কলকাতা, 23 এপ্রিল : দলের একাংশের মুম্বইতে থেকে যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন জ্যাক কালিস । পাশাপাশি নাইটদের সাজঘরের আকাশে ঘূর্ণাবর্তের আশঙ্কার সম্ভাবনাকে ফুৎকারে উড়িয়েও দিলেন । কালিস বলেন, মানসিক ক্লান্তি কাটিয়ে দল IPL-র বাকি ম্যাচের চ্যালেঞ্জ নিতে তৈরি ।
দলের ভারতীয় ক্রিকেটাররা মুম্বইতে । যারা শহরে আছেন তাঁদের নিয়েই ইডেনে রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত জ্যাক কালিস । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাইট কোচ বলেন, “আমার মনে হয় ছেলেদের বিশ্রামের দরকার ছিল । ছেলেরা কয়েকদিনের বিশ্রাম চেয়েছিল যাতে তারা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে । আমাদের কয়েকটা ম্যাচে খারাপ পারফরমেন্স হয়েছে । তাই কয়েকজন ক্রিকেটার নিজেদের প্র্যাকটিস মুম্বইতে করতে চেয়েছিল । যা এখানে ঠিকভাবে হচ্ছিল না ।” তিনি আরও বলেন, "দলে নেতিবাচক চিন্তা সমস্যা তৈরি করছে । দলের অভ্যন্তরীণ সমস্যার কারণ নিয়ে বিভিন্ন মত তৈরি হচ্ছে ।" এই বক্তব্যের সমর্থনে তিনি বলেন, “আমি বলব না যে ছেলেরা হতাশ । তারা জানে প্লে অফে যাওয়ার সুযোগ তাদের সামনে রয়েছে । তারা নিজেদের পারফরমেন্সের উন্নতির ব্যাপারেও সতর্ক ।”
গত কয়েকটি ম্যাচে ফর্মে থাকা আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে নাইট সংসারে অশান্তি রয়েছে । কারণ ক্যারিবিয়ান অলরাউন্ডার নিজেই উপরে ব্যাট করার কথা বলেছেন । বিষয়টি কানে গেছে কোচ জ্যাক কালিসের । তিনি বলেছেন রাসেলকে নিয়ে তাঁদের পরিকল্পনা রয়েছে । তবে তাঁকে উপরের দিকে পাঠানোর কথা চিন্তা করেননি । পরিস্থিতি অনুযায়ী বিষয়টি নিয়ে ভাবার ইঙ্গিত দিয়েছেন তিনি । রান তাড়া করতে নাইটরা স্বচ্ছন্দ । সেক্ষেত্রে দীনেশ কার্তিকের অধিনায়কত্বের ত্রুটি চোখে পড়েনি বলে জানিয়েছেন তিনি । এমন কী বিষয়টি নিয়ে চিন্তাও করেননি বলে মন্তব্য কিংবদন্তি প্রোটিয়ার ।
প্লে অফে যেতে হলে বাকি চারটে ম্যাচের প্রতিটিতে জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে । এর আগে এইরকম পরিস্থিতি KKR সামলেছে । 11টি ম্যাচ জয়ের নজির রয়েছে নাইটদের । কালিস তাই মনে করেন, আগে যদি সম্ভব হয়ে থাকে তাহলে এবারও তার পুনরাবৃত্তি সম্ভব । তবে বোলারদের পারফরমেন্সের উন্নতি প্রয়োজন বলে মনে করেন তিনি ।
বলা হচ্ছে, দলের ধারাবাহিক পরাজয়ে দলের মালিক শাহরুখ খান ক্ষুব্ধ । এব্যাপারে তিনি অধিনায়ক কার্তিকের সঙ্গে নাকি কথাও বলেছেন । কিন্তু কালিস একথা জানেন না । দীনেশ কার্তিক আগামীকাল শহরে ফিরলে তিনি এই নিয়ে কথা বলতে চান । তবে ক্রমাগত হার যে মজার বিষয় নয় তা মানছেন কোচ জ্যাক কালিস ।