ETV Bharat / sports

রাসেলের ব্যাটিং দুর্বলতা সামনে আনলেন কুলদীপ - Andrew russail

রাসেলের দুর্বলতা ধরে ফেলেছেন। ফলে বিশ্বকাপে রাসেলকে বল করতে হবে না বলে মনে করছেন কুলদীপ।

কুলদীপ যাদব
author img

By

Published : Apr 12, 2019, 4:24 AM IST

কলকাতা, 12 এপ্রিল : আন্দ্রে রাসেলের ব্যাটিং দুর্বলতা প্রকাশ্যে আনলেন কুলদীপ যাদব। কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার চলতি IPL-এ বিপক্ষের ত্রাস। তার ব্যাটিং তাণ্ডবে ভর করে বিপক্ষের নিশ্চিত জয়ের সম্ভাবনায় জল ঢালতে সক্ষম হয়েছে KKR। কিন্তু কলকাতার সাজঘরে রাসেলের ভারতীয় সতীর্থ কুলদীপ যাদব বলছেন, ক্যারিবিয়ান অলরাউন্ডারের দুর্বলতা তিনি পেয়ে গেছেন।

দুর্বলতা ধরে ফেলেছেন বলে বিশ্বকাপের আগে রাসেলকে নিয়ে প্রস্তুতি সারতে সুবিধা হবে বলে মনে করেন কুলদীপ। তাঁর কথায়, "বল স্পিন করলে সামান্য হলেও মুশকিলে পড়েন রাসেল। আরও একটি দুর্বলতা রয়েছে ক্যারিবিয়ান মাস্টার ব্লাস্টারের। যা আমি বিশ্বকাপে কাজে লাগাতে চাই। সেই পরিকল্পনা রূপায়ণে কাজ করছি। আমি জানি রাসেলকে কীভাবে থামাতে হয়।"

রাসেলের বিরুদ্ধে নেটে বল করেন না কুলদীপ। তাঁর মতে স্পিনারদের বিরুদ্ধে ঝুঁকি নিতে ভয় পান ক্যারিবিয়ান তারকা। তবে পেসারদের বিরুদ্ধে রাসেল ভয়ঙ্কর।

টিম ইন্ডিয়ার স্পিনার বলছেন তাঁর স্বপ্ন বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়া। বিশ্বকাপ সেমিফাইনালে পাঁচ উইকেট নেওয়ার স্বপ্নও রয়েছে কুলদীপের চোখে।

বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা বললেও চলতি IPL-এ ছন্দে নেই কুলদীপ। অন্তত এখনও পর্যন্ত তাঁকে প্রত্যাশিত ছন্দে বল করতে দেখা যায়নি। তবে এজন্য তিনি চিন্তিত নন। কুলদীপ মনে করেন এখন তাঁর খেলা অনেকটাই পরিণত। একই সঙ্গে তাঁর অভিযোগ, ইডেনের উইকেট আগের মতো স্পিনার বন্ধু নয়। তিন থেকে চারবছর আগেও ছিল।

বিরাট কোহলির RCB চলতি IPL-এ ব্যর্থতার অন্ধকারে। তবে ভারতীয় দলের অধিনায়কের এই ধারাবাহিক ব্যর্থতায় চিন্তিত নন কুলদীপ। তাঁর মতে, দেশের হয়ে খেলার সময় ভিন্ন ধারার ক্ষুধার্ত হয়ে ওঠেন কোহলি। IPL-এর ধকল সামলে বিশ্বকাপের চ্যালেঞ্জ সামলাতে হবে। কুলদীপ বলছেন, "শারীরিক ধকল নয়, আত্মবিশ্বাসই তাঁদের বিশ্বকাপে ভালো খেলতে সাহায্য করবে।"

কলকাতা, 12 এপ্রিল : আন্দ্রে রাসেলের ব্যাটিং দুর্বলতা প্রকাশ্যে আনলেন কুলদীপ যাদব। কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার চলতি IPL-এ বিপক্ষের ত্রাস। তার ব্যাটিং তাণ্ডবে ভর করে বিপক্ষের নিশ্চিত জয়ের সম্ভাবনায় জল ঢালতে সক্ষম হয়েছে KKR। কিন্তু কলকাতার সাজঘরে রাসেলের ভারতীয় সতীর্থ কুলদীপ যাদব বলছেন, ক্যারিবিয়ান অলরাউন্ডারের দুর্বলতা তিনি পেয়ে গেছেন।

দুর্বলতা ধরে ফেলেছেন বলে বিশ্বকাপের আগে রাসেলকে নিয়ে প্রস্তুতি সারতে সুবিধা হবে বলে মনে করেন কুলদীপ। তাঁর কথায়, "বল স্পিন করলে সামান্য হলেও মুশকিলে পড়েন রাসেল। আরও একটি দুর্বলতা রয়েছে ক্যারিবিয়ান মাস্টার ব্লাস্টারের। যা আমি বিশ্বকাপে কাজে লাগাতে চাই। সেই পরিকল্পনা রূপায়ণে কাজ করছি। আমি জানি রাসেলকে কীভাবে থামাতে হয়।"

রাসেলের বিরুদ্ধে নেটে বল করেন না কুলদীপ। তাঁর মতে স্পিনারদের বিরুদ্ধে ঝুঁকি নিতে ভয় পান ক্যারিবিয়ান তারকা। তবে পেসারদের বিরুদ্ধে রাসেল ভয়ঙ্কর।

টিম ইন্ডিয়ার স্পিনার বলছেন তাঁর স্বপ্ন বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়া। বিশ্বকাপ সেমিফাইনালে পাঁচ উইকেট নেওয়ার স্বপ্নও রয়েছে কুলদীপের চোখে।

বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা বললেও চলতি IPL-এ ছন্দে নেই কুলদীপ। অন্তত এখনও পর্যন্ত তাঁকে প্রত্যাশিত ছন্দে বল করতে দেখা যায়নি। তবে এজন্য তিনি চিন্তিত নন। কুলদীপ মনে করেন এখন তাঁর খেলা অনেকটাই পরিণত। একই সঙ্গে তাঁর অভিযোগ, ইডেনের উইকেট আগের মতো স্পিনার বন্ধু নয়। তিন থেকে চারবছর আগেও ছিল।

বিরাট কোহলির RCB চলতি IPL-এ ব্যর্থতার অন্ধকারে। তবে ভারতীয় দলের অধিনায়কের এই ধারাবাহিক ব্যর্থতায় চিন্তিত নন কুলদীপ। তাঁর মতে, দেশের হয়ে খেলার সময় ভিন্ন ধারার ক্ষুধার্ত হয়ে ওঠেন কোহলি। IPL-এর ধকল সামলে বিশ্বকাপের চ্যালেঞ্জ সামলাতে হবে। কুলদীপ বলছেন, "শারীরিক ধকল নয়, আত্মবিশ্বাসই তাঁদের বিশ্বকাপে ভালো খেলতে সাহায্য করবে।"

Intro:নাইট অনুশীলন


Body:কুলদীপ প্রকাশ্যে আনলেন রাসেলের দূর্বলতা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.