ETV Bharat / sports

দিল্লির বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া চেন্নাই - আইপিএল 2020 খবর

নিজেদের শেষ ম্যাচে 16 রানে হেরে যায় ধোনির চেন্নাই সুপার কিংস ৷ এমনকি ফাফ ডুপ্লেসির দুরন্ত ইনিংসও ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না ৷ ফাফ ছাড়া কোনও চেন্নাই ক্রিকেটারই ম্যাচে দাগ কাটতে পারেনি ৷

দিল্লি ক্যাপিট্যালস বনাম চেন্নাই সুপার কিংস
দিল্লি ক্যাপিট্যালস বনাম চেন্নাই সুপার কিংস
author img

By

Published : Sep 25, 2020, 4:57 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 25 সেপ্টেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস জয়ে ফিরতে আজ ফের নামছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৷ প্রতিপক্ষ শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিট্যালস ৷ প্রথম ম্যাচের পারফরমেন্স ধরে রাখতে মরিয়া দিল্লিও ৷

নিজেদের শেষ ম্যাচে 16 রানে হেরে যায় ধোনির চেন্নাই সুপার কিংস ৷ এমনকি ফাফ ডুপ্লেসির দুরন্ত ইনিংসও ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না ৷ ফাফ ছাড়া কোনও চেন্নাই ক্রিকেটারই ম্যাচে দাগ কাটতে পারেনি ৷ এমনকি ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামার ধোনির সিদ্ধান্তও ব্যর্থ হয় ৷ তারপরই ভক্ত ও প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর, গৌতম গম্ভীর ও অনান্যদের সমালোচনার মুখে পড়েন ধোনি ৷ তবে ব্যাটিং অর্ডারে তাঁর নিচের দিকে নামার কারণ ব্যাখ্যা করেন মাহি ৷ এমনকি বোলারদের নিয়ে তিনি যে খুশি নন, তাও জানিয়ে দেন ৷

দিল্লি ক্যাপিট্যালস বনাম চেন্নাই সুপার কিংস

এছাড়া আনফিট অম্বাতি রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় খেলানোর সিদ্ধান্তও কাজ দেয়নি ৷ তাছাড়া দুটি ম্যাচেই চেন্নাইয়ের ওপেনাররা ব্যর্থ হয়েছেন ৷ যেটা টিম ম্যানেজমেন্টের কাছে একটা বড় সমস্যা ৷

দুটি ম্যাচেই ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামানো হয়েছে স্যাম কুরানকে ৷ দুটি ম্যাচেই ক্যামিও খেললেও ইংল্যান্ড অলরাউন্ডারের আরও কিছু সময় ক্রিজে কাটাতে হবে ৷ রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি তিনটি ছক্কা হাঁকালেও তা ম্যাচ জেতাতে পারেনি ৷ তাই এখন এটাই দেখার দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে কী রণনীতি নিয়ে খেলতে নামেন মহেন্দ্র সিং ধোনি ৷

দিল্লি ক্যাপিট্যালস বনাম চেন্নাই সুপার কিংস
দিল্লি বনাম চেন্নাই পরিসংখ্যান

অন্যদিকে শেষ ম্যাচে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছে দিল্লি ৷ দলকে সুপার ওভারে পৌঁছাতে বড় ভূমিকা নিয়েছিলেন মার্কাস স্টইনিস ৷ সুপার ওভারে রাবাডা নিজের প্রতিভা দেখান ৷

পঞ্জাবের বিরুদ্ধে দিল্লির টপ অর্ডার সেভাবে জ্বলে উঠতে পারেনি ৷ শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ৷ কিন্তু বড় রান রতে ব্যর্থ হন তাঁরা ৷ যদিও পরে স্টইনিস 21 বলে 53 করে দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যায় ৷

টিম ম্যানেজমেন্ট শুক্রবারও একই একাদশ নিয়ে হয়ত নামতে চলেছে ৷ তবে তাঁরা আশাবাদী দলের টপ অর্ডার রানে ফিরবে ৷

পঞ্জাবের বিরুদ্ধে দলের বোলাররা ভালো পারফর্ম করেন ৷ তবে দিল্লি অধিনায়কের অশ্বিনের চোট নিয়েই যত চিন্তা ৷ পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ওভারেই 2টি উইকেট তুলে নেন অশ্বিন ৷ কিন্তু তারপরই চোটের কারণে মাঠ ছাড়তে হয় এই স্পিনারকে ৷

