মুম্বই, ৩ এপ্রিল : স্বার্থের সংঘাত প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন নোটিস পাঠালেন সৌরভ গাঙ্গুলিকে। CAB সভাপতি হয়েও IPL-এর দল দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা পদে আছেন সৌরভ। ডি কে জৈন বলেন, "তাঁর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই পরিপ্রেক্ষিতে তাঁকে (সৌরভ গাঙ্গুলি) একটি নোটিশ পাঠানো হয়েছে। সাতদিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে। তাঁর উত্তর পাওয়ার পর আমরা গোটা বিষয়টি খতিয়ে করব। তারপর তাঁর সঙ্গে আলোচনাতে বসার বিষয়ে সিদ্ধান্ত নেব।"
আগামী ১২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স হোম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। CAB পরিচালিত ইডেন গার্ডেন্সে ওই ম্যাচের আয়োজক হিসেবে দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এদিকে একইসময়ে পরামর্শদাতা হিসেবে CAB প্রেসিডেন্টকে দেখা যাবে দিল্লির ডাগ আউটে। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলে ইতিমধ্যেই দুই ক্রিকেটপ্রেমী চিঠি পাঠিয়েছেন BCCI-এর এথিক্স কমিটিকে। অম্বুডসম্যান ডি কে জৈন আপাতত BCCI-এর এথিক্স অফিসার হিসেবে দায়িত্বে আছেন।
এর আগে অবশ্য সৌরভ বলেছিলেন, "স্বার্থের সংঘাত হতে পারে, এমন কোনও পদে আমি এখন আর নেই। IPL গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছি। আমি CoA-র সঙ্গে কথা বলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দিল্লি ক্যাপিটালসের আমি শুধুমাত্র উপদেষ্টা, কোচ নই।" তবে এ বিষয় এবার কী জবাব দেন সৌরভ, সেটাই এখন দেখার।