ETV Bharat / sports

দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা সৌরভকে নোটিস BCCI-র এথিক্স অফিসারের

স্বার্থের সংঘাত প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন নোটিস পাঠালেন সৌরভ গাঙ্গুলিকে। CAB প্রেসিডেন্ট থাকাকালীন IPL-এর দল দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা পদেও আছেন সৌরভ।

সৌরভ
author img

By

Published : Apr 3, 2019, 5:52 PM IST

মুম্বই, ৩ এপ্রিল : স্বার্থের সংঘাত প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন নোটিস পাঠালেন সৌরভ গাঙ্গুলিকে। CAB সভাপতি হয়েও IPL-এর দল দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা পদে আছেন সৌরভ। ডি কে জৈন বলেন, "তাঁর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই পরিপ্রেক্ষিতে তাঁকে (সৌরভ গাঙ্গুলি) একটি নোটিশ পাঠানো হয়েছে। সাতদিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে। তাঁর উত্তর পাওয়ার পর আমরা গোটা বিষয়টি খতিয়ে করব। তারপর তাঁর সঙ্গে আলোচনাতে বসার বিষয়ে সিদ্ধান্ত নেব।"

আগামী ১২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স হোম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। CAB পরিচালিত ইডেন গার্ডেন্সে ওই ম্যাচের আয়োজক হিসেবে দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এদিকে একইসময়ে পরামর্শদাতা হিসেবে CAB প্রেসিডেন্টকে দেখা যাবে দিল্লির ডাগ আউটে। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলে ইতিমধ্যেই দুই ক্রিকেটপ্রেমী চিঠি পাঠিয়েছেন BCCI-এর এথিক্স কমিটিকে। অম্বুডসম্যান ডি কে জৈন আপাতত BCCI-এর এথিক্স অফিসার হিসেবে দায়িত্বে আছেন।

এর আগে অবশ্য সৌরভ বলেছিলেন, "স্বার্থের সংঘাত হতে পারে, এমন কোনও পদে আমি এখন আর নেই। IPL গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছি। আমি CoA-র সঙ্গে কথা বলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দিল্লি ক্যাপিটালসের আমি শুধুমাত্র উপদেষ্টা, কোচ নই।" তবে এ বিষয় এবার কী জবাব দেন সৌরভ, সেটাই এখন দেখার।

মুম্বই, ৩ এপ্রিল : স্বার্থের সংঘাত প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন নোটিস পাঠালেন সৌরভ গাঙ্গুলিকে। CAB সভাপতি হয়েও IPL-এর দল দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা পদে আছেন সৌরভ। ডি কে জৈন বলেন, "তাঁর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই পরিপ্রেক্ষিতে তাঁকে (সৌরভ গাঙ্গুলি) একটি নোটিশ পাঠানো হয়েছে। সাতদিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে। তাঁর উত্তর পাওয়ার পর আমরা গোটা বিষয়টি খতিয়ে করব। তারপর তাঁর সঙ্গে আলোচনাতে বসার বিষয়ে সিদ্ধান্ত নেব।"

আগামী ১২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স হোম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। CAB পরিচালিত ইডেন গার্ডেন্সে ওই ম্যাচের আয়োজক হিসেবে দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এদিকে একইসময়ে পরামর্শদাতা হিসেবে CAB প্রেসিডেন্টকে দেখা যাবে দিল্লির ডাগ আউটে। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলে ইতিমধ্যেই দুই ক্রিকেটপ্রেমী চিঠি পাঠিয়েছেন BCCI-এর এথিক্স কমিটিকে। অম্বুডসম্যান ডি কে জৈন আপাতত BCCI-এর এথিক্স অফিসার হিসেবে দায়িত্বে আছেন।

এর আগে অবশ্য সৌরভ বলেছিলেন, "স্বার্থের সংঘাত হতে পারে, এমন কোনও পদে আমি এখন আর নেই। IPL গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছি। আমি CoA-র সঙ্গে কথা বলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দিল্লি ক্যাপিটালসের আমি শুধুমাত্র উপদেষ্টা, কোচ নই।" তবে এ বিষয় এবার কী জবাব দেন সৌরভ, সেটাই এখন দেখার।

New Delhi, Apr 03 (ANI): Eric Holder, the 29-year-old suspect wanted in connection with the death of Nipsey Hussle was arrested in the city of Bellflower, southeast of L.A. by deputies from the Los Angeles County Sheriff's Department. The Los Angeles Police Department confirmed the news on Wednesday. "Thank you to both our community for the heightened awareness/vigilance, and our partners at @LASDHQ," police wrote in a tweet that also featured a picture of Holder with the words "In custody" written over it. American Rapper Ermias Davidson Ashedom, popularly known by his stage name Nipsey Hussle, was shot dead outside his store in Los Angeles on Sunday. The incident took place outside the Marathon Clothing Company, which he opened in 2017. Nipsey and the man suspected of killing him knew each other. According to Los Angeles police Chief Michel Moore, the shooting seems to be a product of a personal dispute between the two, CNN reports. L.A. Mayor Eric Garcetti also confirmed the news in a tweet. "Eric Holder, the suspect in the murder of Nipsey Hussle, has been arrested and is now in custody. Thank you to our LAPD officers for tireless work to find the suspect and seek justice that Nipsey's family and community deserve," the tweet read. The suspect was identified using the CCTV surveillance video where he can be seen approaching Nipsey and the other two men multiple times, trying to indulge in a conversation. However, things instantly turn violent as the 29-year-old suspect starts firing repeatedly, injuring the two men and killing the American rapper. The Los Angeles County Department of Medical Examiner-Coroner, on Sunday, determined the cause of death of Hussle. According to the department's statement obtained by E Online, the rapper "died from gunshot wounds on the head and torso." The Police tweeted that Hussle was "taken to the hospital where he was pronounced dead at 3:55 pm. The manner of death was certified as a homicide." LAPD also mentioned in a tweet that they had a suspect in mind and were trying to locate him. According to a law enforcement source, the shooter has ties with a gang and the motive behind Hussle's murder was personal and not gang-related. On Sunday, before the incident took place, Hussle had tweeted an ominous message about his enemies. "Having strong enemies is a blessing," he wrote. The rapper's sudden and tragic death left everyone in a state of shock. Fellow artists including Drake, Rihanna, Michael B. Jordan, Pharrell Williams, and Jada Pinkett Smith, among many others, took to their social media accounts to mourn the loss of the artist.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.