ETV Bharat / sports

মালিঙ্গার থেকে মুম্বইয়ের বোলিং আক্রমণের ব্য়াটন নিয়েছেন বুমরা : পোলার্ড - কিরেন পোলার্ড

পোলার্ড বলেন, "সিদ্ধান্ত যাঁরা নেওয়ার তাঁরা নেবেন ৷ তবে আমাদের যেখানে ভুল হয়েছে সেই বিষয়টিকে নিয়ে আমরা ভাবনাচিন্তা করব ৷ তবে দু’তরফে ভালো ক্রিকেট খেলা হয়েছে ৷ আমরা খুবই ভালো ব্য়াটিং করেছি ৷ তার ফলে 170 রানের মতো তুলতে পেরেছি ৷"

ipl-2020-bumrah-has-taken-over-the-mantle-from-malinga-says-pollard
মুম্বইয়ের বোলিং ব্য়াটন বুমরার হাতে : পোলার্ড
author img

By

Published : Oct 19, 2020, 3:50 PM IST

দুবাই, 19 অক্টোবর: জসপ্রীত বুমরাকে দরাজ সার্টিফিকেট দিলেন তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ কায়রন পোলার্ড ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং অ্য়াটাকের ব্য়াটন লাসিথ মালিঙ্গার থেকে তিনি নিজের হাতে তুলে নিয়েছেন বলে তাঁর বক্তব্য ৷ তিনি বলেন, মালিঙ্গার অনুপস্থিতিতে বুমরা মুম্বইয়ের বোলিং লাইনআপের প্রধান স্তম্ভ হয়ে উঠেছেন ৷ ব্য়ক্তিগত কারণে এবছর IPL থেকে সরে দাঁড়িয়েছেন লাসিথ মালিঙ্গা ৷

রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের কাছে সুপার ওভারে হারতে হয়েছে মুম্বইকে ৷ যেখানে ম্য়াচের ফলাফল বেরতে দু-দু’বার সুপার ওভার করাতে হয় আম্পায়ারদের ৷ তবে টাই হওয়া প্রথম সুপার ওভারে বুমরা মাত্র 5 রান দিয়েছিলেন ৷ যে কারণে মুম্বই ইন্ডিয়ান্সের জয় প্রায় নিশ্চিত মনে হয়েছিল ৷ তবে, পুরো হিসেবটাই পালটে দেন মহম্মদ শামি ৷ তাঁর দুরন্ত ইয়র্কারে সুপার ওভারও টাই হয়ে যায় এবং ম্য়াচ দ্বিতীয় সুপার ওভারে গড়ায় ৷ তবে সতীর্থ জসপ্রীত বুমরাকে নিয়ে পোলার্ড বলেন, তিনি একজন বিশ্বমানের বোলার ৷ একাধিক ফরম্য়াটে তিনি দীর্ঘদিন এক নম্বর ছিলেন ৷ বুমরার উপর দল নিশ্চিতভাবে ভরসা করতে পারে ৷ কয়েক বছর আগে মুম্বই ইন্ডিয়ান্সে লাসিথ মালিঙ্গার মতো একজন বোলার ছিলেন ৷ এখন মালিঙ্গার থেকে সেই দায়িত্বটা বুমরা নিয়েছে ৷

রবিবার প্রথম সুপার ওভারে রোহিত শর্মা এবং কুইটন ডি’কক মুম্বইয়ের হয়ে ব্য়াট করতে নামেন ৷ তবে দলকে জেতাতে ব্য়র্থ হন তাঁরা ৷ দ্বিতীয় সুপার ওভারে পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সকে 11 রান তুলতে সাহায্য় করেন ৷ যদিও রানটা 15 হতে পারত ৷ কিন্তু, বাউন্ডারি লাইনে শূন্য়ে লাফিয়ে নিশ্চিত ছয় রান বাঁচিয়ে দেন পঞ্জাবের ময়ঙ্ক আগরওয়াল ৷ এ প্রসঙ্গে পোলার্ড বলেন, "সিদ্ধান্ত যাঁরা নেওয়ার তাঁরা নেবেন ৷ তবে, আমাদের যেখানে ভুল হয়েছে সেই বিষয়টিকে নিয়ে আমরা ভাবনাচিন্তা করব ৷ তবে দু’তরফে ভালো ক্রিকেট খেলা হয়েছে ৷ আমরা খুবই ভালো ব্য়াটিং করেছি ৷ তার ফলে 170 রানের মতো তুলতে পেরেছি ৷"

