আবুধাবি, 10 অক্টোবর : ম্যাচের 19 তম ওভারে কৃষ্ণার বলে রাহুলের প্লেডাউনই ম্যাচের ভাগ্য পালটে দিল ৷ শেষ ওভারে কার্তিকের মুখে হাসি ফোটালেন নারাইন ৷ পঞ্জাবকে হারিয়ে জিতল কলকাতা ৷ ব্যর্থ হল লোকেশ রাহুলের দুরন্ত ইনিংস ৷
কলকাতা নাইট রাইডার্সের দেওয়া 165 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভালো শুরু করে কিংস ইলেভেন পঞ্জাব ৷ দুই ওপেনারই ভালো খেলেন ৷ 164 রানের জবাবে প্রথম উইকেটে 115 রান তোলে পঞ্জাব ৷ তখন অতি বড় KKR ভক্তও এই ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী ছিলেন না ৷ কিন্তু 19 তম ওভারই পঞ্জাবের সমস্ত হিসাব পালটে দিল ৷ প্রসিদ্ধ কৃষ্ণার বলে প্লেডাউন হন রাহুল ৷ তার পরে চেষ্টা করেন ম্যাক্সওয়েল ৷ কিন্তু তা যথেষ্ট ছিল না ৷
ম্যাচের শেষ ওভারে নাইটদের হিরো সুনীল নারাইন ৷ শেষ ওভারে জয়ের জন্য পঞ্জাবের দরকার ছিল 14 রান ৷ ব্যাট করছিলেন ম্যাক্সওয়েল ও মনদীপ সিং ৷ 19.5 ওভারে যখন মনদীপ আউট হলেন, তখন জয়ের জন্য KXIP-র দরকার ছিল 7 রান ৷ শেষ বলে তুলে মারেন ম্যাক্সওয়েল ৷ কিন্তু মাত্র কয়েক ইঞ্চির জন্য ছয় না হয়ে চার হয় ৷ আর তাতেই 2 রানে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স ৷
প্রথম ইনিংসে শুভমন গিল ও অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাটিংয়ে ভর করে আবুধাবিতে ঘুরে দাঁড়ায় কলকাতা নাইট রাইডার্স ৷ আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিকের ৷ আর ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে কলকাতা ৷ পাওয়ার প্লের মধ্যেই হারায় দুটি উইকেট ৷ শেষ পর্যন্ত 20 ওভারের শেষে 6 উইকেটে 164 রান করে KKR ৷
পাওয়ার প্লেতে উইকেট হারালেও ইনিংসের হাল ধরেন ওপেনার শুভমন গিল ও ইয়ন মরগ্যান ৷ প্রথম দিকে ইনিংসের ভিত তৈরির কাজে মন দেয় দুজনে ৷ পরের দিকে রানের গতি বাড়ায় ৷ কিন্তু ব্যক্তিগত 24 রানে ফিরতে হয় ইংল্যান্ড অধিনায়ককে ৷ এর পর রানের গতি বাড়ানোর দিকে মন দেন শুভমন গিল ও দীনেশ কার্তিক ৷ অর্ধশতরান করেন শুভমন ৷ ব্যক্তিগত 57 রানে রান আউট হলেরন তিনি ৷ অন্যদিকে অনেকদিন পর নাইট অধিনায়ককের ব্যাটে রান এল ৷ অর্ধশতরান করলেন তিনিও ৷ 29 বলে 58 রান করে ইনিংসের শেষ বলে রানআউট হন তিনি ৷
কলকাতার বোলারদের মধ্যে শিভম মাভির পরিবর্ত হিসেবে নামা প্রসিদ্ধ কৃষ্ণা দারুন বোলিং করলেন৷ 4 ওভারে 29 রান দিয়ে তুলে নিলেন 3টি উইকেট ৷ বল হাতে এদিন সফল সুনীল নারাইনও ৷ শুধু ম্যাচের 20 তম ওভারই নয়, আগেও পঞ্জাবের রান তোলার বড় বাধা হয়ে দাঁড়ান এই ক্যারিবিয়ান স্পিনার ৷ এদিন তিনি তুলে নেন 2টি উইকেট ৷ প্যাট ক্যামিন্স 4 ওভারে বোলিং করে 29 রান দিলেও কোনও উইকেট পাননি ৷ আজকের জয়ের পর টেবিলে 8 পয়েন্ট নিয়ে 3 নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স ৷