ETV Bharat / sports

জিতলেই প্লে অফে নিশ্চিত, আজ মুখোমুখি দিল্লি-ব্যাঙ্গালোর - IPL 2020 news

সোমবার জিতলে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছে যাবে ব্যাঙ্গালোর । উলটোদিকে কোহলিরা যদি হেরে যান, তবে তাদের অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে । সানরাইজ়ার্স হায়দরাবাদ যদি তাদের শেষ ম্যাচ জিততে পারে তবে নেট রানরেটের বিচারে শেষ চার থেকে ছিটকে যেতে পারে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।

Monday match preview
Monday match preview
author img

By

Published : Nov 2, 2020, 7:25 AM IST

আবু ধাবি , 2 নভেম্বর : সোমবার আবু ধাবির শেখ জ়ায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । যদি দুইদল কয়েক সপ্তাহ আগের ফর্ম ফিরে পায় তাহলে দর্শরদের জন্য রোমাঞ্চকর একটি ম্যাচ অপেক্ষা করছে । একটা সময় দিল্লি ও ব্যাঙ্গালোরের শেষ চার নিশ্চিত বলে মনে হচ্ছিল । কিন্তু দুটি দলই টানা হেরেছে । দিল্লি শেষ চারটি ম্যাচ হেরেছে এবং ব্যাঙ্গালোর তিনটি ম্যাচ হেরেছে । এখন দুই দলেরই ভরসা নেট রান রেট ।

14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাঙ্গালোর , তৃতীয় স্থানে রয়েছে দিল্লি । পয়েন্ট একই হলেও রান রেটে পিছিয়ে রয়েছে দিল্লি ।

সোমবার জিতলে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছে যাবে ব্যাঙ্গালোর । উলটোদিকে কোহলিরা যদি হেরে যান, তবে তাঁদের অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে । সানরাইজ়ার্স হায়দরাবাদ যদি তাদের শেষ ম্যাচ জিততে পারে তবে নেট রানরেটের বিচারে শেষ চার থেকে ছিটকে যেতে পারে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।

টুর্নামেন্টের প্রথম দিকে কেউ কল্পনাও করতে পারেনি শেষ লগ্নে এসে দিল্লি ক্যাপিটালস শিবিরকে এই পরিস্থিতিতে পড়তে হবে । লিগের একটা পর্যায়ে মনে হচ্ছিল দিল্লি শীর্ষে থেকেই রউন্ড রবিন শেষ করবে । তবে তাদের ভাগ্য যে এভাবে বদলে যাবে তা কেউ ভাবতে পারেনি । এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোরের মতো তাদের অবস্থাও একই রকম । একটি জয় তাদের পৌঁছে দেবে টেবিলের দ্বিতীয় স্থানে । অন্যথায় হায়দরাবাদ জিতলে তারা প্লে অফের লড়াই থেকে ছিটকে যেতে পারে।

তাই বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার উভয়েই বেশ চাপে । কোহলির ভরসা অভিজ্ঞ আন্তর্জাতিক খেলোয়াড়রা । এদিকে শ্রেয়স আইয়ারের পাশে রয়েছে তরুণ ব্রিগেড ।

আবু ধাবি , 2 নভেম্বর : সোমবার আবু ধাবির শেখ জ়ায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । যদি দুইদল কয়েক সপ্তাহ আগের ফর্ম ফিরে পায় তাহলে দর্শরদের জন্য রোমাঞ্চকর একটি ম্যাচ অপেক্ষা করছে । একটা সময় দিল্লি ও ব্যাঙ্গালোরের শেষ চার নিশ্চিত বলে মনে হচ্ছিল । কিন্তু দুটি দলই টানা হেরেছে । দিল্লি শেষ চারটি ম্যাচ হেরেছে এবং ব্যাঙ্গালোর তিনটি ম্যাচ হেরেছে । এখন দুই দলেরই ভরসা নেট রান রেট ।

14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাঙ্গালোর , তৃতীয় স্থানে রয়েছে দিল্লি । পয়েন্ট একই হলেও রান রেটে পিছিয়ে রয়েছে দিল্লি ।

সোমবার জিতলে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছে যাবে ব্যাঙ্গালোর । উলটোদিকে কোহলিরা যদি হেরে যান, তবে তাঁদের অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে । সানরাইজ়ার্স হায়দরাবাদ যদি তাদের শেষ ম্যাচ জিততে পারে তবে নেট রানরেটের বিচারে শেষ চার থেকে ছিটকে যেতে পারে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।

টুর্নামেন্টের প্রথম দিকে কেউ কল্পনাও করতে পারেনি শেষ লগ্নে এসে দিল্লি ক্যাপিটালস শিবিরকে এই পরিস্থিতিতে পড়তে হবে । লিগের একটা পর্যায়ে মনে হচ্ছিল দিল্লি শীর্ষে থেকেই রউন্ড রবিন শেষ করবে । তবে তাদের ভাগ্য যে এভাবে বদলে যাবে তা কেউ ভাবতে পারেনি । এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোরের মতো তাদের অবস্থাও একই রকম । একটি জয় তাদের পৌঁছে দেবে টেবিলের দ্বিতীয় স্থানে । অন্যথায় হায়দরাবাদ জিতলে তারা প্লে অফের লড়াই থেকে ছিটকে যেতে পারে।

তাই বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার উভয়েই বেশ চাপে । কোহলির ভরসা অভিজ্ঞ আন্তর্জাতিক খেলোয়াড়রা । এদিকে শ্রেয়স আইয়ারের পাশে রয়েছে তরুণ ব্রিগেড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.