ETV Bharat / sports

মুম্বইকে 202 রানের টার্গেট দিল RCB, আজও ব্যর্থ বিরাট - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এদিন টস জিতে টুর্নামেন্টের ধারা বজায় রেখে প্রথমে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে ডাকেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ৷ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন ফর্মে পাওয়া গেল ব্যাঙ্গালোরের দুই ওপেনারকে ৷ এবারের টুর্নামেন্টের তরুণ তুর্কি দেবদূত পাড়িক্কল প্রথম ম্যাচের মতো অর্ধশতরান করলেন ৷ খেললেন 54 রানের ইনিংস ৷

RCB
RCB
author img

By

Published : Sep 28, 2020, 10:09 PM IST

দুবাই, 28 সেপ্টেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ যত দিন যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে IPL-র 13 তম সংস্করণ ৷ প্রথম দিকে বলা হচ্ছিল, আরব আমিরশাহিত স্টেডিয়ামগুলি বড়, এছাড়া 22 গজও নাকি বেশ মন্থর, তাই অন্যবারের IPL-র মতো এবারে চার ছক্কার বন্যা দেখা যাবে না ৷ কিন্তু যতদিন গড়াচ্ছে ততই মরুদেশে মরুদ্যান হয়ে উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ৷

আগের ম্যাচেই আমরা দেখেছি IPL-র ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার নজির গড়েছে রাজস্থান রয়্যালস ৷ প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পঞ্জাব করে 223 রান ৷ জবাবে রাজস্থান 3 বল বাকি থাকতেই ম্যাচ বের করে নেয় ৷ এছাড়া রাজস্থান তাদের প্রথম ম্যাচেও 217 রান করে ৷ আজও প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করল 201 রান ৷ 17টি চার ও 10টি ছক্কা দিয়ে সাজানো ব্যাঙ্গালোরের ইনিংস ৷

এদিন টস জিতে টুর্নামেন্টের ধারা বজায় রেখে প্রথমে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে ডাকেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ৷ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন ফর্মে পাওয়া গেল ব্যাঙ্গালোরের দুই ওপেনারকে ৷ এবারের টুর্নামেন্টের তরুণ তুর্কি দেবদূত পাড়িক্কল প্রথম ম্যাচের মতো অর্ধশতরান করলেন ৷ খেললেন 54 রানের ইনিংস ৷ অন্য এক ওপেনার অজ়ি অধিনায়ক অ্যারন ফিঞ্চও ছন্দে ছিলেন ৷ 35 বলে 52 করলেন তিনি ৷ আর মিস্টার 360 ডিগ্রি খেললেন 24 বলে 55 রানের ইনিংস ৷ শেষ দিকে 10 বলে 27 রানের ক্যামিও খেললেন শিবম দুবে ৷ মূলত এই ক'জনের মিলিত প্রয়াসে বোর্ডে 201 রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

তবে এদিনও ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি ৷ আগের ম্যাচেই তাঁর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে তারকা স্ত্রী অনুষ্কা শর্মার প্রসঙ্গ তোলেন সুনীল গাভাসকার ৷ যা নিয়ে মাঠের বাইরে বহু বিতর্ক হয় ৷ ইনস্টাগ্রামে গাভাসকারের মন্তব্য রুচিহীন বলেও মন্তব্য করেন অনুষ্কা ৷ তবে তা সত্ত্বেও মাঠে ফের ব্যর্থ হলেন বিরাট ৷ করলেন মাত্র 3 রান ৷ খেললেন 11টি বল ৷ তাহলে কি মাঠের বাইরের বিতর্ক প্রভাব ফেলছে অধিনায়কের ব্যাটিংয়ে ? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ৷

তবে এদিন বুমরা, প্যাটিনসনদের খুবই সাধারণ মানের বোলিং করতে দেখা গেল ৷ বুমরা 4 ওভার বোলিং করলেন ৷ খরচ করলেন 42 রান ৷ অন্যদিকে 4 ওভারে 51 রান দিলেন প্যাটিনসন ৷ একমাত্র বোল্ট কিছুটা ভালো বোলিং করলেন ৷ দু'টি উইকেট তুলে নেন তিনি ৷