দিল্লি ও চেন্নাইয়ের মধ্যে এখনও পর্যন্ত 21 টি ম্যাচ হয়েছে ৷ যার মধ্যে 15টি ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু নতুন মরশুমে দুটি দলই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবে তা বলাই বাহুল্য

দুবাই, 25 সেপ্টেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস জয়ে ফিরতে আজ ফের নামছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৷ প্রতিপক্ষ শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিট্যালস ৷ প্রথম ম্যাচের পারফরমেন্স ধরে রাখতে মরিয়া দিল্লিও ৷

নিজেদের শেষ ম্যাচে 16 রানে হেরে যায় ধোনির চেন্নাই সুপার কিংস ৷ এমনকি ফাফ ডুপ্লেসির দুরন্ত ইনিংসও ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না ৷ ফাফ ছাড়া কোনও চেন্নাই ক্রিকেটারই ম্যাচে দাগ কাটতে পারেনি ৷ এমনকি ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামার ধোনির সিদ্ধান্তও ব্যর্থ হয় ৷ তারপরই ভক্ত ও প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর, গৌতম গম্ভীর ও অনান্যদের সমালোচনার মুখে পড়েন ধোনি ৷ তবে ব্যাটিং অর্ডারে তাঁর নিচের দিকে নামার কারণ ব্যাখ্যা করেন মাহি ৷ এমনকি বোলারদের নিয়ে তিনি যে খুশি নন, তাও জানিয়ে দেন ৷

দিল্লি ক্যাপিট্যালস বনাম চেন্নাই সুপার কিংস

এছাড়া আনফিট অম্বাতি রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় খেলানোর সিদ্ধান্তও কাজ দেয়নি ৷ তাছাড়া দুটি ম্যাচেই চেন্নাইয়ের ওপেনাররা ব্যর্থ হয়েছেন ৷ যেটা টিম ম্যানেজমেন্টের কাছে একটা বড় সমস্যা ৷

দুটি ম্যাচেই ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামানো হয়েছে স্যাম কুরানকে ৷ দুটি ম্যাচেই ক্যামিও খেললেও ইংল্যান্ড অলরাউন্ডারের আরও কিছু সময় ক্রিজে কাটাতে হবে ৷ রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি তিনটি ছক্কা হাঁকালেও তা ম্যাচ জেতাতে পারেনি ৷ তাই এখন এটাই দেখার দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে কী রণনীতি নিয়ে খেলতে নামেন মহেন্দ্র সিং ধোনি ৷

দিল্লি ক্যাপিট্যালস বনাম চেন্নাই সুপার কিংস
দিল্লি বনাম চেন্নাই পরিসংখ্যান

অন্যদিকে শেষ ম্যাচে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছে দিল্লি ৷ দলকে সুপার ওভারে পৌঁছাতে বড় ভূমিকা নিয়েছিলেন মার্কাস স্টইনিস ৷ সুপার ওভারে রাবাডা নিজের প্রতিভা দেখান ৷

পঞ্জাবের বিরুদ্ধে দিল্লির টপ অর্ডার সেভাবে জ্বলে উঠতে পারেনি ৷ শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ৷ কিন্তু বড় রান রতে ব্যর্থ হন তাঁরা ৷ যদিও পরে স্টইনিস 21 বলে 53 করে দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যায় ৷

টিম ম্যানেজমেন্ট শুক্রবারও একই একাদশ নিয়ে হয়ত নামতে চলেছে ৷ তবে তাঁরা আশাবাদী দলের টপ অর্ডার রানে ফিরবে ৷

পঞ্জাবের বিরুদ্ধে দলের বোলাররা ভালো পারফর্ম করেন ৷ তবে দিল্লি অধিনায়কের অশ্বিনের চোট নিয়েই যত চিন্তা ৷ পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ওভারেই 2টি উইকেট তুলে নেন অশ্বিন ৷ কিন্তু তারপরই চোটের কারণে মাঠ ছাড়তে হয় এই স্পিনারকে ৷

দিল্লি ও চেন্নাইয়ের মধ্যে এখনও পর্যন্ত 21 টি ম্যাচ হয়েছে ৷ যার মধ্যে 15টি ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু নতুন মরশুমে দুটি দলই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবে তা বলাই বাহুল্য

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.