ETV Bharat / sports

গেইল ঝড় থামিয়ে জয়ের পরিকল্পনা KKR-এর - kolkata

বছর দশেক আগের IPL-এর আসর হলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচকে বীর-জ়ারার বলিউডি চিত্রনাট্যে রাঙানো হত। তবে বুধসন্ধ্যায় ইডেনমুখী দর্শকরা বাইশ গজে রাসেল বনাম ক্রিস গেইলের দ্বৈরথ দেখতে বেশি আগ্রহী।

author img

By

Published : Mar 27, 2019, 3:12 AM IST

কলকাতা, ২৭ মার্চ : ক্রিকেটের নিয়মে থেকেও রবিচন্দ্রন অশ্বিন খেলার স্পিরিট ভাঙার দায়ে সমালোচিত। তবে অশ্বিনকে মানকডিং সম্পর্কিত কোনও প্রশ্ন করা যাবে না, গতকাল সাংবাদিক সম্মেলনের শুরুতেই KKR-এর মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন সেই কথা। সেই সংক্রান্ত প্রশ্নের প্রতিক্রিয়া নিয়ে যাতে কোনও বিতর্ক না হয় তার জন্যে দলের পক্ষে পাঠানো হয়েছিল লকি ফার্গুসনকে। নিউজ়িল্যান্ডের ক্রিকেটাররা ভদ্রভাবে ক্রিকেট খেলার জন্য পরিচিত। দেশীয় ক্রিকেটের ঐতিহ্য বজায় রেখে IPL-এ নাইটদের সাজঘরের আবহাওয়ার ইঙ্গিত দিলেন ফার্গুসন। সেই সঙ্গে জানালেন ইডেনে কী ভাবে তারা কিংস ইলেভেন পঞ্জাব-এর চ্যালেঞ্জ সামলাবেন। এদিকে বিকেলে পঞ্জাব দলটির অপশনাল প্র্যাকটিস থাকায় ক্রিকেটারদের বেশিরভাই ইডেনমুখো হননি। তাই কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়কের সেই সংক্রান্ত কোনও বক্তব্য জানা যায়নি।

বছর দশেক আগের IPL-এর আসর হলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচকে বীর-জ়ারার বলিউডি চিত্রনাট্যে রাঙানো হত। তবে বুধসন্ধ্যায় ইডেনমুখী দর্শকরা বাইশ গজে রাসেল বনাম ক্রিস গেইলের দ্বৈরথ দেখতে বেশি আগ্রহী। সাংবাদিক সম্মেলনে নাইট পেসার লকি ফার্গুসন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেলের প্রশংসা করে জানান, IPL-এ রাসেলের সঙ্গে সাজঘর ভাগাভাগি করতে পেরে তিনি ভাগ্যবান।

হায়দরাবাদকে উড়িয়ে দেওয়ার রাতে জয়োৎসব পালন করলেও KKR পঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। পঞ্জাব চিরকালই বল্লে বল্লে ক্রিকেট খেলতে ভালোবাসে। দলে ক্রিস গেইলের উপস্থিতি সেই ধামাকা ক্রিকেটে বাড়তি মশলা যোগ করবে বলাই বাহুল্য। প্রথম ম্যাচে তার ট্রেলার কিছুটা দেখিয়েছে তারা। ভরা ইডেনে ইউনিভার্স বস তার স্বদেশীয় অলরাউন্ডারকে পালটা বার্তা দিতে চাইবেন ধরে নেওয়া যায়। ইডেনে তাই গেইল ঝড় সামলানো নাইট বোলারদের বাড়তি চ্যালেঞ্জ। তবে ফার্গুসন বলছেন গেইলকে নিয়ে আলাদা অঙ্কের পাশাপাশি পুরো পঞ্জাব দলকে নিয়েই ছক কষা আছে তাদের।

বদলে যাওয়া ইডেনের বাইশ গজে সবুজের জোরালো আভা। যার জেরে নাইট বোলিং ডিপার্টমেন্টে পীযূষ চাওলাকে ডাগ আউটে জায়গা দিতে পারে। প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পাওয়া সুনীল নারাইন মঙ্গলবার ইডেনে চুটিয়ে হাত ঘোরালেন। যা জ্যাক কালিস ও নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের মুখে হাসি ফুটিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বুধসন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রকৃতির আচরণ কি হবে তা বলবে সময়। তবে বাইশ গজে ব্যাটে বলের ঝড় যে উঠবে তা বলা যায়।

