ETV Bharat / sports

মরগ্যানকে অধিনায়ক করার দাবি KKR সমর্থকদের - Dinesh Karttik

সমর্থকদের দাবি, অধিনায়ক করা হোক ইয়ন মরগ্যানকে । এই নিয়ে সোশাল মিডিয়ায় সরবও হয়েছেন তাঁরা ।

Morgan vs Dinesh
Morgan vs Dinesh
author img

By

Published : Oct 5, 2020, 7:15 PM IST

দুবাই, 5 অক্টোবর : শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে 18 রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স ৷ 228 রানের জবাবে 210 রানে থামে KKR-এর ইনিংস ৷ এখনও পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে দু'টিতে হারতে হয়েছে দীনেশ কার্তিকের দলকে ৷ অন্যদিকে ফর্মে নেই অধিনায়ক নিজেও ৷ চার ম্যাচে মাত্র 37 রান করেছেন তিনি ৷ আর তাই অধিনায়ক বদলের দাবি উঠল KKR শিবিরে ৷

নিলামের সময় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স ৷ সমর্থকরা আশা করেছিলেন এবার দলের দায়িত্ব দেওয়া হবে তাঁকে ৷ কিন্তু দলের তরফে জানিয়ে দেওয়া হয়, অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিকই ৷ চলতি টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় হার দিয়ে অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ পরের ম্যাচেই ফিরে আসে দল ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত খেলে জেতে KKR ৷ কিন্তু রান পাননি অধিনায়ক দীনেশ কার্তিক ৷ দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে ফের হারের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স ৷ আর তারপরই অধিনায়কত্ব থেকে দীনেশ কার্তিককে সরানোর দাবি ওঠে ৷

ফর্মে নেই সুনীল নারাইন ৷ চার ম্যাচে ওপেন করতে নেমে তাঁর সংগ্রহ মাত্র 27৷ বল হাতেও তথৈবচ অবস্থা ৷ এখনও প্রর্যন্ত মাত্র 2টি উইকেট নিয়েছেন তিনি ৷ টম ব্যান্টন ও ক্রিস লিন দলে থাকা সত্ত্বেও তাঁকে দিয়ে ওপেন করানোয় ক্ষুব্ধ সমর্থকরা ৷

টুইটারে KKR কর্তৃপক্ষের কাছে সমর্থকদের দাবি, অধিনায়ক করা হোক ইয়ন মরগ্যানকে ৷ তা ছাড়া একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক দীনেশ কার্তিকের অধীনে খেলা মেনে নিতে পারছেন না অনেকেই ৷ এমনকী প্রাক্তন ক্রিকেটাররাও সরব হয়েছেন মরগ্যানকে অধিনায়ক করার দাবিতে ৷

দুবাই, 5 অক্টোবর : শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে 18 রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স ৷ 228 রানের জবাবে 210 রানে থামে KKR-এর ইনিংস ৷ এখনও পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে দু'টিতে হারতে হয়েছে দীনেশ কার্তিকের দলকে ৷ অন্যদিকে ফর্মে নেই অধিনায়ক নিজেও ৷ চার ম্যাচে মাত্র 37 রান করেছেন তিনি ৷ আর তাই অধিনায়ক বদলের দাবি উঠল KKR শিবিরে ৷

নিলামের সময় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স ৷ সমর্থকরা আশা করেছিলেন এবার দলের দায়িত্ব দেওয়া হবে তাঁকে ৷ কিন্তু দলের তরফে জানিয়ে দেওয়া হয়, অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিকই ৷ চলতি টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় হার দিয়ে অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ পরের ম্যাচেই ফিরে আসে দল ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত খেলে জেতে KKR ৷ কিন্তু রান পাননি অধিনায়ক দীনেশ কার্তিক ৷ দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে ফের হারের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স ৷ আর তারপরই অধিনায়কত্ব থেকে দীনেশ কার্তিককে সরানোর দাবি ওঠে ৷

ফর্মে নেই সুনীল নারাইন ৷ চার ম্যাচে ওপেন করতে নেমে তাঁর সংগ্রহ মাত্র 27৷ বল হাতেও তথৈবচ অবস্থা ৷ এখনও প্রর্যন্ত মাত্র 2টি উইকেট নিয়েছেন তিনি ৷ টম ব্যান্টন ও ক্রিস লিন দলে থাকা সত্ত্বেও তাঁকে দিয়ে ওপেন করানোয় ক্ষুব্ধ সমর্থকরা ৷

টুইটারে KKR কর্তৃপক্ষের কাছে সমর্থকদের দাবি, অধিনায়ক করা হোক ইয়ন মরগ্যানকে ৷ তা ছাড়া একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক দীনেশ কার্তিকের অধীনে খেলা মেনে নিতে পারছেন না অনেকেই ৷ এমনকী প্রাক্তন ক্রিকেটাররাও সরব হয়েছেন মরগ্যানকে অধিনায়ক করার দাবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.