ETV Bharat / sports

চেন্নাই সুপার কিংস ভাগ্য়বান, KKR-র বিরুদ্ধে জয়ের পর বললেন ফ্লেমিং - CSK

ম্য়াচটি কার্যত সম্মানের লড়াই ছিল মহেন্দ্র সিং ধোনির দলের কাছে ৷ তবে, কলকাতার বিরুদ্ধে এই ম্য়াচে জয় সহজে আসেনি ৷ প্রথমে ব্য়াট করে কলকাতা 172 রান তোলে ৷

ipl-2020-chennai-super-kings-were-lucky-to-win-says-flemming
চেন্নাই সুপার কিংগস ভাগ্য়বান, যে ম্য়াচটি জিতেছে : স্টিফেন ফ্লেমিং
author img

By

Published : Oct 30, 2020, 1:35 PM IST

দুবাই, 29 অক্টোবর : চেন্নাই সুপার কিংসের ভাগ্য় ভালো তারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 6 উইকেটে জয় পেয়েছে ৷ এমনটাই মনে করেন CSK-র কোচ স্টিফেন ফ্লেমিং ৷ বৃহস্পতিবার দুবাইতে IPL-র দ্বিতীয় লেগের ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছে ধোনির চেন্নাই ৷ যার ফলাফল আসে ম্য়াচের শেষ বলে ৷ টানটান উত্তেজনার মধ্য়ে ম্য়াচ জিতে এই মন্তব্য় করেন ফ্লেমিং ৷

আইপিএলের লিগ টেবিলে একদম নিচে থাকা চেন্নাই তাদের তেরো নম্বর ম্য়াচটি খেলতে নামে ৷ যে ম্য়াচটি কার্যত সম্মানের লড়াই ছিল মহেন্দ্র সিং ধোনির দলের কাছে ৷ তবে, কলকাতার বিরুদ্ধে এই ম্য়াচে জয় সহজে আসেনি ৷ প্রথমে ব্য়াট করে কলকাতা 172 রান তোলে ৷ যেখানে ওপেনার নীতিশ রানা 87 রান করেন ৷ রান তাড়া করতে নেমে, শুরুটা ভালোই করেছিল চেন্নাই ৷ দুই ওপেনার ঋতুরাজ গাইকোয়াড় ও শেন ওয়াটসন শুরু থেকেই নাইট বোলারদের আক্রমণ করেন ৷ তবে, পাওয়ার প্লে-র শেষ ওভারে ওয়াটসন আউট হতেই, ম্য়াচে ফিরে আসতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ তবে, অম্বাতি রায়ডুও এক সময় সেট হয়ে আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন ৷ তবে, উইকেট পড়তেই চাপে পড়ে যায় চেন্নাই ৷ সেই ম্য়াচ জিতে সাংবাদিক বৈঠকে স্টিভেন ফ্লেমিং বলেন, আমরা ভালোই খেলেছি ৷ তবে, অম্বাতি রায়ডু ও ঋতুরাজ গাইকোয়াড় আউট হতেই চেন্নাই সুপার কিংস চাপে পড়ে গিয়েছিল ৷ তবে, একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখান থেকে চেন্নাই ম্য়াচ জেতার ক্ষেত্রে ফেভারিট ছিল ৷ তারপরেও কলকাতা দারুণভাবে ম্য়াচে ফিরে এসেছিল এবং চেন্নাইয়ের জন্য় ম্য়াচটা কঠিন করে তুলেছিল ৷ ফলে, এই ম্য়াচ জিতে সন্তুষ্ট বলে জানান CSK কোচ স্টিফেন ফ্লেমিং ৷