কলকাতা, ২৭ মার্চ : ক্রিকেটের নিয়মে থেকেও রবিচন্দ্রন অশ্বিন খেলার স্পিরিট ভাঙার দায়ে সমালোচিত। তবে অশ্বিনকে মানকডিং সম্পর্কিত কোনও প্রশ্ন করা যাবে না, গতকাল সাংবাদিক সম্মেলনের শুরুতেই KKR-এর মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন সেই কথা। সেই সংক্রান্ত প্রশ্নের প্রতিক্রিয়া নিয়ে যাতে কোনও বিতর্ক না হয় তার জন্যে দলের পক্ষে পাঠানো হয়েছিল লকি ফার্গুসনকে। নিউজ়িল্যান্ডের ক্রিকেটাররা ভদ্রভাবে ক্রিকেট খেলার জন্য পরিচিত। দেশীয় ক্রিকেটের ঐতিহ্য বজায় রেখে IPL-এ নাইটদের সাজঘরের আবহাওয়ার ইঙ্গিত দিলেন ফার্গুসন। সেই সঙ্গে জানালেন ইডেনে কী ভাবে তারা কিংস ইলেভেন পঞ্জাব-এর চ্যালেঞ্জ সামলাবেন। এদিকে বিকেলে পঞ্জাব দলটির অপশনাল প্র্যাকটিস থাকায় ক্রিকেটারদের বেশিরভাই ইডেনমুখো হননি। তাই কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়কের সেই সংক্রান্ত কোনও বক্তব্য জানা যায়নি।

বছর দশেক আগের IPL-এর আসর হলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচকে বীর-জ়ারার বলিউডি চিত্রনাট্যে রাঙানো হত। তবে বুধসন্ধ্যায় ইডেনমুখী দর্শকরা বাইশ গজে রাসেল বনাম ক্রিস গেইলের দ্বৈরথ দেখতে বেশি আগ্রহী। সাংবাদিক সম্মেলনে নাইট পেসার লকি ফার্গুসন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেলের প্রশংসা করে জানান, IPL-এ রাসেলের সঙ্গে সাজঘর ভাগাভাগি করতে পেরে তিনি ভাগ্যবান।

হায়দরাবাদকে উড়িয়ে দেওয়ার রাতে জয়োৎসব পালন করলেও KKR পঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। পঞ্জাব চিরকালই বল্লে বল্লে ক্রিকেট খেলতে ভালোবাসে। দলে ক্রিস গেইলের উপস্থিতি সেই ধামাকা ক্রিকেটে বাড়তি মশলা যোগ করবে বলাই বাহুল্য। প্রথম ম্যাচে তার ট্রেলার কিছুটা দেখিয়েছে তারা। ভরা ইডেনে ইউনিভার্স বস তার স্বদেশীয় অলরাউন্ডারকে পালটা বার্তা দিতে চাইবেন ধরে নেওয়া যায়। ইডেনে তাই গেইল ঝড় সামলানো নাইট বোলারদের বাড়তি চ্যালেঞ্জ। তবে ফার্গুসন বলছেন গেইলকে নিয়ে আলাদা অঙ্কের পাশাপাশি পুরো পঞ্জাব দলকে নিয়েই ছক কষা আছে তাদের।

বদলে যাওয়া ইডেনের বাইশ গজে সবুজের জোরালো আভা। যার জেরে নাইট বোলিং ডিপার্টমেন্টে পীযূষ চাওলাকে ডাগ আউটে জায়গা দিতে পারে। প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পাওয়া সুনীল নারাইন মঙ্গলবার ইডেনে চুটিয়ে হাত ঘোরালেন। যা জ্যাক কালিস ও নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের মুখে হাসি ফুটিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বুধসন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রকৃতির আচরণ কি হবে তা বলবে সময়। তবে বাইশ গজে ব্যাটে বলের ঝড় যে উঠবে তা বলা যায়।

