ETV Bharat / sports

10-এ 8, ফের IPL ফাইনালে CSK

সব মিলিয়ে দু'বছরের নির্বাসন বাদ দিলে 10 মরশুম খেলে 8 বার ফাইনালে ওঠার রেকর্ড গড়ল CSK । দু'বছরের নির্বাসন থেকে প্রত্যাবর্তনের পর টানা দ্বাতীয় বছর ফাইনালে পৌঁছাল ধোনির দল ।

csk
author img

By

Published : May 11, 2019, 10:14 AM IST

হায়দরাবাদ, 11 মে : দিল্লিকে হারিয়ে IPL ফাইনালে পৌঁছেছে CSK। এই নিয়ে 10 মরশুমে অষ্টম বারের জন্য ফাইনাল খেলার ছাড়পত্র পেল তারা। CSK-এর পর সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের । পঞ্চমবারের জন্য ফাইনালের টিকিট পেয়েছে তারা । আর দু'টো দলই তিনবার করে IPL জিতেছে ।

প্রথম IPL-এই ফাইনালে পৌঁছেছিল CSK । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল তারা । ফাইনালে অবশ্য চেন্নাইকে 3 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান । পরের বছর প্লে-অফে গেলেও ফাইনালে উঠতে পারেনি ধোনির দল । এরপর টানা 4 বছর ফাইনালে ওঠে CSK । চ্যাম্পিয়ন হয় দু'বার । রানার্স-আপ দু'বার ।

2011 সালে ব্যাঙ্গালোরকে 58 রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়
2011 সালে ব্যাঙ্গালোরকে 58 রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় CSK

2010 সালে ফাইনালে মুম্বইকে 22 রানে হারিয়ে প্রথমবারের জন্য IPL চ্যাম্পিয়ন হন ধোনিরা । পরের বছর ব্যাঙ্গালোরকে 58 রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় তারা । এরপর 2012 ও 2013 সালে ফাইনালে উঠলেও কলকাতা ও মুম্বইয়ের কাছে হেরে যায় CSK । 2014-তে উঠলে না পারলেও 2015 সালে আবার ফাইনালে ওঠে মেন ইন ইয়েলো । তবে ফের ফাইনালে মুম্বইয়ের কাছে হারে চেন্নাই ।

প্রত্যাবর্তনের পর গতবছর সানরাইজ়ার্সের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হয় CSK
প্রত্যাবর্তনের পর গতবছর সানরাইজ়ার্সের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হয় CSK

দু'বছরের নির্বাসন থেকে প্রত্যাবর্তনের পর গতবছর সানরাইজ়ার্সের বিরুদ্ধে ফাইনাল জেতে চেন্নাই । এই বছরে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে আরও একবার ফাইনালে ধোনির চেন্নাই । সব মিলিয়ে দু'বছরের নির্বাসন বাদ দিলে 10 মরশুম খেলে 8 বার ফাইনালে ওঠার রেকর্ড গড়ল তারা ।

হায়দরাবাদ, 11 মে : দিল্লিকে হারিয়ে IPL ফাইনালে পৌঁছেছে CSK। এই নিয়ে 10 মরশুমে অষ্টম বারের জন্য ফাইনাল খেলার ছাড়পত্র পেল তারা। CSK-এর পর সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের । পঞ্চমবারের জন্য ফাইনালের টিকিট পেয়েছে তারা । আর দু'টো দলই তিনবার করে IPL জিতেছে ।

প্রথম IPL-এই ফাইনালে পৌঁছেছিল CSK । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল তারা । ফাইনালে অবশ্য চেন্নাইকে 3 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান । পরের বছর প্লে-অফে গেলেও ফাইনালে উঠতে পারেনি ধোনির দল । এরপর টানা 4 বছর ফাইনালে ওঠে CSK । চ্যাম্পিয়ন হয় দু'বার । রানার্স-আপ দু'বার ।

2011 সালে ব্যাঙ্গালোরকে 58 রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়
2011 সালে ব্যাঙ্গালোরকে 58 রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় CSK

2010 সালে ফাইনালে মুম্বইকে 22 রানে হারিয়ে প্রথমবারের জন্য IPL চ্যাম্পিয়ন হন ধোনিরা । পরের বছর ব্যাঙ্গালোরকে 58 রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় তারা । এরপর 2012 ও 2013 সালে ফাইনালে উঠলেও কলকাতা ও মুম্বইয়ের কাছে হেরে যায় CSK । 2014-তে উঠলে না পারলেও 2015 সালে আবার ফাইনালে ওঠে মেন ইন ইয়েলো । তবে ফের ফাইনালে মুম্বইয়ের কাছে হারে চেন্নাই ।

প্রত্যাবর্তনের পর গতবছর সানরাইজ়ার্সের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হয় CSK
প্রত্যাবর্তনের পর গতবছর সানরাইজ়ার্সের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হয় CSK

দু'বছরের নির্বাসন থেকে প্রত্যাবর্তনের পর গতবছর সানরাইজ়ার্সের বিরুদ্ধে ফাইনাল জেতে চেন্নাই । এই বছরে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে আরও একবার ফাইনালে ধোনির চেন্নাই । সব মিলিয়ে দু'বছরের নির্বাসন বাদ দিলে 10 মরশুম খেলে 8 বার ফাইনালে ওঠার রেকর্ড গড়ল তারা ।

Srinagar (JandK), May 10 (ANI): Jammu and Kashmir government took a unique initiative to promote sports in the state. They conducted special camps to promote soft tennis in Srinagar on Thursday. It was held at Multi Sports Activity Center in Gindun Stadium in Rajbagh. The event aimed to make students learn about the new techniques.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.