এবারের আইপিএলের প্রথম ম্য়াচে মুম্বাইকে একতরফা হারিয়ে দারুণ শুরু করেছিল চেন্নাই সুপার কিংস ৷ তবে, প্রথমের দিকে কয়েকটি ম্য়াচ জিতলেও, নিজেদের ছন্দ হারিয়ে ফেলে চেন্নাই ৷ যারপর আর টুর্নামেন্টে ফিরে আসতে পারেননি ধোনিরা ৷ সাসপেনশনের দু’বছর বাদ দিলে, আইপিএলের তেরোটি সিজ়নের মধ্য়ে প্রথমবার প্লে অফে দেখা যাবে না চেন্নাই সুপার কিংসকে ৷ এমনকী প্রথমবার তারা পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছেন ৷

দুবাই, 29 অক্টোবর : চেন্নাই সুপার কিংসের ভাগ্য় ভালো তারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 6 উইকেটে জয় পেয়েছে ৷ এমনটাই মনে করেন CSK-র কোচ স্টিফেন ফ্লেমিং ৷ বৃহস্পতিবার দুবাইতে IPL-র দ্বিতীয় লেগের ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছে ধোনির চেন্নাই ৷ যার ফলাফল আসে ম্য়াচের শেষ বলে ৷ টানটান উত্তেজনার মধ্য়ে ম্য়াচ জিতে এই মন্তব্য় করেন ফ্লেমিং ৷

আইপিএলের লিগ টেবিলে একদম নিচে থাকা চেন্নাই তাদের তেরো নম্বর ম্য়াচটি খেলতে নামে ৷ যে ম্য়াচটি কার্যত সম্মানের লড়াই ছিল মহেন্দ্র সিং ধোনির দলের কাছে ৷ তবে, কলকাতার বিরুদ্ধে এই ম্য়াচে জয় সহজে আসেনি ৷ প্রথমে ব্য়াট করে কলকাতা 172 রান তোলে ৷ যেখানে ওপেনার নীতিশ রানা 87 রান করেন ৷ রান তাড়া করতে নেমে, শুরুটা ভালোই করেছিল চেন্নাই ৷ দুই ওপেনার ঋতুরাজ গাইকোয়াড় ও শেন ওয়াটসন শুরু থেকেই নাইট বোলারদের আক্রমণ করেন ৷ তবে, পাওয়ার প্লে-র শেষ ওভারে ওয়াটসন আউট হতেই, ম্য়াচে ফিরে আসতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ তবে, অম্বাতি রায়ডুও এক সময় সেট হয়ে আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন ৷ তবে, উইকেট পড়তেই চাপে পড়ে যায় চেন্নাই ৷ সেই ম্য়াচ জিতে সাংবাদিক বৈঠকে স্টিভেন ফ্লেমিং বলেন, আমরা ভালোই খেলেছি ৷ তবে, অম্বাতি রায়ডু ও ঋতুরাজ গাইকোয়াড় আউট হতেই চেন্নাই সুপার কিংস চাপে পড়ে গিয়েছিল ৷ তবে, একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখান থেকে চেন্নাই ম্য়াচ জেতার ক্ষেত্রে ফেভারিট ছিল ৷ তারপরেও কলকাতা দারুণভাবে ম্য়াচে ফিরে এসেছিল এবং চেন্নাইয়ের জন্য় ম্য়াচটা কঠিন করে তুলেছিল ৷ ফলে, এই ম্য়াচ জিতে সন্তুষ্ট বলে জানান CSK কোচ স্টিফেন ফ্লেমিং ৷

এবারের আইপিএলের প্রথম ম্য়াচে মুম্বাইকে একতরফা হারিয়ে দারুণ শুরু করেছিল চেন্নাই সুপার কিংস ৷ তবে, প্রথমের দিকে কয়েকটি ম্য়াচ জিতলেও, নিজেদের ছন্দ হারিয়ে ফেলে চেন্নাই ৷ যারপর আর টুর্নামেন্টে ফিরে আসতে পারেননি ধোনিরা ৷ সাসপেনশনের দু’বছর বাদ দিলে, আইপিএলের তেরোটি সিজ়নের মধ্য়ে প্রথমবার প্লে অফে দেখা যাবে না চেন্নাই সুপার কিংসকে ৷ এমনকী প্রথমবার তারা পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.