আবুধাবি, 10 অক্টোবর : পরপর দুই ম্যাচে হারের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স ৷ আর এর পরই অধিনায়ক দীনেশ কার্তিককে ফের ভরসা করতে শুরু করেছে নাইট সমর্থকরা ৷ এদিন অধিনায়কত্বের পাশিপাশি ব্যাটেও রান পেলনে কার্তিক ৷ নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতানো কার্তিক জাতীয় দলে পাকাপাকিভাবে কোনও দিনই জায়গা করে নিতে পারেননি ৷ কিন্তু KKR অধিনায়ক হিসেবে দলের প্রয়োজনে আজকের ইনিংসটা অনেক সমর্থকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিল৷
পরিস্থিতি একই ছিল ৷ সেদিন বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 4 রান ৷ অন্যদিকে আজ কলকাতার বিরুদ্ধে ম্যাচ ড্র করার জন্য পঞ্জাবের দরকার ছিল 6 রান ৷ সেদিনের দীনেশ কার্তিক ছয় মেরে ম্যাচ জিতিয়েছিলেন ৷ কিন্তু আজ গ্লেন ম্যাক্সওয়েল পারলেন না ৷ কয়েক ইঞ্চির জন্য তাঁর নেওয়া শট ছক্কা হল না ৷ ম্যাচ হারতে হল কিংস ইলেভেন পঞ্জাবকে ৷
-
Brilliant return to form by @DineshKarthik 👍 good to see a senior pro fighting out those mind battles; which are hard to combat sometimes! #IPL2020
— Irfan Pathan (@IrfanPathan) October 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Brilliant return to form by @DineshKarthik 👍 good to see a senior pro fighting out those mind battles; which are hard to combat sometimes! #IPL2020
— Irfan Pathan (@IrfanPathan) October 10, 2020Brilliant return to form by @DineshKarthik 👍 good to see a senior pro fighting out those mind battles; which are hard to combat sometimes! #IPL2020
— Irfan Pathan (@IrfanPathan) October 10, 2020
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও কার্তিকের আজকের ইনিংসের দরাজ প্রশংসা করেছেন ৷ পঞ্জাবের বিরুদ্ধে খারাপ শুরু সত্বেও দলের স্কোর লড়াই করার মতো জায়গায় পৌঁছান কার্তিক ও গিল ৷ টুর্নামেন্টের শুরু থেকে ফর্মে ছিলেন না কার্তিক ৷ কিন্তু এদিন অন্য কার্তিককে পাওয়া গেল ৷ 29 বলে করলেন 58 রান ৷ পাঠানের মতে, এটা কার্তিকের দুরন্ত ফিরে আসা ৷ বিশেষ করে সমর্থকদের চাপ সামলাতে হয়েছে কার্তিককে ৷
পাঠানের টুইটেও কার্তিকের উপর চাপের কথা উল্লেখ আছে ৷ টুইটে পাঠান লিখেছেন, ‘‘ দুরন্তভাবে ফর্মে ফিরে এলে কার্তিক ৷ দেখে ভালো লাগছে একজন সিনিয়র ক্রিকেটার চাপ সামলে লড়াই করে ফিরে আসছে ৷ যেটা সবাই পারে না ৷’’
চলতি টুর্নামেন্টে 6টি ম্যচ খেলা হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের ৷ তার মধ্যে 4টি ম্যাচে জয় তুলে নিল কার্তিকের KKR ৷ বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স ৷