ও বিরাট কোহলি ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রাক্তন অজ়ি অধিনায়কের রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারাল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আর এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সবার উপরে উঠে গেল RCB ৷

আবুধাবিতে ম্যাচের উত্তাপ বাড়িয়ে তুলেছিলেন দুই অধিনায়ক । তবে, স্মিথকে এই খেলাতে হার মানালেন বিরাট ৷ 5 বলে 5 রান করে ফিরতে হল স্মিথকে ৷ অন্যদিকে ফর্মে ফিরলেন বিরাট ৷ সমালোচকদের জবাব দিয়ে করলেন অপরাজিত 72 রান ৷ খেললেন 53 বল ৷

টস জিতে ব্যাটিং নিয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান রয়্যালস ৷ রাজস্থান ইনিংস শুরুতেই হোঁচট খায় । 31 রানের মধ্যে ফিরে যান অধিনায়ক স্টিভ স্মিথ, জস বাটলার ও সঞ্জু স্যামসন । সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি রাজস্থান । এই পরিস্থিতিতে রবিন উথাপ্পা ও মহীপাল লোমরোর 39 রান যোগ করে ইনিংসের হাল ধরেন ৷ তবে 22 বলে 17 রান করে আউট হলেন রবীন ৷ লোমরোর ফিরলেন হাফ সেঞ্চুরির কাছে এসে। চহালকে মারতে গিয়ে 39 বলে 47 করে আউট হলেন তিনি।

রাজস্থানের 154 রানের জবাবে শুরুতেই ধাক্কা খায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওপেনার অ্য়ারন ফিঞ্চ মাত্র 8 রান করে ফিরলেন ৷ তারপর ব্যাঙ্গালোরকে টানলেন দেবদূত পাড়িক্কাল ও বিরাট কোহালি। বাঁ-হাতি পাড়িক্কাল অর্ধশতরান করলেন । চলতি টুর্নামেন্টে তিনিই ব্যাঙ্গালোরের আবিস্কার বলা যায় ৷

RCB বোলারদের মধ্যে ফের সেরা যুজবেন্দ্র চহাল ৷ এদিনও তুলে নিলেন 3টি উইকেট ৷ টুর্নামেন্টে মোট 8টি উইকেট তুলে নিলেন তিনি ৷ এছাড়া ইসুরু উদানা নিলেন 2টি ও নভদীপ সাইনি নিলেন একটি উইকেট ৷ অন্যদিকে দাগ কাটতে পারলেন না রাজস্থান বোলাররা ৷ আর্চার ও গোপাল নিলেন একটি করে উইকেট ৷ ম্যাচ জিতে টেবিলের সবার উপরে চলে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

আবুধাবি, 3 অক্টোবর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার দিনে ম্যাচ ৷ মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই সেরা ক্রিকেটার, স্টিভ স্মিথ ও বিরাট কোহলি ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রাক্তন অজ়ি অধিনায়কের রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারাল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আর এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সবার উপরে উঠে গেল RCB ৷

আবুধাবিতে ম্যাচের উত্তাপ বাড়িয়ে তুলেছিলেন দুই অধিনায়ক । তবে, স্মিথকে এই খেলাতে হার মানালেন বিরাট ৷ 5 বলে 5 রান করে ফিরতে হল স্মিথকে ৷ অন্যদিকে ফর্মে ফিরলেন বিরাট ৷ সমালোচকদের জবাব দিয়ে করলেন অপরাজিত 72 রান ৷ খেললেন 53 বল ৷

টস জিতে ব্যাটিং নিয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান রয়্যালস ৷ রাজস্থান ইনিংস শুরুতেই হোঁচট খায় । 31 রানের মধ্যে ফিরে যান অধিনায়ক স্টিভ স্মিথ, জস বাটলার ও সঞ্জু স্যামসন । সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি রাজস্থান । এই পরিস্থিতিতে রবিন উথাপ্পা ও মহীপাল লোমরোর 39 রান যোগ করে ইনিংসের হাল ধরেন ৷ তবে 22 বলে 17 রান করে আউট হলেন রবীন ৷ লোমরোর ফিরলেন হাফ সেঞ্চুরির কাছে এসে। চহালকে মারতে গিয়ে 39 বলে 47 করে আউট হলেন তিনি।

রাজস্থানের 154 রানের জবাবে শুরুতেই ধাক্কা খায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওপেনার অ্য়ারন ফিঞ্চ মাত্র 8 রান করে ফিরলেন ৷ তারপর ব্যাঙ্গালোরকে টানলেন দেবদূত পাড়িক্কাল ও বিরাট কোহালি। বাঁ-হাতি পাড়িক্কাল অর্ধশতরান করলেন । চলতি টুর্নামেন্টে তিনিই ব্যাঙ্গালোরের আবিস্কার বলা যায় ৷

RCB বোলারদের মধ্যে ফের সেরা যুজবেন্দ্র চহাল ৷ এদিনও তুলে নিলেন 3টি উইকেট ৷ টুর্নামেন্টে মোট 8টি উইকেট তুলে নিলেন তিনি ৷ এছাড়া ইসুরু উদানা নিলেন 2টি ও নভদীপ সাইনি নিলেন একটি উইকেট ৷ অন্যদিকে দাগ কাটতে পারলেন না রাজস্থান বোলাররা ৷ আর্চার ও গোপাল নিলেন একটি করে উইকেট ৷ ম্যাচ জিতে টেবিলের সবার উপরে চলে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.