ETV Bharat / sports

টুর্নামেন্টে টিকে থাকার লড়াই রাজস্থানের, দুরন্ত পঞ্জাবের লক্ষ্য জয়ের ধারা বজায় রাখা

author img

By

Published : Oct 30, 2020, 7:00 AM IST

পরপর পাঁচটি ম্যাচ জিতে আজ মাঠে নামবে রাহুলে দল ৷ তারমধ্যে টুর্নামেন্টে প্রথম চারটি দলকেও হারায় তারা ৷ বর্তমানে চতুর্থ স্থানে আছে তারা ।৷ তাই প্লে অফে যাওয়ার দুরন্ত সুযোগ আছে তাদের হাতে ৷

KXIP vs RR
KXIP vs RR

আবু ধাবি, 30 অক্টোবর : একদিকে দুরন্ত কিংস ইলেভেন পঞ্জাব ৷ অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে মরিয়া রাজস্থান রয়্যালস ৷ টুর্নামেন্টের শুরু থেকে ব্যাট-বলে অন্যতম ধারাবাহিক দল কিংস ইলেভেন পঞ্জাব ৷ কিন্তু ম্যাচ ফিনিশ করার সময় কোথাও খামতি দেখা যাচ্ছিল ৷ তবে শেষ কয়েকটি ম্যাচে ফের ছন্দে দেখা গিয়েছে কিংস ইলেভেন পঞ্জাবকে ৷ এবং প্লে-অফের লড়াইয়ে দারুণভাবে ফিরেও এসেছে লোকেশ রাহুলের দল ৷ অন্যদিকে টুর্নামেন্টে দুরন্ত শুরু করলেও মাঝে ছন্দ হারায় রাজস্থান রয়্যালস ৷ বর্তমানে টেবিলের সপ্তম স্থানে রয়েছে স্মিথের দল ৷

পরপর পাঁচটি ম্যাচ জিতে আজ মাঠে নামবে রাহুলে দল ৷ তারমধ্যে টুর্নামেন্টে প্রথম চারটি দলকেও হারায় তারা ৷ বর্তমানে চতুর্থ স্থানে আছে তারা ।৷ তাই প্লে অফে যাওয়ার দুরন্ত সুযোগ আছে তাদের হাতে ৷ বর্তমানে টেবিলের যা পরিস্থিতি তাতে প্লে অফে যাওয়া প্রায় পাকা করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ চেন্নাই সুপার কিংসের প্লে অফে যাওয়ার কোনও সুযোগ নেই ৷ বাকি 6টি দল লড়াই করছে বাকি তিনটি স্থানের জন্য ৷ তাই এখানে দুরন্ত ফর্মে থাকা পঞ্জাবের কাছে সুবর্ণ সুযোগ থাকছে ৷

অন্যদিকে ডু অর ডাই ম্যাচ মাঠে নামতে চলেছে রাজস্থান রয়্যালস ৷ এখান থেকে এক ম্যাচ হারা মানেই টুর্নামেন্ট থেকে বাইরে চলে যাবে রাজস্থান ৷

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলে ক্রিস গেইলের অন্তর্ভুক্তির পর একটাও ম্যাচ হারেনি পঞ্জাব ৷ মাঝের ওভারে স্পিনারদের বিরুদ্ধে খেলছেন ইউনিভার্সাল বস ৷ ফলে বোলারদের শাসন করতে তাঁর অসুবিধা হচ্ছে না ৷ অন্যদিকে লোকেশ রাহুল বর্তমানে টুর্নামেন্টে সর্বোচ্চ রান শিকারি ৷ একমাত্র চোট সারিয়ে ফিরতে পারেন ময়ঙ্ক আগরওয়াল ৷ তবে তার জন্য জায়গা ছাড়তে হবে দীপক হুডাকে ৷

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত ফর্ম দেখিয়েছিলেন ক্রিস গেইল ও মণদীপ সিং ৷ দু’জনেই অর্ধশতরান করেন ৷ তা ছাড়া পঞ্জাব বোলাররাও দুরন্ত বোলিং করেন ৷ কলকাতার ইয়ন মরগ্যান ও শুভমন গিল ছাড়া দাঁড়াতে পারেনি অন্য কোনও ব্যাটসম্যান ৷

