ETV Bharat / sports

চেন্নাইকে হারিয়ে IPL ফাইনালে মুম্বই - ipl

প্রথম দল হিসেবে IPL ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স । এনিয়ে পঞ্চমবার ফাইনালে উঠল তারা । আজ 132 রান তাড়া করতে নেমে 9 বল বাকি থাকতেই 6 উইকেটে জিতে যায় মুম্বই । মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ 71 রান করেন সূর্য কুমার যাদব ।

সূর্য কুমার যাদব
author img

By

Published : May 7, 2019, 11:09 PM IST

চেন্নাই, 7 মে : চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে IPL ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স । এনিয়ে পঞ্চমবার ফাইনালে উঠল তারা । যদিও অষ্টমবারের জন্য টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর সুযোগ এখনও রয়েছে চেন্নাইয়ের কাছে । আজ 132 রান তাড়া করতে নেমে 9 বল বাকি থাকতেই 6 উইকেটে জিতে যায় মুম্বই । মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ 71 রান করেন সূর্য কুমার যাদব । তাঁকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিশান । তিনি করেন 28 । চলতি IPL-এ গ্রুপ পর্বের দু'টি ম্যাচেই মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে ।

আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি । মন্থর পিচে শুরু থেকেই স্পিনারদের দিয়ে বল করান রোহিত শর্মা । একের পর এক উইকেট হারাতে থাকে চেন্নাই । প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে মাত্র 6 রান ওঠার পর তৃতীয় ওভারের শুরুতেই ডু'প্লেসিকে ফিরিয়ে দেন রাহুল চাহার । সুরেশ রায়নাও ফিরে যান জয়ন্ত যাদবের বলে । 6 ওভার শেষের আগেই ক্রুনাল পান্ডিয়ার শিকার হন ওয়াটসনও । মাত্র 32 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যান ধোনিরা । 12.1 ওভারে যখন ধোনি মাঠে নামেন তখন দলের স্কোর 4 উইকেট হারিয়ে মাত্র 65 । সেখান থেকে CSK-কে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন অধিনায়ক ধোনি ও রায়ডু । চেন্নাইয়ের ইনিংসের প্রথম ছক্কাটি আসে 14তম ওভারে । নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 131 রান তোলে ধোনির দল । মুম্বইয়ের হয়ে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে গুরুত্বপূর্ণ 2টি উইকেট তুলে নেন রাহুল চাহার । একটি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া ও জয়ন্ত যাদব ।

132 তাড়া করতে নেমে প্রথমেই অধিনায়ক রোহিতকে হারায় মুম্বই । ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মা আউট হন দীপক চহারের বলে । অপর ওপেনার কুইন্টন ডি'ককও ফিরে যান মাত্র 8 রানের মাথায় । তারপর দলের হাল ধরেন সূর্য কুমার যাদব ও ঈশান কিশান । 80 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ দলকে জয়ের কাছে নিয়ে যায় । ঈশান আউট হয়ে গেলেও দলকে জিতিয়ে ফেরেন সূর্য কুমার যাদব । চেন্নাইয়ের হয়ে দু'টি উইকেট নিয়ে আশার আলো জ্বালিয়েছিলেন ইমরান তাহির । তবে শেষ পর্যন্ত ন'বছর পরও ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে জয় অধরা থাকল CSK-র ।

চেন্নাই, 7 মে : চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে IPL ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স । এনিয়ে পঞ্চমবার ফাইনালে উঠল তারা । যদিও অষ্টমবারের জন্য টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর সুযোগ এখনও রয়েছে চেন্নাইয়ের কাছে । আজ 132 রান তাড়া করতে নেমে 9 বল বাকি থাকতেই 6 উইকেটে জিতে যায় মুম্বই । মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ 71 রান করেন সূর্য কুমার যাদব । তাঁকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিশান । তিনি করেন 28 । চলতি IPL-এ গ্রুপ পর্বের দু'টি ম্যাচেই মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে ।

আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি । মন্থর পিচে শুরু থেকেই স্পিনারদের দিয়ে বল করান রোহিত শর্মা । একের পর এক উইকেট হারাতে থাকে চেন্নাই । প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে মাত্র 6 রান ওঠার পর তৃতীয় ওভারের শুরুতেই ডু'প্লেসিকে ফিরিয়ে দেন রাহুল চাহার । সুরেশ রায়নাও ফিরে যান জয়ন্ত যাদবের বলে । 6 ওভার শেষের আগেই ক্রুনাল পান্ডিয়ার শিকার হন ওয়াটসনও । মাত্র 32 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যান ধোনিরা । 12.1 ওভারে যখন ধোনি মাঠে নামেন তখন দলের স্কোর 4 উইকেট হারিয়ে মাত্র 65 । সেখান থেকে CSK-কে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন অধিনায়ক ধোনি ও রায়ডু । চেন্নাইয়ের ইনিংসের প্রথম ছক্কাটি আসে 14তম ওভারে । নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 131 রান তোলে ধোনির দল । মুম্বইয়ের হয়ে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে গুরুত্বপূর্ণ 2টি উইকেট তুলে নেন রাহুল চাহার । একটি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া ও জয়ন্ত যাদব ।

132 তাড়া করতে নেমে প্রথমেই অধিনায়ক রোহিতকে হারায় মুম্বই । ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মা আউট হন দীপক চহারের বলে । অপর ওপেনার কুইন্টন ডি'ককও ফিরে যান মাত্র 8 রানের মাথায় । তারপর দলের হাল ধরেন সূর্য কুমার যাদব ও ঈশান কিশান । 80 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ দলকে জয়ের কাছে নিয়ে যায় । ঈশান আউট হয়ে গেলেও দলকে জিতিয়ে ফেরেন সূর্য কুমার যাদব । চেন্নাইয়ের হয়ে দু'টি উইকেট নিয়ে আশার আলো জ্বালিয়েছিলেন ইমরান তাহির । তবে শেষ পর্যন্ত ন'বছর পরও ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে জয় অধরা থাকল CSK-র ।

Ranchi (Jharkhand), May 06 (ANI): Cricket legend Mahendra Singh Dhoni cast his vote in Jharkhand's Ranchi today. He reached at Jawahar Vidya Mandir polling booth to cast his vote. He came along with his family while casting the vote. He was also accompanied by his wife Sakshi Dhoni, daughter Ziva Dhoni and his parents. Fifth phase of LS elections are underway for 51 parliamentary constituencies across 7 states in India today.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.