এখন দেখার আগের দিনের মতো আজও কি কোনও মিরাকেল দেখা যাবে, নাকি ব্যাঙ্গালোর বোলিংয়ের সামনে আটকে যাবে রোহিতের বিজয় রথ ৷

দুবাই, 28 সেপ্টেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ যত দিন যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে IPL-র 13 তম সংস্করণ ৷ প্রথম দিকে বলা হচ্ছিল, আরব আমিরশাহিত স্টেডিয়ামগুলি বড়, এছাড়া 22 গজও নাকি বেশ মন্থর, তাই অন্যবারের IPL-র মতো এবারে চার ছক্কার বন্যা দেখা যাবে না ৷ কিন্তু যতদিন গড়াচ্ছে ততই মরুদেশে মরুদ্যান হয়ে উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ৷

আগের ম্যাচেই আমরা দেখেছি IPL-র ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার নজির গড়েছে রাজস্থান রয়্যালস ৷ প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পঞ্জাব করে 223 রান ৷ জবাবে রাজস্থান 3 বল বাকি থাকতেই ম্যাচ বের করে নেয় ৷ এছাড়া রাজস্থান তাদের প্রথম ম্যাচেও 217 রান করে ৷ আজও প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করল 201 রান ৷ 17টি চার ও 10টি ছক্কা দিয়ে সাজানো ব্যাঙ্গালোরের ইনিংস ৷

এদিন টস জিতে টুর্নামেন্টের ধারা বজায় রেখে প্রথমে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে ডাকেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ৷ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন ফর্মে পাওয়া গেল ব্যাঙ্গালোরের দুই ওপেনারকে ৷ এবারের টুর্নামেন্টের তরুণ তুর্কি দেবদূত পাড়িক্কল প্রথম ম্যাচের মতো অর্ধশতরান করলেন ৷ খেললেন 54 রানের ইনিংস ৷ অন্য এক ওপেনার অজ়ি অধিনায়ক অ্যারন ফিঞ্চও ছন্দে ছিলেন ৷ 35 বলে 52 করলেন তিনি ৷ আর মিস্টার 360 ডিগ্রি খেললেন 24 বলে 55 রানের ইনিংস ৷ শেষ দিকে 10 বলে 27 রানের ক্যামিও খেললেন শিবম দুবে ৷ মূলত এই ক'জনের মিলিত প্রয়াসে বোর্ডে 201 রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

তবে এদিনও ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি ৷ আগের ম্যাচেই তাঁর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে তারকা স্ত্রী অনুষ্কা শর্মার প্রসঙ্গ তোলেন সুনীল গাভাসকার ৷ যা নিয়ে মাঠের বাইরে বহু বিতর্ক হয় ৷ ইনস্টাগ্রামে গাভাসকারের মন্তব্য রুচিহীন বলেও মন্তব্য করেন অনুষ্কা ৷ তবে তা সত্ত্বেও মাঠে ফের ব্যর্থ হলেন বিরাট ৷ করলেন মাত্র 3 রান ৷ খেললেন 11টি বল ৷ তাহলে কি মাঠের বাইরের বিতর্ক প্রভাব ফেলছে অধিনায়কের ব্যাটিংয়ে ? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ৷

তবে এদিন বুমরা, প্যাটিনসনদের খুবই সাধারণ মানের বোলিং করতে দেখা গেল ৷ বুমরা 4 ওভার বোলিং করলেন ৷ খরচ করলেন 42 রান ৷ অন্যদিকে 4 ওভারে 51 রান দিলেন প্যাটিনসন ৷ একমাত্র বোল্ট কিছুটা ভালো বোলিং করলেন ৷ দু'টি উইকেট তুলে নেন তিনি ৷

এখন দেখার আগের দিনের মতো আজও কি কোনও মিরাকেল দেখা যাবে, নাকি ব্যাঙ্গালোর বোলিংয়ের সামনে আটকে যাবে রোহিতের বিজয় রথ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.