ETV Bharat / sports

পঞ্জাব বনাম ব্যাঙ্গালোর ম্যাচ রাহুলময়, গড়লেন একাধিক রেকর্ড - কিংস ইলেভেন পঞ্জাব

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দাপট দেখালেন লোকেশ রাহুল ৷ করলেন 132 রান ৷ বল খেললেন 69টি ৷ কোনও ভারতীয় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ রানও করলেন রাহুল ৷

KL Rahul
KL Rahul
author img

By

Published : Sep 24, 2020, 10:01 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 24 সেপ্টেম্বর : লড়াইটা ছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি বনাম জাতীয় দলে তাঁর অন্যতম ভরসা লোকেশ রাহুলের মধ্যে ৷ প্রথমার্ধে কোহলিকে টেক্কা দিলেন রাহুল ৷ চলতি টুর্নামেন্টের প্রথম শতরান এল রাহুলের হাত ধরেই ৷ এছাড়া ভারতীয়দের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম 2000 রানও পূর্ণ করলেন পঞ্জাব অধিনায়ক ৷ এতদিন 63 ইনিংসে 2000 রান পূর্ণ করে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে ৷ রাহুল 60 ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করলেন ৷ আর রাহুলের দুরন্ত ইনিংসের সৌজন্যে 206 রান করল কিংস ইলেভেন পঞ্জাব ৷

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দাপট দেখালেন লোকেশ রাহুল ৷ করলেন 132 রান ৷ বল খেললেন 69টি ৷ কোনও ভারতীয় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ রানও করলেন রাহুল ৷ এর আগে এই রেকর্ড ছিল ঋষভ পন্থের দখলে ৷ তাঁর সর্বোচ্চ রান অপরাজিত 128 ৷ তবে দু’দুবার তাঁর সহজ ক্যাচ ফসকালেন বিপক্ষ অধিনায়ক বিরাট কোহলি ৷ তা না হলে পঞ্জাবের ইনিংস অন্য রকম হতেই পারত ৷

অপরাজিত 132 রান করে রাহুল বুঝিয়ে দিলেন তিনি আগের ফর্মেই আছেন ৷ 2019 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 14 ম্যাচ খেলে করেছিলেন 593 রান ৷ গড় ছিল 53.90 ৷ স্ট্রাইক রেট 135.38 ৷ একটি শতরান ও 6টি অর্ধশতরান করেছিলেন রাহুল ৷ সর্বোচ্চ ছিল অপরাজিত 100 ৷ চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে করেছেন 153 রান ৷ বর্তমানে কমলা টুপি তাঁরই দখলে ৷

দুবাই, 24 সেপ্টেম্বর : লড়াইটা ছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি বনাম জাতীয় দলে তাঁর অন্যতম ভরসা লোকেশ রাহুলের মধ্যে ৷ প্রথমার্ধে কোহলিকে টেক্কা দিলেন রাহুল ৷ চলতি টুর্নামেন্টের প্রথম শতরান এল রাহুলের হাত ধরেই ৷ এছাড়া ভারতীয়দের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম 2000 রানও পূর্ণ করলেন পঞ্জাব অধিনায়ক ৷ এতদিন 63 ইনিংসে 2000 রান পূর্ণ করে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে ৷ রাহুল 60 ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করলেন ৷ আর রাহুলের দুরন্ত ইনিংসের সৌজন্যে 206 রান করল কিংস ইলেভেন পঞ্জাব ৷

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দাপট দেখালেন লোকেশ রাহুল ৷ করলেন 132 রান ৷ বল খেললেন 69টি ৷ কোনও ভারতীয় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ রানও করলেন রাহুল ৷ এর আগে এই রেকর্ড ছিল ঋষভ পন্থের দখলে ৷ তাঁর সর্বোচ্চ রান অপরাজিত 128 ৷ তবে দু’দুবার তাঁর সহজ ক্যাচ ফসকালেন বিপক্ষ অধিনায়ক বিরাট কোহলি ৷ তা না হলে পঞ্জাবের ইনিংস অন্য রকম হতেই পারত ৷

অপরাজিত 132 রান করে রাহুল বুঝিয়ে দিলেন তিনি আগের ফর্মেই আছেন ৷ 2019 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 14 ম্যাচ খেলে করেছিলেন 593 রান ৷ গড় ছিল 53.90 ৷ স্ট্রাইক রেট 135.38 ৷ একটি শতরান ও 6টি অর্ধশতরান করেছিলেন রাহুল ৷ সর্বোচ্চ ছিল অপরাজিত 100 ৷ চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে করেছেন 153 রান ৷ বর্তমানে কমলা টুপি তাঁরই দখলে ৷

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.