ETV Bharat / sports

রাসেল ঝড়ে উড়ে গেল RCB - kolkata

বিধ্বংসী আন্দ্রে রাসেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে উড়িয়ে দিল KKR।

আন্দ্রে রাসেল
author img

By

Published : Apr 5, 2019, 11:49 PM IST

Updated : Apr 6, 2019, 1:10 AM IST


বেঙ্গালুরু, 6 এপ্রিল : ধুমধাড়াক্কা ব্যাটিংই বলা চলে। 13 বলে 48 রান ! যখন ম্যাচ হাতের মুঠো থেকে প্রায় বেরিয়ে গেছে তখনই শুরু হল রাসেল ধামাকা। গতকাল সন্ধ্যায় কলকাতায় ঝড় উঠেছিল। প্রবল ঝড়ে উপড়েছে গাছ-পালা। আর রাতে রাসেল ঝড় উঠল বেঙ্গালুরুতে। তাতেই স্তব্ধ বিরাট কোহলির দল।

এদিন অবশ্য হারার মতো খেলেনি RCB। নির্ধারিত 20 ওভারে 205 রান তোলে তারা। ফর্ম ফিরে পান কোহলি। মাত্র 49 বলে 84 রান করেন। ইনিংসে ছিল 2টি ছয় ও 9টি চার। দুর্দান্ত ইনিংস খেলে যান ডি'ভিলিয়ার্সও। 32 বলে 63 রান করেন তিনি। শেষদিকে মার্কাস স্টোয়নিস 28 রানের ঝকঝকে ইনিংস খেলেন। নাইট বোলারদের মধ্যে আশাপ্রদ পারফরমেন্স কেউই করতে পারেননি।

এদিকে, গতকাল ফের একবার সুনীল নারিনকে ওপেনিংয়ে ফিরিয়ে আনেন ক্যাপ্টেন দীনেশ কার্তিক। কিন্তু, ব্যাট হাতে ব্যর্থ নারিন। মাত্র 10 রানে ফিরে যান তিনি। উথাপ্পা করেন 33 রান। নীতিশ রানা মাত্র 23 বলে 37 রান করেন। তবে, সেরার সেরা রাসেলই। মাত্র 13 বলে 48 করেন তিনি। ইনিংসে ছিল 7টি ছয়, একটি চার।

এখনও চারটি ম্যাচ খেলেছে KKR। জিতেছে তিনটি ম্যাচ। তিনটি ম্যাচেই অসাধারণ পারফর্ম করেছেন রাসেল। গত ম্যাচে দিল্লির কাছে হারলেও ব্যাট হাতে রাসেল ছিলেন অপ্রতিরোধ্য। তাই, তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করছেন KKR সমর্থকরা। ভরসার নাম যে রাসেল।


বেঙ্গালুরু, 6 এপ্রিল : ধুমধাড়াক্কা ব্যাটিংই বলা চলে। 13 বলে 48 রান ! যখন ম্যাচ হাতের মুঠো থেকে প্রায় বেরিয়ে গেছে তখনই শুরু হল রাসেল ধামাকা। গতকাল সন্ধ্যায় কলকাতায় ঝড় উঠেছিল। প্রবল ঝড়ে উপড়েছে গাছ-পালা। আর রাতে রাসেল ঝড় উঠল বেঙ্গালুরুতে। তাতেই স্তব্ধ বিরাট কোহলির দল।

এদিন অবশ্য হারার মতো খেলেনি RCB। নির্ধারিত 20 ওভারে 205 রান তোলে তারা। ফর্ম ফিরে পান কোহলি। মাত্র 49 বলে 84 রান করেন। ইনিংসে ছিল 2টি ছয় ও 9টি চার। দুর্দান্ত ইনিংস খেলে যান ডি'ভিলিয়ার্সও। 32 বলে 63 রান করেন তিনি। শেষদিকে মার্কাস স্টোয়নিস 28 রানের ঝকঝকে ইনিংস খেলেন। নাইট বোলারদের মধ্যে আশাপ্রদ পারফরমেন্স কেউই করতে পারেননি।

এদিকে, গতকাল ফের একবার সুনীল নারিনকে ওপেনিংয়ে ফিরিয়ে আনেন ক্যাপ্টেন দীনেশ কার্তিক। কিন্তু, ব্যাট হাতে ব্যর্থ নারিন। মাত্র 10 রানে ফিরে যান তিনি। উথাপ্পা করেন 33 রান। নীতিশ রানা মাত্র 23 বলে 37 রান করেন। তবে, সেরার সেরা রাসেলই। মাত্র 13 বলে 48 করেন তিনি। ইনিংসে ছিল 7টি ছয়, একটি চার।

এখনও চারটি ম্যাচ খেলেছে KKR। জিতেছে তিনটি ম্যাচ। তিনটি ম্যাচেই অসাধারণ পারফর্ম করেছেন রাসেল। গত ম্যাচে দিল্লির কাছে হারলেও ব্যাট হাতে রাসেল ছিলেন অপ্রতিরোধ্য। তাই, তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করছেন KKR সমর্থকরা। ভরসার নাম যে রাসেল।

Saharanpur (Uttar Pradesh), Apr 05 (ANI): After Prime Minister Narendra Modi recalled Congress leader Imran Masood's 'boti boti' remark during his rally in Saharanpur; the latter said that the former was trying to 'influence' his large Hindu supporters in Saharanpur through such language. Masood added that that PM Modi should talk about issues such as unemployment and what the BJP did in its tenure.

Last Updated : Apr 6, 2019, 1:10 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.