Intro:সাংবাদিক সম্মেলনের শুরুতে কেকেআর এর মিডিয়া ম্যানেজার জানিয়েদিলেন অশ্বিন কান্ড নিয়ে কোন প্রশ্ন করা যাবে না। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে গরম ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি মানে নিমন্ত্রন বাড়িতে অভ্যাগতদের খাওয়ারের তালিকায় ডুস এবং ডোন্ট ঝুলিয়ে দেওয়া। ফেয়ার ক্রিকেট খেলার নম্বর দৌড়ে কেকেআর তালিকার ওপরের দিকে থাকতে আগ্রহী। অশ্বিন কান্ডের প্রতিক্রিয়া জানাতে যাতে উটকো ঝামেলা না সৃষ্টি হয় সেজন্য পাঠানো হয়েছিল লোকি ফার্গুসন কে। নিউজিল্যান্ডের ক্রিকেটার রা সাধারণত ভদ্র ভাবে ক্রিকেট খেলে থাকন। দেশীয় ক্রিকেটের ঐতিহ্য বজায় রেখে আইপিএলে নাইটদের সাজঘরে র আবহাওয়ার ইঙ্গিত দিলেন। সঙ্গে জানালেন ইডেনে কীভাবে তারা বুধসন্ধ্যায় কিংস ইলেভেন পঞ্জাব এর চ্যালেঞ্জ সামলাবেন।


Body:বছর দশেক আগের আইপিএল এর আসর হলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ কে বীরজারার বলিউডি চিত্রনাট্যে রাঙানো হত। বর্তমানে বলিউড বাদশা তার গড় রক্ষায় বাড়তি মনোযোগী। তাই ইডেনে ম্যাচ দেখতে এলেও সেই পরিচিত স্বতস্ফূর্ত তা দেখা যায়নি। আর প্রীতি জিন্টা তো দীপিকা ক্যাটরিনা দের দাপটে কবেই অস্তমিত। এককালে র সাবান সুন্দরী শুধুই স্মৃতি। বুধসন্ধ্যায় ইডেন তাই শাহরুখ বীর খান ও প্রীতি জারা জিন্টা র সেলুলয়েডের প্রেম নিয়ে আলোচনার চেয়ে বাইশ গজে রাসেল বনাম ক্রিস গেইলের দ্বৈরথ দেখতে বেশি আগ্রহী।
সাংবাদিক সম্মেলনে নাইট পেসার লোকি ফার্গুসন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল তান্ডবের প্রশংসায় নতুন বিশেষনের খোঁজ করলেন। এক ই সঙ্গে যোগ করলেন তিনি ভাগ্যবান , কারন আইপিএল বিশ্বে রাসেল তার সঙ্গে সাজঘর ভাগ করে ন।
হায়দরাবাদ কে উড়িয়ে দেওয়ার রাতে জয়োৎসব পালন হলেও কেকেআর পঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। পঞ্জাব চিরকাল ই বল্লে বল্লে ক্রিকেট খেলতে ভালোবাসে।দলে ক্রিস গেইলের উপস্থিতি সেই ধামাকা ক্রিকেটে বাড়তি মশলা যোগ করবে বলাই বাহুল্য।
ভরা ইডেনে ইউনিভার্স বস তার স্বদেশী য় অলরাউন্ডার কে পালটা বার্তা দিতে চাইবেন ধরে নেওয়া যায়। প্রথম ম্যাচে তার ট্রেলার কিছুটা দেখিয়েছেন। ইডেনে তাই গেইল ঝড় সামলানো নাইট বোলারদের বাড়তি চ্যালেঞ্জ।ফার্গুসন বলছেন গেইলকে নিয়ে আলাদা অঙ্কের সঙ্গে কিংস ইলেভেন পঞ্জাব দলকে নিয়ে ছক কষা আছে।
বদলে যাওয়া ইডেনের বাইশ গজে সবুজের জোরালো আভা। যা নাইট বোলিং ডিপার্টমেন্টে পীযূষ চাওলাকে ডাগ আউটে জায়গা দিতে পারে। প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পাওয়া সুনীল নারাইন মঙ্গলবার ইডেনে চুটিয়ে হাত ঘোরালেন। যা জ্যাক কালিস ও নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের মুখে হাসি ফুটিয়েছে।
ক্রিকেটের নিয়মে থেকেও রবিচন্দ্রন অশ্বিন স্পিরিট অব দ্য গেম ভাঙার দায়ে অভিযুক্ত। বিকেলে পঞ্জাব দলটির অপসনাল প্র্যাকটিস থাকায় বেশিরভাই ইডেন মুখো হননি। তাই কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়কের বক্তব্য ফের জানা যায়নি।
আবহাওয়ার পূর্বাভাসে বুধসন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রকৃতির আচরন কি হবে তা বলবে সময়। তবে বাইশ গজে ব্যাটে বলের ঝড় উঠবে তা বলা যায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.