এই মুহূর্তে গত বারের চ্য়াম্পিয়ন মুম্বই 12 পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে ৷ তাদের পরবর্তী ম্য়াচ ধোনির চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে আগামী শুক্রবার ৷ এবার IPL-এর প্রথম ম্য়াচে এই দু’টি দলই মুখোমুখি হয়েছিল ৷

দুবাই, 19 অক্টোবর: জসপ্রীত বুমরাকে দরাজ সার্টিফিকেট দিলেন তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ কায়রন পোলার্ড ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং অ্য়াটাকের ব্য়াটন লাসিথ মালিঙ্গার থেকে তিনি নিজের হাতে তুলে নিয়েছেন বলে তাঁর বক্তব্য ৷ তিনি বলেন, মালিঙ্গার অনুপস্থিতিতে বুমরা মুম্বইয়ের বোলিং লাইনআপের প্রধান স্তম্ভ হয়ে উঠেছেন ৷ ব্য়ক্তিগত কারণে এবছর IPL থেকে সরে দাঁড়িয়েছেন লাসিথ মালিঙ্গা ৷

রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের কাছে সুপার ওভারে হারতে হয়েছে মুম্বইকে ৷ যেখানে ম্য়াচের ফলাফল বেরতে দু-দু’বার সুপার ওভার করাতে হয় আম্পায়ারদের ৷ তবে টাই হওয়া প্রথম সুপার ওভারে বুমরা মাত্র 5 রান দিয়েছিলেন ৷ যে কারণে মুম্বই ইন্ডিয়ান্সের জয় প্রায় নিশ্চিত মনে হয়েছিল ৷ তবে, পুরো হিসেবটাই পালটে দেন মহম্মদ শামি ৷ তাঁর দুরন্ত ইয়র্কারে সুপার ওভারও টাই হয়ে যায় এবং ম্য়াচ দ্বিতীয় সুপার ওভারে গড়ায় ৷ তবে সতীর্থ জসপ্রীত বুমরাকে নিয়ে পোলার্ড বলেন, তিনি একজন বিশ্বমানের বোলার ৷ একাধিক ফরম্য়াটে তিনি দীর্ঘদিন এক নম্বর ছিলেন ৷ বুমরার উপর দল নিশ্চিতভাবে ভরসা করতে পারে ৷ কয়েক বছর আগে মুম্বই ইন্ডিয়ান্সে লাসিথ মালিঙ্গার মতো একজন বোলার ছিলেন ৷ এখন মালিঙ্গার থেকে সেই দায়িত্বটা বুমরা নিয়েছে ৷

রবিবার প্রথম সুপার ওভারে রোহিত শর্মা এবং কুইটন ডি’কক মুম্বইয়ের হয়ে ব্য়াট করতে নামেন ৷ তবে দলকে জেতাতে ব্য়র্থ হন তাঁরা ৷ দ্বিতীয় সুপার ওভারে পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সকে 11 রান তুলতে সাহায্য় করেন ৷ যদিও রানটা 15 হতে পারত ৷ কিন্তু, বাউন্ডারি লাইনে শূন্য়ে লাফিয়ে নিশ্চিত ছয় রান বাঁচিয়ে দেন পঞ্জাবের ময়ঙ্ক আগরওয়াল ৷ এ প্রসঙ্গে পোলার্ড বলেন, "সিদ্ধান্ত যাঁরা নেওয়ার তাঁরা নেবেন ৷ তবে, আমাদের যেখানে ভুল হয়েছে সেই বিষয়টিকে নিয়ে আমরা ভাবনাচিন্তা করব ৷ তবে দু’তরফে ভালো ক্রিকেট খেলা হয়েছে ৷ আমরা খুবই ভালো ব্য়াটিং করেছি ৷ তার ফলে 170 রানের মতো তুলতে পেরেছি ৷"

এই মুহূর্তে গত বারের চ্য়াম্পিয়ন মুম্বই 12 পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে ৷ তাদের পরবর্তী ম্য়াচ ধোনির চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে আগামী শুক্রবার ৷ এবার IPL-এর প্রথম ম্য়াচে এই দু’টি দলই মুখোমুখি হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.