হায়দরাবাদ, 11 মে : দিল্লিকে হারিয়ে IPL ফাইনালে পৌঁছেছে CSK। এই নিয়ে 10 মরশুমে অষ্টম বারের জন্য ফাইনাল খেলার ছাড়পত্র পেল তারা। CSK-এর পর সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের । পঞ্চমবারের জন্য ফাইনালের টিকিট পেয়েছে তারা । আর দু'টো দলই তিনবার করে IPL জিতেছে ।
প্রথম IPL-এই ফাইনালে পৌঁছেছিল CSK । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল তারা । ফাইনালে অবশ্য চেন্নাইকে 3 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান । পরের বছর প্লে-অফে গেলেও ফাইনালে উঠতে পারেনি ধোনির দল । এরপর টানা 4 বছর ফাইনালে ওঠে CSK । চ্যাম্পিয়ন হয় দু'বার । রানার্স-আপ দু'বার ।
2010 সালে ফাইনালে মুম্বইকে 22 রানে হারিয়ে প্রথমবারের জন্য IPL চ্যাম্পিয়ন হন ধোনিরা । পরের বছর ব্যাঙ্গালোরকে 58 রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় তারা । এরপর 2012 ও 2013 সালে ফাইনালে উঠলেও কলকাতা ও মুম্বইয়ের কাছে হেরে যায় CSK । 2014-তে উঠলে না পারলেও 2015 সালে আবার ফাইনালে ওঠে মেন ইন ইয়েলো । তবে ফের ফাইনালে মুম্বইয়ের কাছে হারে চেন্নাই ।
দু'বছরের নির্বাসন থেকে প্রত্যাবর্তনের পর গতবছর সানরাইজ়ার্সের বিরুদ্ধে ফাইনাল জেতে চেন্নাই । এই বছরে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে আরও একবার ফাইনালে ধোনির চেন্নাই । সব মিলিয়ে দু'বছরের নির্বাসন বাদ দিলে 10 মরশুম খেলে 8 বার ফাইনালে ওঠার রেকর্ড গড়ল তারা ।