অন্যদিকে বেন স্টোকসকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত অবশেষে কাজে এসেছে রাজস্থান রয়্যালসের জন্য ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন তিনি ৷ স্টোকসের দলে ফেরায় ব্যাটিং লাইনআপ আরও মজবুত হয়েছে ৷ এছাড়া বোলিংয়েও ফিরেছে বৈচিত্র ৷ ভালো বোলিং করছেন জোফ্রে আর্চার ৷ তবে ডেথ ওভারে অত্যাধিক রান দিচ্ছেন রাজস্থানের বোলারারা ৷ যা যথেষ্ট চিন্তার কারণ স্টিভ স্মিথের কাছে ৷

আবু ধাবি, 30 অক্টোবর : একদিকে দুরন্ত কিংস ইলেভেন পঞ্জাব ৷ অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে মরিয়া রাজস্থান রয়্যালস ৷ টুর্নামেন্টের শুরু থেকে ব্যাট-বলে অন্যতম ধারাবাহিক দল কিংস ইলেভেন পঞ্জাব ৷ কিন্তু ম্যাচ ফিনিশ করার সময় কোথাও খামতি দেখা যাচ্ছিল ৷ তবে শেষ কয়েকটি ম্যাচে ফের ছন্দে দেখা গিয়েছে কিংস ইলেভেন পঞ্জাবকে ৷ এবং প্লে-অফের লড়াইয়ে দারুণভাবে ফিরেও এসেছে লোকেশ রাহুলের দল ৷ অন্যদিকে টুর্নামেন্টে দুরন্ত শুরু করলেও মাঝে ছন্দ হারায় রাজস্থান রয়্যালস ৷ বর্তমানে টেবিলের সপ্তম স্থানে রয়েছে স্মিথের দল ৷

পরপর পাঁচটি ম্যাচ জিতে আজ মাঠে নামবে রাহুলে দল ৷ তারমধ্যে টুর্নামেন্টে প্রথম চারটি দলকেও হারায় তারা ৷ বর্তমানে চতুর্থ স্থানে আছে তারা ।৷ তাই প্লে অফে যাওয়ার দুরন্ত সুযোগ আছে তাদের হাতে ৷ বর্তমানে টেবিলের যা পরিস্থিতি তাতে প্লে অফে যাওয়া প্রায় পাকা করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ চেন্নাই সুপার কিংসের প্লে অফে যাওয়ার কোনও সুযোগ নেই ৷ বাকি 6টি দল লড়াই করছে বাকি তিনটি স্থানের জন্য ৷ তাই এখানে দুরন্ত ফর্মে থাকা পঞ্জাবের কাছে সুবর্ণ সুযোগ থাকছে ৷

অন্যদিকে ডু অর ডাই ম্যাচ মাঠে নামতে চলেছে রাজস্থান রয়্যালস ৷ এখান থেকে এক ম্যাচ হারা মানেই টুর্নামেন্ট থেকে বাইরে চলে যাবে রাজস্থান ৷

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলে ক্রিস গেইলের অন্তর্ভুক্তির পর একটাও ম্যাচ হারেনি পঞ্জাব ৷ মাঝের ওভারে স্পিনারদের বিরুদ্ধে খেলছেন ইউনিভার্সাল বস ৷ ফলে বোলারদের শাসন করতে তাঁর অসুবিধা হচ্ছে না ৷ অন্যদিকে লোকেশ রাহুল বর্তমানে টুর্নামেন্টে সর্বোচ্চ রান শিকারি ৷ একমাত্র চোট সারিয়ে ফিরতে পারেন ময়ঙ্ক আগরওয়াল ৷ তবে তার জন্য জায়গা ছাড়তে হবে দীপক হুডাকে ৷

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত ফর্ম দেখিয়েছিলেন ক্রিস গেইল ও মণদীপ সিং ৷ দু’জনেই অর্ধশতরান করেন ৷ তা ছাড়া পঞ্জাব বোলাররাও দুরন্ত বোলিং করেন ৷ কলকাতার ইয়ন মরগ্যান ও শুভমন গিল ছাড়া দাঁড়াতে পারেনি অন্য কোনও ব্যাটসম্যান ৷

অন্যদিকে বেন স্টোকসকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত অবশেষে কাজে এসেছে রাজস্থান রয়্যালসের জন্য ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন তিনি ৷ স্টোকসের দলে ফেরায় ব্যাটিং লাইনআপ আরও মজবুত হয়েছে ৷ এছাড়া বোলিংয়েও ফিরেছে বৈচিত্র ৷ ভালো বোলিং করছেন জোফ্রে আর্চার ৷ তবে ডেথ ওভারে অত্যাধিক রান দিচ্ছেন রাজস্থানের বোলারারা ৷ যা যথেষ্ট চিন্তার কারণ স্টিভ স্মিথের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.